![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলেদের আচরণে একজন মা লজ্জা ও ঘৃণা প্রকাশ করেছেন। মায়ের দুখে আমিও সমব্যাথী। তবে ওই মাকে বলতে চাই তার ছেলেরা ঠিকভাবে বেড়ে উঠছে না। এমনকি ছোটবেলা থেকে তাদের মায়েরা তাদের স্তন পান না করিয়ে...কৌটা আর ফিডারের দুধ খাইয়ে বড় করেছে...সময় পায়নি মায়েরা নিজেদের সৌন্দর্য চর্চার কারণে...মায়ের স্তনবৃন্দ মুখে পড়েনি এমনকি বয়ঃসন্ধিক্ষণেও এরা সঠিক শিক্ষা পায়নি...
লজ্জিত ওই মাকে জিজ্ঞেস করি আপু, আপনার কি বিশ্বাস হয়...এদের বাবা-মারাও এভাবে বেড়ে উঠেছে...
মানবতাবোধসম্পন্ন মানুষ গড়ার দায়িত্বই এ সমাজ পালন করছে না...কেবল একটা জৈবিক সত্তার আক্ষরিক বিকাশ ঘটাতে পারলেই আমরা বাঁচি...
চাকচিক্য আর দামী ক্যারিয়ার পাশ্চাত্যের অন্ধ অনুকরণ...আপন সত্তাকে হেহ করা...শিক্ষাব্যবস্থার জামগাছ লাগিয়ে আমরা আম-কাঁঠাল কি আশা করতে পারি???
সবাই এখন বড়বড় ক্যারিয়ারের মানুষ বানাতে চায় সন্তানদের। বলেই দেয়- বাবা কিংবা মা ইন্টারটা ভালো করে একটা ভালো কোথাও চান্স নে...তারপর যা খুশি তাই করিস (মধ্য/নিম্নবিত্ত)....আর উচ্চবিত্তরাতো উন্নত দেশে পাঠাতে পারলেই বাঁচে- বলে দেয় এখন সচেতনভাবে- ‘বাবা কিংবা মা- এইডস এড়িয়ে চলিস!!!’
তাই মানবসভ্যতার যে চারা আমরা লাগিয়েছি সে ফলই পেতে শুরু করেছি। লজ্জিত না হয়ে এর প্রতিকার ভাবা দরকার...ভেবে আর হায় হায় করে এদের কিছুই আসবে যাবে না...এ কয়টা ছেলে নয় মেয়েরাও আছে ও দলে...জাতি কেমনভাবে গঠন করবেন ভাবুন...বোঝান বিশ্ব মানুষ হবি তবে কায়ামনে বাঙালি হো...
০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩০
গুরুর শিষ্য বলেছেন: লজ্জিত না হয়ে এর প্রতিকার ভাবা দরকা লজ্জিত না হয়ে এর প্রতিকার ভাবা দরকার...
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৯
রোলেন বলেছেন: ওরা খেয়েছে My Boy 1 থ্রি জি
০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩০
গুরুর শিষ্য বলেছেন: ঘটনা হেলাফেলার মতো না...
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৪
নতুন বলেছেন: ঘটনা পড়ে খুবই খারাপ লাগলো... আমাদের নতুন প্রজন্ম যদি নৈতিকতা ছাড়া বড় হয় তবে দেশের জন্য জাতীর জন্য খুবই খারাপ কথা।
আরেকটা বিষয় দেখলাম যে ছেলেটি ক্ষমা চেয়েছে তার কাজের জন্য... আশা করি সে ভুল বুঝতে পেরেছে। http://womenchapter.com/views/13326
০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩২
গুরুর শিষ্য বলেছেন: ভুল বুঝেছে এটা শুভলক্ষণ...তবে ভুলবোঝাবুঝিগুলোও এখন ‘স্যরি’ নির্ভর হয়ে গেছে...
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০২
মাসূদ রানা বলেছেন: ভালো লাগলো আপনার কথাগুলো। সমাজে ধর্মীয় শিক্ষা ঠিকঠাকভাবে উপস্থিত থাকলে আজকে এ অবস্থা দেখতে হতো না।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৬
গুরুর শিষ্য বলেছেন: নৈতিকতার শিক্ষা অবশ্যই দরকার
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৬
সরলপাঠ বলেছেন: খারাপ লাগবে শুনতে তবে এটাই এখন বাংলাদেশের ছবি। সঠিক মনে নেই,বেশ কিছুদিন আগে একটি গবেষণার রিপোর্ট পড়েছিলাম, যাতে বলা হয়েছিল বাংলাদেশের হাইস্কুলে পড়ুয়া ৭০% ছাত্রের মোবাইলে পর্ণো ছবি দখার অভিজ্ঞতা হয়েছে। নিয়ন্ত্রনহীন একম সমাজেই আজকের বাংলাদেশ।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৬
গুরুর শিষ্য বলেছেন: নিয়ন্ত্রণ দরকার
৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৮
সরলপাঠ বলেছেন: খারাপ লাগবে শুনতে তবে এটাই এখন বাংলাদেশের ছবি। সঠিক মনে নেই,বেশ কিছুদিন আগে একটি গবেষণার রিপোর্ট পড়েছিলাম, যাতে বলা হয়েছিল বাংলাদেশের হাইস্কুলে পড়ুয়া ৭০% ছাত্রের মোবাইলে পর্ণো ছবি দখার অভিজ্ঞতা হয়েছে। নিয়ন্ত্রনহীন সেক্সুয়াল ফান এডিক্টেড এই সমাজই আজকের বাংলাদেশ।
৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৫
রক্তিম দিগন্ত বলেছেন: ওরা আসলে বড় হচ্ছেনা। নিকৃষ্ট হচ্ছে। তা যা খেয়েই হোক।
লেখাটা পড়ে খারাপ লাগলো।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭
গুরুর শিষ্য বলেছেন: লজ্জিত না হয়ে এর প্রতিকার ভাবা দরকা...
৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১০
রূপক বিধৌত সাধু বলেছেন: কষ্ট লাগলো!
০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৮
গুরুর শিষ্য বলেছেন: প্রতিকার ভাবা দরকার...
৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩
আজিজার বলেছেন: আমরা শুধু মজা করার জন্য এরকম অনেক কাজ করে ফেলি, কিন্তু কাজ গুলো করার পরই অামরা বুঝতে পারি ক্ষমার অযোগ্য কাজ করে ফেলেছি, ততক্ষনে নিজের ক্যারিয়ারের যা ক্ষতি তা হয়ে গেছে। ছেলেগুলো হয়তো এখন ক্ষমা চেয়েছে এবং অামরা সবাই হয়তো ক্ষমা করেও দিব, কিন্তু তাদেরকে এ কলঙ্ক সারা জীবন বয়ে বেরাতে হবে।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২
গুরুর শিষ্য বলেছেন: এখন আর অমন কলঙ্কের দাগ লাগে না...এ মজাগুলো একটা ‘ভুলক্রমে’ প্রকাশ্যে এসেছে তবে হাজারটা অপ্রকাশ্যই থেকে যায়...আমি এই কালো মেঘ দেখে সতর্ক হওয়ার জন্য পোস্টটা দিয়েছি...
১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৯
ঢাকাবাসী বলেছেন: োরা নির্ঘাৎ আম্লীঘ করে!
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৪
গুরুর শিষ্য বলেছেন: দূর সবকিছুতেই রাজনীতি ভালো না...কোনদলটা ভালো থাকতে পারে সেটা বলুন...সবাই কিলানি খেতে আর দিতে শিখছে...
১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
রোলেন বলেছেন: কিছু করার নেই। বর্তমান যুগ সানি লিয়নের যুগ You have to বুঝতে হবে। Hate Story 3 দেখলে আর কথাই থাকবে না। এর পরের ভার্সন মাতৃস্তন বা কোটা পদ্ধতি বাদ দিয়ে দিবে, সোজা জিএফ পদ্ধতি অবলম্বন করবে।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৪
গুরুর শিষ্য বলেছেন: কথা সত্যি...
১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৪
৮৩১আবীর১৯৮৩ বলেছেন: যত্রতত্র এ ধরনের মূর্তি বানানোর প্রয়োজনটা কি ? ধর্মীয় বিষয় হলে ভিন্ন। আজকের সভ্যতা একদিকে উলংগতাকে প্রশ্রয় দিচ্ছে অপরদিকে পুরুষকে সংযমী থাকার উপদেশ দিচ্ছে।
তবে যেসব পুরুষ এসব কদাচারে লিপ্ত তাদেরকেও তীব্র ঘৃনা জানচ্ছি।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৫
গুরুর শিষ্য বলেছেন: ঠিকই- আজকের সভ্যতা একদিকে উলংগতাকে প্রশ্রয় দিচ্ছে অপরদিকে পুরুষকে সংযমী থাকার উপদেশ দিচ্ছে।
১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৯
মাঈনউদ্দীন সুমন বলেছেন: ওদের আর কি দোষ আসে পাশে যা দেখছে তাই করার একটু চেষ্টা / সত্যিকার মাংসপিণ্ড না পেয়ে ইট পাথরের উপর হাত ছিঃ
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৫
গুরুর শিষ্য বলেছেন: কিছুই বলার নেই...
১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১০
রুদ্র জাহেদ বলেছেন: অসহায় লাগে... সত্যি অসহায় লাগে...!!
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৬
গুরুর শিষ্য বলেছেন: আসলেই অসহায়ত্ব দেখা দিয়েছে...
১৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৫
আখেনাটেন বলেছেন: নৈতিকতা ও আধুনিকতা এই দুটি জিনিস আজকের ডিজিটাল যুগে পরিবারগুলোতে ভিন্নভাবে উপস্থাপিত হওয়ায় অনেক কিছুই অস্বাভাবিকভাবে প্রকাশ পাচ্ছে। যার ফলই এই ছবি। শুধু ওদের এই ন্যাক্কারজনক কাজের জন্য দোষ দিয়ে লাভ নেই, আমরাও কোন না কোনভাবে এর সাথে জড়িত। কারণ এ অবস্থা হঠাৎ একদিনে সৃষ্টি হয় নি।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২১
গুরুর শিষ্য বলেছেন: সহমত...
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৬
গেম চেঞ্জার বলেছেন: দুঃখ পেলাম.........
