![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজয় যখন বিজিতের পৈত্রিক সম্পদ
জাতির ঘাড়ে চাপে ঘোর আপদ
অমানিশা কাটবে কবে
আলোর ঝিলিক নেই দূর আকাশে।
বড় বড় কথা যারা বলে
বড় মানুষ নয় তারা
কথা কাজে মিল নেই
কাজেরও নীতি নেই।
তুমি আমি তাদের কথায়
যারা পরস্পরকে মারি
তারা কি ভাই খোঁজ রাখি
সেই সাধুরা দুর্দিনে
দেবে বিদেশ পারি
আমি তুমি যাবো কই
একবার মারবো আমি অন্যবার তুমি
তারপর আমাদের বংশধর
করবে আরো হিংস্র হানাহানি।
মামলা হামলায় সব যাবে
সংসারে আজীবন চলবে টানাটানি।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪
গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ...
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪০
মাকড়সাঁ বলেছেন: আলোর ঝিলিক নেই
০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪
গুরুর শিষ্য বলেছেন: আমিতো দেখি না...
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪
আমি মিন্টু বলেছেন: সব মিলিয়ে গেছে ভালো লাগলো
০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫
গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫০
সুমন কর বলেছেন: ভালো বলেছেন। +।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫
গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ সুমন দা...
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬
রুদ্র জাহেদ বলেছেন: ভালো বলেছেন।এসবের মাঝে বেঁচে থাকার নামই জীবন!!!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১
গুরুর শিষ্য বলেছেন: হুম এইতো জীবন...
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০০
মানবী বলেছেন: কয়েকটি ছড়া/কবিতা পড়ে মনে হলো, দুর্নীতিবাজ লোভী রাজনীতিবিদদের দেশ ছেড়ে পালানোর আশাংকায় ছড়াকার/কবি খুব বিচলিত!
ওদের সকলের পাসপোর্ট সিজ করা হোক :-)
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫২
গুরুর শিষ্য বলেছেন: না, মানবী যে দুই জোট এইদেশে জট পাকিয়েছে...তাদের কেউ পালালেই কি আসলেই...কি...দুর্ভাগ্যই ললাটে লেখা...কারো পাসপোর্ট সিজের দরকার নাই সবাই ভালো মানুষ হয়ে যাক...আমরা আমরাইতো...
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৪
মাহবুবুল আজাদ বলেছেন: সে রকম । আমাদের সাধারণ জন জীবন এমনই।