নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

নানন দেশের পাসপোর্ট নিয়ে কয়েকটি জানা অজানা তথ্য জেনে নিন

০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১১


পাসপোর্ট এমন একটি রাজনৈতিক বিষয় যাকে ঘিরে নিয়মিতভাবে বিভিন্ন পর্যাক্রমে বিতর্ক চলে।তবে একটা বিষয় সেটা হল, বৈধ পাসপোর্ট এমন একটি দলিল যা কখনো কোন দেশের দরজা খুলে দিতে সাহায্য করে আবার কখনো বা কোন দেশের দরজা বন্ধ করেও দিতে পারে।তাই আমাদের চলাচলের জন্য এই পাসপোর্টের প্রচলন হয় তার ইতিহাস সত্যি এক চমকপ্রদ।আসলে পাসপোর্ট হল এক ধরনের ভ্রমণ নথিপত্র যা সাধারণত একটি দেশের সরকারকর্তৃক জারি করা হয়ে থাকে। এটি আন্তর্জাতিক ভ্রমনের সময় বাহকের জাতীয়তা এবং পরিচয় প্রত্যয়িত করে। একটি পাসপোর্টে সাধারণত বাহকের নাম, জন্মের তারিখ ও স্থান, ছবি, স্বাক্ষর, এবং অন্যান্য চিহ্নিতকরণের তথ্য থাকে। ডিসেম্বর ২০০৮ অনুযায়ী, ৬০ টি দেশ বায়োমেট্রিক পাসপোর্ট প্রচলন করেছে, এবং এপ্রিল ২০১৭ অনুযায়ী এই সংখ্যা ৯৬। তবে পুর্বে জারি করা একটি পাসপোর্ট সাধারণত একটি নির্দিষ্ট সময় পযন্ত মেয়াদের বৈধ থাকে।
আনুমানিক ৪৫০ খ্রিস্টাব্দে হিব্রু বাইবেলের নেহেমিয়া ২ঃ৭-৯ তে পাসপোর্টের অনুরূপ কাগজের নথির উল্লেখ পাওয়া যায়, যা গোড়ার দিকের জানা সূত্রগুলোর মধ্যে ছিল অন্যতম।মধ্যযুগীয় ইসলামিক খেলাফতের সময় শুল্ক প্রদানের রসিদ ছিল এক ধরণের পাসপোর্ট। যারা যাকাত (মুসলিমদের জন্য) এবং জিজিয়া কর (জিম্মিদের জন্য) প্রদান করতো শুধু সেই সমস্ত মানুষ খেলাফতের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করতে পারতো। এইভাবে শুল্ক প্রদানের রসিদ ভ্রমণকারীদের জন্য পাসপোর্টের অনুরূপ প্রচলন ছিল।

এই পোস্টে পাসপোর্ট সম্পর্কে সেরকম কয়েকটি মজার তথ্য যা আপনার দৃষ্টিভঙ্গিকে বদলে দিতে পারে। আসুন তাহলে জেনে নেই সেই কয়েয়টা তথ্যঃ
(১)সুমেরু প্রভা দেখতে পাবেন শুধু স্ক্যান্ডিনেভিয়ান পাসপোর্টে । আর সুমেরু প্রভা যার দেখা মেলে শুধুমাত্র স্ক্যানিডনেভিয়ান অঞ্চলের দেশগুলোর আকাশে।
তাই স্ক্যান্ডিনেভিয়ান কোনো দেশের পাসপোর্ট যদি ইউভি আলোর নীচে রেখে পরীক্ষা করেন তাহলে আপনি নর্দার্ন লাইটস বা সুমেরু প্রভা দেখতে পাবেন।
প্রাচীন বাইবেল। (২) প্রথম পাসপোর্টের কথা শুনুন বাইবেলে
বুক অফ নেহেমিয়া-তে পারস্যের রাজা প্রথম আরটাজেরেস জুডিয়ার ভেতর দিয়ে নিরাপদে চলাচলের অনুমতি দিয়ে তার এক সরকারি কর্মকর্তাকে একটি চিঠি দিয়েছিলেন।

