![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাহারা পতিতালয়ে গমন করিতেন তাহারা এ যুগে বাঁচিয়া থাকিলে মেস কিংবা ফ্লাটেই যাইতেন...উদ্যানগুলোতে যাইতেন কী না তাহা বলিতে পারিনা…পতিতারা পতিত নয়…বিবর্ণ জীবনের শিকার…কিন্তু যাহারা স্কুল জীবনেই কামে পারঙ্গম হইতেছে তাহাদের ফিরাইবে কে?
পিতা-মাতারা বড় গল্পকার- ছেলে এই করিয়াছে মেয়ে সেই করিয়াছে এই গল্প রচনা করিয়া মানুষের সামনে প্রচার করিতে না পারিলে তাহারা বিষণ্ণতায় ভুগিতে থাকেন…সন্তানের চরিত্র নির্মাণের আগ্রহ তাহাদের নেই বলিলেই চলে…যাহাও কতকের আছে তাহারাও গল্পকার ও গল্পকথক হইতে চাহেন!
আর সন্তানদেরও মনন এমনভাবে নির্মাণ হইতেছে…কারো সঙ্গে শুইলেই কী আর চরিত্র যায়! তাহারা ইহা ভাবিতেও পারে না…কেন যাইবে যাহা হইয়াছে দুইজনের ইচ্ছাতেই হইয়াছে...আর ক্যারেকটার দেখিবে কে? সব্বাই দেখিবে ক্যারিয়ার!!!
চরিত্র বলিয়া কিছু নাই পরজীবনও নাই!!! আছে এই একটা জীবন ইহাকেই ভোগ করো…তুমি কোন শালা চরিত্র শিখাইতে আসিয়াছ…কারো সঙ্গে শুইতে পারনি বুঝি???
২৫ শে মার্চ, ২০১৭ রাত ৮:২২
গুরুর শিষ্য বলেছেন: হুম...
২| ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০২
বিপরীত বাক বলেছেন: কারো সঙ্গে শুইলেই কী আর চরিত্র যায়! …কেন যাইবে যাহা হইয়াছে দুইজনের ইচ্ছাতেই হইয়াছে...আর ক্যারেকটার দেখিবে কে? সব্বাই দেখিবে ক্যারিয়ার!!!
চরিত্র বলিয়া কিছু নাই পরজীবনও নাই!!! আছে এই একটা জীবন ইহাকেই ভোগ করো…তুমি কোন শালা চরিত্র শিখাইতে আসিয়াছ…কারো সঙ্গে শুইতে পারনি বুঝি??
ঠিক ঠিক।
একদম ঠিক।
২৫ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৩
গুরুর শিষ্য বলেছেন: বুঝতে পারলে ঠিক...
৩| ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫০
অতঃপর হৃদয় বলেছেন: ছবির সাথে লেখার মিল নাই। আর তর্ক করা গাধার কাজ হবে তাই তর্ক করলাম না। যে যেমন বুঝে তারে তেমন বুঝতে দাও।
৪| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ১২:১৬
ধ্রুবক আলো বলেছেন: ..আর ক্যারেকটার দেখিবে কে? সব্বাই দেখিবে ক্যারিয়ার!!! তা যা বলেছেন একদম ফাটিয়ে দিয়েছেন
পোস্টে অনেক গুলো প্লাস +
২৫ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৩
গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ...
৫| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ১২:৩০
শেয়াল বলেছেন: স্যাটায়ার বুঝন হকলের কম্ম নহে
২৫ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৪
গুরুর শিষ্য বলেছেন: কথাটা ঠিক...তাকে আর কিছু বললাম না...আয়নায় চেহারা দেখেছে বুঝি...
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০৮
হীরক মুশফিক বলেছেন: