নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নাজমুল তারেক। মোটামুটি সাদাসিধে আর নিম্ন মধ্যবিত্ত কোন এক পরিবারে জন্ম আমার। নিজের সম্পরকে বলার মত আসলে তেমন কিছু আমার মত খেয়ালিপনা আর অলসময় মানুষের নেই বললেই চলে...\nতারপরো যতটুক ধারনা তা থেকে বলছি শারিরীক উচ্চতার মত মানসিক উচ্চতার দিক দিয়েও আমি এ

নাজমুল তারেক

আমি যাচ্ছেতাই টাইপের একজন মানুষ। কোন কিছুতেই ভেবেচিন্তে হ্যা কিংবা না বলতে পারিনা.।জীবনটাকে সাধ্যের মধ্যে যথেষ্ট উপভোগের চেষ্টা করি.।

নাজমুল তারেক › বিস্তারিত পোস্টঃ

আবু হায়দার রনি

০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৯


স্বপ্নটা তখনই পুরন হবে যখন বাংলাদেশের হয়ে মাঠে নামতে পারবো:
-
বাংলাদেশ প্রিমিয়ার লিগে
(বিপিএল) চমক দেখিয়ে আলোচনায়
এসেছেন পেসারabu hider rony সেই ধারাবাহিকতাতেই জায়গা করে নিয়েছেন জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে।
অপেক্ষা, লাল-সবুজ জার্সি গায়ে
জড়ানোর। জাতীয় দলে খেলার স্বপ্নটা
সেই ছোটবেলার। তাই অধরা স্বপ্ন সত্যি
করার দ্বারপ্রান্তে পৌঁছে উচ্ছ্বাসটাও
অনেক বেশি।
-
অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেললেও, জাতীয় দলে এবারই প্রথমবার ডাক পেয়েছেন রনি। তাই একদিন পর শুরু হতে যাওয়া জাতীয় দলের
ক্যাম্পকে কেন্দ্র করে সবচেয়ে বেশি
উচ্ছ্বাসটাও তার। অনুশীলন জার্সি গায়ে
জড়ানোর জন্যেও যেন নিজেকে আর আটকে রাখতে পারছেন না কুমিল্লা
ভিক্টোরিয়ান্সের হয়ে সর্বোচ্চ উইকেট
নেওয়া ও বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ(২১)
উইকেট নেওয়া রনি।
-
দেশের শীর্ষ একটি দৈনিককে এ প্রসঙ্গে
রনি বলেছেন, ‘ছোটবেলা থেকেই স্বপ্ন
দেখে আসছি,জাতীয় দলে খেলব। সে স্বপ্ন পূরণের কাছাকাছি আছি মনে হয়। স্বপ্নটা
তখনই পূরণ হবে যখন বাংলাদেশ দলের হয়ে মাঠে নামতে পারব। তিন তারিখের
অপেক্ষায় আছি।’
-
চলতি বছরে টি-টোয়েন্টিকে সামনে রেখে
(জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি
সিরিজ, এশিয়া কাপ টি-টোয়েন্টি, টি-
টোয়েন্টি বিশ্বকাপ) ২৭ সদস্যের প্রাথমিক
দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট
বোর্ড(বিসিবি)। এই দলে সবমিলিয়ে
তিনজন নতুন মুখের জায়গা হয়েছে।abu hider rony তাদেরই একজন। বাকি দুজন
হলেন মোসাদেক হোসেন সৈকত ও কাজী
নুরুল হাসান সোহান।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.