(৩)এক সময় পাসপোর্টে কোন ছবি লাগতো না। তবে সেটা পরিবরতন আনা হয় এবং পাসপোর্টে প্রথম বিশ্বযুদ্ধের পরে থেকে ছবি যুক্ত করা হয় প্রথম।

(৪) ওজন বেড়েছে ? পাসপোর্ট নবায়ন করতে হবে ।যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন বা সেখানের নাগরিক হন তাহলে আপনার ওজন বাড়লে বা কমলে আপনাকে নতুন করে আবারো পাসপোর্ট তৈরি করতে হবে।

(৫)আগে পাসপোর্ট তৈরির জন্য যে কোন ধরনের ছবি পাঠালেই চলতো।এমনকি চাইলে আপনি আপনার পারিবারিক ছবিও পাঠাতে পারতেন।কিন্তু এখন হবে না ।

(৬) বিশেষ করে পাসপোর্ট নবায়নের তারিখ নিয়ে আপনার কোন টালবাহানা না করাটাই ভাল।ইয়োরোপীয় ইউনিয়নসহ কোন কোন দেশ চায় সে দেশে ঢোকার পর আপনার পাসপোর্টে ৯০ দিন সময় থাকতে হবে।কিন্তু চীন, রাশিয়া, সৌদি আরব কিংবা ইন্দোনেশিয়ার মত কিছু দেশ চায় পাসপোর্টে ছয়মাস সময় থাকতে হবে।এটা তারা চায় যেন কোন দেশে বেড়াতে গিয়ে আপনি আটকে না পড়েন। এবং সময় থাকতে সেই দেশ ছাড়তে পারেন।তাই এক কথায় পাসপোর্ট নবায়ান না করলে আপনাকে বিদেশে ঝামেলায় পড়তে হতে পারে।
(৭)পাপুয়া নিউ গিনি যখন স্বাধীন হয়েছিল তখন এই গ্রামগুলোর সাথে অস্ট্রেলিয়ার এক বিশেষ চুক্তি হয় যেখানে বলা হয় এই গ্রামের বাসিন্দারা কোন পাসপোর্ট ছাড়াই কুইন্সল্যান্ড প্রদেশ দিয়ে অস্ট্রেলিয়ায় ঢুকতে পারবেন।এক কথায় পাপুয়া নিউ গিনির নয়টি উপকূলীয় গ্রামের জন্য কুইন্সল্যান্ড প্রদেশ দিয়ে অস্ট্রেলিয়ায় ঢুকতে কোনো পাসপোর্ট প্রয়োজন হয় না।

(৮)এটি হল প্রথম জাপানি পাসপোর্ট যা ১৮৬৬ সালে জারি করা হয়েছিলো।

(৯)ভ্যাটিকান, ইতালীর রাজধানী রোমের কেন্দ্রস্থলে স্বাধীন এক রাষ্ট্র। তবে ভ্যাটিকান একটি স্বাধীন ক্যাথলিক রাষ্ট্র হলেও এর কোন ইমিগ্রেশন কন্ট্রোল নেই।তবে ক্যাথলিক ধর্মমতের প্রধান গুরু পোপের একটি পাসপোর্ট রয়েছে, যার নম্বর ভ্যাটিকান-১।
অর্থাৎ ভ্যাটিকানে কোন ইমিগ্রেশন নেই ।

