![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শোন বারবার ডাকছি
তারপরও জবাব নেই?
উত্তরতো দিয়েছিলাম পেলামও প্রতিদান
একটু হাসলে আরেকটু ভালোবাসলে
তারপর চলে গেলে অগোচরে।
বলে গেলে গোলাকার পৃথিবীতে
হয়তো কোনদিন দেখা হবে।
আমি কি অসহায় ছিলাম না?
তুমি কি মান না আমার অসহায়ত্ব?
ওহ, জানিতো কি ছাড়লে আর কি পেলে
ছাড়লে আমায় পেলে সমৃদ্ধি
স্বল্প সময়ে করলে পরিবার বৃদ্ধি
এইতো তোমার অসহায়ত্ব।
আজ দিলে ফোন বলছো ভালো নেই মন।
শোন ভুল বুঝনা তুমি
তখন ঠিকই তোমারই ছিলাম আমি।
বোঝ না কেন মনের দাবি তখন মানতে পারিনি
পরিবার যে স্নেহের দোহাই দিয়ে দিলো।
জানিতো স্নেহের কাছে পরাজিত ভালোবাসা!
আরো জানি; বেশি চেয়েছিলে তুমি
সম্পদেরই কদম স্বেচ্ছায় নিয়েছ চুমি!
অপবাদ দিয়ো না বাচ্চাটা কাঁদছে
পরে হবে কথা কেমন।
শোন দাঁড়াও একটা কথা রাখো
হাত রাখো ওই শিশুটার মাথায়
রেখে বলো- তুমিই ঠিক ছিলে।
ঠিক আছে রাখি অবিশ্বাসীর সাথে
আর কি কথা চলে।
একটু কথা বলতে চেয়েছি
আবারো ব্যথা পেলাম দিলে।
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৯
গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ...
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২১
গেম চেঞ্জার বলেছেন: হায়! ভালোবাসা!!