নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন অতি সাধারণ মানুষ...একটু লিখতে ভালোবাসি...এই যা...ব্লগে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক...তবে সা হো স এটাই আমার পুরো নামের সংক্ষেপ। \n\nসবার ব্লগিং হোক সুন্দর ও আনন্দময়।

গুরুর শিষ্য

একজন অতি সাধারণ মানুষ

গুরুর শিষ্য › বিস্তারিত পোস্টঃ

কোথায় পাবো এমন শীতল প্রিয়া?

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৪



সকালবেলার আয়েশী ঘুম এর মাঝে যদি তিনবার ফোন আসে তাহলে বিরক্তি লাগে বৈ কি! আজ সকাল বেলা অমন ফোন দিতে দিতে সে আমার ঘুমটা ভেঙ্গে দিলো। উঠে ফোনটা না ধরে ওয়াশরুমে গেলাম। ফেরার আগে মনে পড়লো; কেনো এমন করছি! ও কণ্ঠ যদি আর শুনতে না পাই কখনো- তখন কি ভালো লাগবে?

ফোনটা ব্যাক করে কথা বলছিলাম- অস্পষ্ট নেটওয়ার্ক কথা বোঝা যাচ্ছিলো না। দু’বার কেটে গেলো। এরপর শুনি সব পরিষ্কার- ঘর ছেড়ে বেরিয়ে বাইরে গিয়ে কথা বলছে আমার অশীতিপর দাদী। যেখানে তিনটা পুকুর ও একটা প্রবাহন নদী; তার পাশে খোলা জায়গায় দাঁড়িয়ে সকাল ৭টায় খোঁজ নিচ্ছেন আমার।

গ্রামে শীত মাত্রাতিরিক্ত তাও- আবার নদীর ধার ও পুকুর পাড়! অনুযোগ- আনেকদিন তার খোঁজ নেই না...কণ্ঠে শীতের কাঁপুনি। চারশ’ কিলো দূর থেকে আমাকে নাড়িয়ে দিলো। হালকা খোঁজ-খবর নিলাম।

বললো- কোরআন শরিফ পড়ছিলাম, তোর কথা মনে করতেই ফোন দিলাম।তুই অনেকদিন খোঁজ নিস না...

বললাম; ‘এমন ঠাণ্ডায় কথা বলতে হবে না ঘরে যান পরে কথা হবে...কম্বলের নিচ থেকে কথা বলছিলাম আমি আর উনি খোলা আকাশের নিচে!!! কে দেবে এমন ভালোবাসা??? কোথায় পাবো এমন শীতল প্রিয়া???

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৪

অভ্রনীল হৃদয় বলেছেন: ভালো লাগলো পড়ে।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫

গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ...

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার দাদীর প্রতি সালাম রইলো।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫

গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ ভাই...

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৪

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ দারুণ।কেউ কি দেবে এ ভালোবাসা? :)

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬

গুরুর শিষ্য বলেছেন: তাঁরা ছাড়া এমন ভালো কেউ বাসে না...

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

প্রামানিক বলেছেন: ভাল লাগল আপনার শীতের কথা এবং দাদীর খোঁজখবর।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.