![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলায় আব্বু যখন কোনো লুঙ্গি কিনে দিতো...তখন ছুটোছুটিতে সে লুঙ্গি টিকতো না...দেখা যেতো ওই লুঙ্গিখানা পরিধানরত অবস্থাতেই ফুটবলে লাথি মারা হতো...পুকুরে লাফ মারা হতো...আর সদ্যপরিহিত সেই নতুন লুঙ্গি মাঝ বরাবর ছিঁড়ে যেত...
এভাবে কত লুঙ্গি যে কৈশোরের ইতিহাসে জায়গা করে নিয়েছে তার ইয়াত্তা নেই...এরপর যখন নিজের অল্প আয়ের সুযোগ এলো তখন প্রথমদিনতো দূরের কথা কয়েক বছরেও লুঙ্গি আর ছেঁড়ে না...চার/পাঁচ বছর আগে কেনা লুঙ্গি ধূসর হয়ে যায় ছেঁড়ে না...ফেলেও দেয়া হয় না...কোন সে কারণ...???
তাতো সোজা ওটা বাপের পয়সায় কেনা না, ছিঁড়লে নিজের পয়সায় আরেকটা খরিদ করতে হবে...
মনে পড়ে যখন লুঙ্গি পড়া শুরু করেছিলাম তখন নিজেকে বড় বড় মনে হত...আর ঘুমের চোটে কৈশোরে লুঙ্গিখানা মশারির উপর কত ছুড়ে মেরেছি...দিগম্বর ছেলের লুঙ্গি বাবা-মা ঠিক করে দিয়েছে...শেষ পর্যন্ত ট্রাউজার কিনে দিতে বাধ্য হয়েছে...এখন ছেলে সচেতন আর পরিধানের লুঙ্গি খোলেও না ছেঁড়েও না!
২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ ভাই...।
২| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৪
আম আদমি বলেছেন: কৈশরের লুঙ্গি পরার কথা মনে পড়লে হাসি পায়।
২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
গুরুর শিষ্য বলেছেন: লুঙ্গি একটা স্মৃতির বিষয় বটে...
৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১১
রানার ব্লগ বলেছেন: এক বার লুঙ্গি পরে বেজ্জত হওয়ার পর লুঙ্গি পরা ছেরে দিছি।
২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
গুরুর শিষ্য বলেছেন: মজার জিনিস ছাড়লেন কেন???
৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৬
আরণ্যক রাখাল বলেছেন: খুলবে না আর| এবার আপনার ছেলের লুঙ্গির গিট্টু খুলবে (যদি লুঙ্গি থাকে ততোদিন)
২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
গুরুর শিষ্য বলেছেন: চিন্তা ধরিয়ে দিলেন...
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪
প্রামানিক বলেছেন: মনে পড়ে যখন লুঙ্গি পড়া শুরু করেছিলাম তখন নিজেকে বড় বড় মনে হত...আর ঘুমের চোটে কৈশোরে লুঙ্গিখানা মশারির উপর কত ছুড়ে মেরেছি...দিগম্বর ছেলের লুঙ্গি বাবা-মা ঠিক করে দিয়েছে
হা হা হা কৈশর বটে