![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যাচ্ছেতাই টাইপের একজন মানুষ। কোন কিছুতেই ভেবেচিন্তে হ্যা কিংবা না বলতে পারিনা.।জীবনটাকে সাধ্যের মধ্যে যথেষ্ট উপভোগের চেষ্টা করি.।
আমরা কোরবানি দিচ্ছি। আসলেই কি আমাদের কোরবানি হচ্ছে?? কোরবানি দেওয়ার নিয়ম হল আপনার কোম প্রকার ধার দেনা থাকতে পারবেনা এবার আপনি যদি কয়েকশ কোটি টাকার মালিকই হন...
কিন্তু আমাদের সমাজে এমন লোক হর হমেশে খুঁজে পাওয়া যাবেনা যার ধার দেনা নাই। কারো হয়ত বেশী আর কারো কম। আবার একদম ধার দেনা নাই এমন লোকও আছে। মুলত কোরবানিটা ওনাদের জন্যই.. আমার পরিবারেরও ব্যক্তিগতভাবে দেনা আছে...
আমরা যারা এই ধার দেনার বোঝা মাথায় নিয়ে কুরবানি করতে যাচ্ছি এটা নিছকই লোক দেখানো। জানিনা আমার আল্লাহ আমাদের সবার কুরবানি আদো কবুল করে কিনা। গত কয়েকবছরই আমি আমার পরিবারকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। কিন্তু আমাদের অন্ধ সমাজের কাছে আমি হেরে যাচ্ছি। আজ যদি আমরা কুরবানি না দিই কাল আমাদের দিকে সমাজের অসুস্থ লোক গুলো আংগুল তুলবে অমুক কুরবান দেয় নাই; তমুক কুরবান দেয় নি। আমি হলফ করে বলতে পারব এই সমীকরণ অনুযায়ী আমাদের সমাজের শীর্ষস্থানীয় লোকদেরও এই অবস্থা...
বি:দ্র: লোক দেখানো কুরবানিতে মত্ত আমরা। নষ্ট সমাজের দুষ্ট লোকের ভয়ে নাকাল আমরা
২| ০৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩০
নুর ইসলাম রফিক বলেছেন: নষ্ট সমাজের দুষ্ট লোকের ভয়ে নাকাল আমরা কেন হবো?
৩| ০৯ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৫
নাজমুল তারেক বলেছেন: হইতে হয় না উনারাই হতে বাধ্য করে
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪২
রাজ হাসান বলেছেন: ভাই কি ব্যবসা করেন???
যদি করে থাকেন তাহলে সেই হিসেবে আজীবনেও আপনার কুরবানী হবে না।কারন আজীবনেও আপনি বাকী বন্ধ করতে পারবেন না,দেনা পাওনা থাকবেই,কুরবানী কিভাবে দিবেন???
তবে হ্যা যদি সকল পাওনাদারকে খুশী করাতে পারেন তাহলে দেনা থাকলেও কুরবানী দিতে সমস্যা নেই আমি মনে করি।কোনো মানুষকে কষ্ট দিয়ে কোনো ইবাদত হতে পারে না সেটা যেইভাবেই হোক না কেন