নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন অতি সাধারণ মানুষ...একটু লিখতে ভালোবাসি...এই যা...ব্লগে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক...তবে সা হো স এটাই আমার পুরো নামের সংক্ষেপ। \n\nসবার ব্লগিং হোক সুন্দর ও আনন্দময়।

গুরুর শিষ্য

একজন অতি সাধারণ মানুষ

গুরুর শিষ্য › বিস্তারিত পোস্টঃ

এখন কেবলই ভাবি

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০১



ভাবনার অতল তলে তলিয়ে থাকি
ভালবাসার সে স্মৃতিগুলো এখনো ভাবি
পৃথিবীতে নিজেকে আজ বড় হায়
সব থেকে বেশি অসহায় মনে হয়।

এখনো মনটা আমার ঘোরে সে উনুনের পাশে
যেখানে ওই প্রিয় মুখটি এখনো বসে রাঁধে
হঠাৎ মনে হয় তপ্ত কড়াই থেকে তুলে নিলাম কিছু
তোমাকে না দেখিয়ে কারণ মুখটি তোমার নীচু
তুমি হাসছিলে এগিয়ে দিলে আরো কিছু
লজ্জিত হলাম বেহায়া আমি অমনি খেলাম আরো
তোমার রান্না সে কী আর ভোলার মত!

এখন আমি বাইরে থাকি অনেক দূরে।
তাইতো এখন সে স্মৃতি খুব বেশি মনে পরে
রাতে ফিরে একা খাই একা শুয়ে পড়ি
এলো বিছানায় গা এলিয়ে অমনি ঘুমিয়ে পড়ি
বলি তোমাকে কেমন করে আমি যে এখন বড়!

তোমার সে পাগল ছেলেটা এখন
আর নেইতো সেই আগের মতন
ভাবি এখন কবে কখন সময় চলে গেছে
আর পরিনা মা সে রকম করতে
সেই বাড়ি গিয়ে তোমার কাছে
ইচ্ছে মত দিন কাটাতে
ফেলে সব অকাজের কাজ

জীবন জীবিকার জন্য নিত্য ফিকির
ও মা আমিতো কোন বিপ্লবী ভাল ছেলে না
যে আন্দোলন আর রাজনীতির কবিতা লিখবে
'ওরা তোমার কোলে শুয়ে আর গল্প শুনতে দেবেনা মা'
আমি লিখি আমি তোমার হাতে ছাড়া খেয়ে শান্তি পাইনা মা
তোমার পাশে না শুলে তৃপ্তির ঘুম হয় না মা
জীবন বড় বিচিত্র আর কি কোন দিন
তোমার কাছে দশটা দিন কাটাতে পারবনা!
তাইতো এখন কেবলই ভাবি।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:


বর্তমানের নিরিখে চমৎকার কবিতা +++

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২

গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ...

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: +মায়ের মর্যাদা রক্ষায় যেন সবাই আপনার অনুসারী হই এই কামনাই করি *

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩

গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ আপনাকে...

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০০

সালেহ মতীন বলেছেন: আপনার লেখা ভালো লেগেছে। ধন্যবাদ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ...

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । ভাল লাগলো খুব ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ...

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৮

রক্তিম দিগন্ত বলেছেন: ভালো লাগল। +:)

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.