(১০)মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মোট নাগরিকের সংখ্যা ৩২১৩৬২৭৮৯।কিন্তু পাসপোর্ট রয়েছে যাদের কাছে তাদের সংখ্যা মাত্র ১২১৫১২৩৪১ জন।তার মানে অনেক আমেরিকানের কোন পাসপোর্ট নেই আর আমেরিকানদের মধ্যে অনেকে জীবনেও বিদেশে যাননি।
(১১) পলিনেশিয়ান দ্বীপ রাষ্ট্র টোঙ্গা ২০ হাজার ডলারে পাসপোর্ট বিক্রি করেছে।
এই রাষ্ট্রের রাজা প্রয়াত চতুর্থ তৌফাহাউ টুপাউ সে দেশের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে বিদেশিদের কাছে পাসপোর্ট বিক্রি করেছিলেন বলে জানা যাচ্ছে।অর্থাৎ পসপোর্ট বিক্রি করেছে টোঙ্গা। (১২)আপনার যদি ফিনিশ কিংবা স্লোভেনিয়ান পাসপোর্ট থাকে তাহলে সেটার পাতা যদি দ্রুত উল্টাতে থাকেন, তাহলে দেখবেন পাসপোর্টের পাতার নীচের একটি একটি ছবি দ্রুত নড়তে থাকবে।ধরে নিতে হবে ফিনিশ এবং স্লোভেনিয়ান পাসপোর্ট ছবির ফ্লিপ-বুক হিসেবে কাজ করে ।
(১৩)নিকারাগুয়ার পাসপোর্টে হলোগ্রাম এবং জলছাপসহ ৮৯টি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।
এর ফলে এটি বিশ্বের সবচেয়ে সুরক্ষিত পাসপোর্ট।এককথায় নিকারাগুয়ার পাসপোর্ট জাল করা সবচেয়ে কঠিন ।

(১৪)রানীর দ্বিতীয় এলিজাবেথকে পাসপোর্ট নিয়ে কোন দু:শ্চিন্তা করতে হয় না।কারণ যুক্তরাজ্যের জনগণকে তার নামেই পাসপোর্ট ইস্যু করা হয়।আর সে কারণেই তার নিজের কোন পাসপোর্ট নেই।

বিভিন্ন দেশের পাসপোর্ট সম্পর্কে অজানা সব তথ্য
নানা দেশের পাসপোর্ট নিয়ে ১৩টি অজানা তথ্য
সূত্র: উইকি

মন্তব্য ৩৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Click This Link

০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমা‌দেরটা সব চে‌য়ে বি‌চিত্র

০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

মামুন ইসলাম বলেছেন: হুম সেটাই দেখলাম।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই ধরনের প্রবন্ধ বা ফিচার লেখার পর পোষ্টে প্রয়োজনীয় রেফারেন্স বা তথ্যসুত্র উল্লেখ্য করতে হবে। আপনি অনতিবিলম্বে রেফারেন্স যুক্ত করুন।

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৯

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই। একটু দেরি হওয়ায় দুঃখীত ।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

মাহমুদুর রহমান বলেছেন: জানা অজানা তথ্য জানিয়ে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ,ভালো থাকুন।

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২১

মামুন ইসলাম বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

রাজীব নুর বলেছেন: চমৎকার একটি পোষ্ট।

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৩

মামুন ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই।

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
আমরা যারা বিদেশে থাকি তারা মনে করি বাংলাদেশের পাসপোর্টের মেয়াদ ১০ বছর করা উচিত। এটা খুবই দ্রুত করা দরকার।

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৫

মামুন ইসলাম বলেছেন: দেখা যাক এ বিষয় যদি সরকার কোনও পদক্ষেপ নেন কিনা।

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
১৪ নং পয়েন্টের জন্য রেফারেন্স জরুরি ।

