![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঙালিরা বরাবরই অন্যের বিবাদ দেখে মজা নেই...বলতে লজ্জা নেই ও স্বভাব আমারও! যাচ্ছিলাম হাতিরপুল হয়ে কাঁটাবনের দিকে...মোতালিব প্লাজা পার হতেই দেখি ইংরেজিতে ঝগড়া চলছে...পেছন ফিরে দেখলাম বাঙালির ইংরেজি আর ফরেনারের ইংরেজি দু’টোতেই কটু বাক্য বিনিময় চলছে...
বাঙালি ভদ্রলোক নিজস্ব ভঙিতে সাইকেল আরোহী ফরেনারকে বলছেন, You Can not go with your cycle on this footpath…Bla Bla Bla…ফরেনার কইতেছিল…You are always telling the same thing is this footpath?...বাঙালি স্টাইলেই ফরেনার রেগে বললেন, I am not riding my cycle on wrong way…Bla Bla Bla…
বাঙালির ইংরেজি এবং যুক্তি মোটেও টিকছিল না…পরে দেখলাম বির বির করে তিনি আরো দুই-চারটা ইংরেজি ঝেড়ে (No No You are not right) সামনের দিকে চলতে আরম্ভ করলেন। ফরেনারের মুখের দিকেও তাকালেন না…তাকাবেন কী! রাস্তারে ফুটপাত বানায়া হাঁটলে কী আর বলার থাকে…ফরেনারের সাইকেল লেগে গেলেও দোষ কিছু নেই...ওখানে সবজি বেচা-কেনা চলে লোকে ওখান থেকে রিকশাও চড়ে...দোষ কারে দেয়া যায় কপালরে ছাড়া...
দেখলাম ফরেনারও কয়েকটা বুলি আওরিয়ে সাইকেল হাঁকালেন…আমিও পা চালালাম…ভাবলাম বেচারা বাঙালির ‘ঝগড়াবিদ্যা’ বেশ রপ্ত করেছেন...বুঝলাম- কী করবে উপায় নাই...
তবে সকালে মুস্তাফা জামান আব্বাসীর কলামটার কিছু বিষয় (ভাষাগত) আমিও প্রত্যক্ষ করলাম...
[ছবিটা ওই ঘটনার না, সংগৃহীত]
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৫
:/ হাসান বলেছেন:
