![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজানা গন্তব্যের পথে সমাজ। শিশু সন্তানরা আজ বাবা-মাদের স্বপ্ন পূরণের যন্ত্রে পরিণত হচ্ছে। একটি ভালো স্কুলে ভর্তি, ভালো রেজাল্ট আর ভালো কোনো প্রতিষ্ঠান (মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিশ্ববিদ্যালয় ইত্যাদি) এ সুযোগ পাওয়ার জন্য অভিভাবকরাই থাকে উদগ্রীব। এর মাঝে ছেলে কিংবা মেয়ের কৈশোরের ছন্দপতন কিংবা টিএনএজ এর কিছু লক্ষণ প্রকাশ পেলে অভিভাবকরাই বলে দেন, একটু অপেক্ষা কর- ওই প্রতিষ্ঠানে গেলে ‘যা খুশি তাই’ কোরো...ছেলেদেরতো বলেই দেয়া হয় বাবা ওখানে গেলে মেয়েরাই তোমার পেছনে ঘুরবে...মেয়েদেরকেও দমিয়ে রাখা হয় কিছু কিছু স্বপ্ন দেখিয়ে...তাই বলে বলছি না...তাদের থামানো উচিত না!
তবে এটা ঠিক ছেলে-মেয়েদের চরিত্র নির্মাণের বিষয়টি এখন আর বাবা-মাদের মনে কাজ করে না...আর বাবা-মায়েরা যদি দেখেন ছেলেটা কিংবা মেয়েটা পড়াশুনায় দুর্বল তাহলে তারা চরম হতাশ হন...ছেলে-মেয়েরা ভালো স্কুলে চান্স না পেলে বাবা-মায়েরা উচ্চস্বরে কাঁদে!
তাদের মনে একটুও ভাবনা আসে না পৃথিবীর অনেক সফল মানুষ গতানুগতিক ধারা তথা যুগের সাথে তাল মেলাতে পারেননি...অথচ তাদের সফলতা আর শিক্ষা জীবনের সকল ধাপে সফল হয়ে তাদের প্রতিষ্ঠানে কাজ করা কি একই বিষয়...
ছেলে-মেয়েরা ভালো মানুষ হোক এটা বাবা-মায়েরা চাবেন না ভাবা যায়? কোনো বাবা-মাকে কোনোদিন গল্প করতে দেখিনি- আমার ছেলেটা কিংবা মেয়েটা সত্য কথা বলে কিংবা তার মাঝে নানা মহৎ গুণ আছে... এগুলোর ধারে-কাছে নেই তারা! অথচ অংকে ১০০/১০০ ইংরেজিতে ১০০/৯০...এ+ ইত্যাদি হচ্ছে আলোচনার মূল বিষয়...
ছেলে-মেয়েরা নিজের মত করে বড় হতেই পারছে না...আর বাবা-মাদের অতি ভাবনা তাদেরকে বিপথে ঠেলে দিচ্ছে! হতাশ মায়ের হাতে সন্তান খুন হচ্ছে...নিজের বাবা-মায়ের কাছে পদে পদে নির্যাতিত হচ্ছে শিশুরা...তাই জীবনে কিছু একটা হয়ে গেলেও বাবা-মাদের শেষ বয়সে করুণ অবস্থায় ফেলতে তাদের মোটেও কিছু আসে যায় না...
অথচ হাদিসে দেখলাম;
‘কোনো বাবা-মা তাদের সন্তানকে উত্তম আদব কায়দা ও আচার-আচরণ শিক্ষা দেয়ার চাইতে শ্রেষ্ঠ কিছু দান করতে পারে না।’- তিরমিযি
তাই ক্যারেক্টার ছাড়াই ক্যারিয়ার ভাবনা হোক এটা কাম্য নয়...ক্যারিয়ারটাও জরুরি...
চলার পথে একক্লিক করে দুই ক্লিকে দুটো ছবি তুলেছিলাম...একটিতে পথে দুই মেয়ে কি সুন্দর গল্প করতে করতে গলাগলি করে হাঁটছে... আর একটি বাচ্চার সাথে আমার প্রতিদিন ভরদুপুর বেলা অফিস যাওয়ার পথে দেখা হয়...রোদে লাল হয়ে বেশিরভাগদিন সে স্কুল থেকে ফেরে...এরা হয়ত উচ্চবিত্তের সন্তান না...তবে এরা আর যাই হোক ডিজুস মার্কা পোলাপান হবে না বলেই আমার বিশ্বাস...
১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৩
গুরুর শিষ্য বলেছেন: ভাবতে হয়...
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩০
বিজন রয় বলেছেন: এত ভাবনা কিভাবে আসে।
++++