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩১

মামুন ইসলাম বলেছেন: আশা করি যে রেফারেন্স দিয়েছি তাতেই চলবে।পড়ে দেখতে পারেন।

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৫

মনিরা সুলতানা বলেছেন: ভালো তথ্য ।

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২২

মামুন ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভ কামনা মনিরা আপু।

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৮

ফেনা বলেছেন: দারুন সব তথ্য।
আপনার জন্য শুভকামনা।

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩২

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই।

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৯

কনফুসিয়াস বলেছেন: ধন্যবাদ

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৩

মামুন ইসলাম বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৮

কালীদাস বলেছেন: পোস্ট ভাল লেগেছে।

একটা ইনফো দেই পুরান যুগের: কম্যুনিস্ট আমলে ওয়ারশ প্যাক্টের দেশগুলোর নাগরিকদের পাসপোর্ট লাগত ২টা। একটা শুধু ওয়ারশ প্যাক্টের মেম্বারস্টেটগুলোতে ঘোরার জন্য। সেকেন্ডটা স্পেশাল, ইস্টার্ণ ব্লকের বাইরে ট্রাভেলের জন্য। সেকেন্ড পাসপোর্টটা পাওয়ার হ্যাপা ছিল প্রচুর, কারণ বাইরে গেলে নাগরিকরা কম্যুনিজমের সব দোষ বের করে ফেলত চোখের পলকে বা ভাগত চিরতরে (সোর্স: ওয়ারশ প্যাক্ট)। এদের অনেক দেশই এখন ইইউতে যোগ দিয়েছে, কিন্তু বিদেশিদের খানিকটা সন্দেহের চোখে দেখার অভ্যাস এখনও আগের মতই আছে। বাংলাদেশেও সম্ভবত কেবল ইন্ডিয়ার জন্য একটা স্পেসিফিক পাসপোর্ট ছিল এককালে, যেটা সহজে এবং দ্রুত পাওয়া যেত :(

১৩ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৩৭

মামুন ইসলাম বলেছেন: চমৎকার একটা কমেন্ট করেছেন কালীদাস ভাই। এক সময় ভারতের জন্য যে পাসপোটটি পাওয়া যেত সেটা এখন আর দেয়া হয়না কারন এখন নরমালি ইন্টান্যারশানাল পাসপোটগুলোই এক মাস বা চাইলে কিছু বেশি টাকা খরচ করে আরো দ্রুত পাওয়া
সম্ভব। সেজন্যয় হয়ত বন্ধ করে দেয়া হয়ছে আগের ভারতের জন্য করা সে লাল পাসপোট ।

১২| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেকদিন পরে পোস্ট দিলেন মনে হয় ভাই।

১৩ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৪০

মামুন ইসলাম বলেছেন: হুম কাজে ব্যস্তটা থাকায় আগের এখন মত ব্লগে আসা হয়না।

১৩| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০২

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: পাসপোট সম্পর্কে অনেক ভালো তথ্য জানা হল।

১৩ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৪১

মামুন ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ ভাই চমৎকার কমেন্টের জন্য।

১৪| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর তথ্য।

১৩ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৪৩

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই ।

১৫| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৩

ইসিয়াক বলেছেন: চমৎকার পোষ্ট

১৩ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৪৩

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই ।

১৬| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: কত অজানারে :)

ভাল লাগল দারুন সব তথ্য সম্পর্কে জেনে

+++++

১৩ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৪৪

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃণ্ড ভাই ।

১৭| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৫

এম আর তালুকদার বলেছেন: চমৎকার একটি পোষ্ট। ভাল লাগলো।

১৩ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৪৬

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ এম আর তালুকদার ভাই।

১৮| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২২

ঢাকার লোক বলেছেন: ১০ নং এর সম্পূরক হিসাবে লিখছি, আমেরিকার উত্তর ও দক্ষিণ সীমান্তবর্তী রাজ্যগুলোতে এক ধরনের বিশেষ "এনহ্যান্সড" ড্রাইভার লাইসেন্স করা যায় যা দিয়ে কানাডা ও মেক্সিকো তে যাওয়া আসা করা যায় , এর খরচ পাসপোর্ট বানানোর খরচের চেয়ে বেশ কম বলে অনেকেই যারা শুধু কানাডা বা মেক্সিকোতে আসা যাওয়া করে তারা এ বিশেষ লাইসেন্স করে নেয় , পাসপোর্ট করে না ! আমেরিকানদের অনেকের পাসপোর্ট না থাকার ও একটা কারণ। ধন্যবাদ

১৩ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৪৭

মামুন ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ ভাই তথ্যসমৃদ্ধ চমৎকার কমেন্টের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.