নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।। বিপাশা- একটি নদীর নাম, একটি নির্ঝর স্বপ্নের নাম।।

সঞ্চারিণী

কবি সঞ্চারিণীর পরিচিতি সংক্ষেপঃ সঞ্চারিণী একাধারে কবি, কথাসাহিত্যিক, আবৃত্তিকার , নৃত্যশিল্পী ও সংগীতশিল্পী । ১৯৬৭ সালে চীনে সাংস্কৃতিক বিপ্লবের সময় ক্যান্টন শহরের মিলিটারি হাসপাতালে তার জন্ম। উত্তরাধিকার সূত্রে পারিবারিক সাংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে ওঠা আর জন্মকালীন পরিবেশের প্রভাবে শিল্প ও সাহিত্য তার রক্তে। ঢাকা বেতারের- ক- বিভাগের নিয়মিত সঙ্গীতশিল্পী সঞ্চারিণী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণকালীন – ডাকসু(ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দল ), রোকেয়া হল, শামসুন্নাহার হল, বিবর্তন, ঋষিজ শিল্পী গোষ্ঠী, সৃজনি শিল্পী গোষ্ঠী ইত্যাদি সাংস্কৃতিক গোষ্ঠীর একজন সফল সদস্য ছিলেন। কৈশোরে বিভিন্ন জাতীয় দৈনিকে তার লেখা প্রকাশ পেলেও, বলা চলে হলিক্রস কলেজে অধ্যয়ণকালীন সময়েই কবিতায় তার উন্মেষ। কচিকাঁচার আসর ও কিশোর কাফেলার তিনি ছিলেন সদস্য শিল্পী ও লেখিয়ে। নিভৃতচারিণী কবি সঞ্চারিণী তার সাহিত্য-চর্চায় আশ্রয় খোঁজেন তার অপ্রকাশিত যাতনা আর কোমলতার। প্রকৃতিকে ভালবাসেন বলেই ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে। সাংস্কৃতিক অঙ্গনে দৃপ্ত পদচারণার পাশাপাশি সাফল্যের সাথে অর্জন করেন বি.এস.সি(সন্মান), এবং লিমনোলজীতে (থিসিস সহ এম. এস. সি ডিগ্রী) লাভ করেন। প্রবাসে এসে চাকুরীর পাশাপাশি তিনি সম্পন্ন করেন তার পি.এইচ.ডি (ডক্টরেট ইন বায়োলজী)। ১৯৯৪ সালে কুমিল্লা ক্যাডেট কলেজের প্রভাষক হিসেবে তার কর্ম জীবন শুরু। ১৯৯৮ সালে সৌদি আরবস্থিত বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ে তিনি তার স্বামীসহ প্রবাস কর্ম জীবন শুরু করেন। এর পর এশিয়া ইন্টারন্যাশনাল স্কুলে তিনি বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত থাকাকালীন চাকুরীতে সাময়িক অব্যহতি দেন। মরু প্রকৃতি এই প্রকৃতিপ্রেমীর মাঝে সৃষ্টি করে শূন্যতা - দেশের জন্য, দেশবাসীর জন্য - মাতৃভূমির ছায়া সুনিবিড় কলকাকলি মুখর এই প্রকৃতির জন্য। বাস্তব জীবনে এক ছেলে ও এক মেয়ের স্নেহময়ী মা সঞ্চারিণী; মাতৃত্বের গৌরবেই দু-দুবার বিসর্জন দেন তার কর্ম-জীবন । নিমগ্ন হন সাহিত্য , সঙ্গীত আর স্রষ্টার আরাধণায়। নির্মেঘ বৃষ্টি- তার এই নিমগ্নতার প্রথম প্রকাশ; যার প্রকাশনার দ্বায়িত্ব নিয়েছিল বাংলাদেশের অন্যতম সাহিত্য প্রকাশনা-অন্যপ্রকাশ প্রকাশনী, এবং যার ভূমিকা লিখেছিলেন বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদ। বইটির প্রচার ও প্রসার হয়েছিলো ২০০৬ সালের একুশে বই মেলায়, এবং যার প্রকাশনা উৎসব ও শিল্পীর একক গানের অনুষ্ঠানে উদ্বোধন ও অংশগ্রহণ করেন কবি আল মাহমুদ, সাংবাদিক নাসির আলী মামুন প্রমূখ। দ্বিতীয় ও তৃতীয় কাব্য গ্রন্থ - সেই চোখ- এবং –অনুক্ত- প্রকাশিত হয় ২০১০ সালের বই মেলায়, ছড়াকার লোকমান আপন এর -জল ছাপ- প্রকাশনী থেকে। ২০১৬ সালের বই মেলায় ইউ. কে প্রবাসী বাংলাদেশী জনাব সুজাত মানসুরের সম্পাদনায় বেরিয়েছে কবিতা সংকলন – মুক্তিযুদ্ধের কবিতা। ২০১৭ সালের বই মেলায় গল্প-গ্রন্থ- নৈর্ব্যাক্তিক সংবেদ- বেরুচ্ছে -অন্য-প্রকাশ- প্রকাশনী থেকে, আদিত্য প্রকাশনী থেকে -জলের একতারা - কাব্যগন্থ, দাড়িকমা প্রকাশনী, সাহিত্য প্রকাশন এবং বাংলার কবিতা প্রকাশন থেকে প্রকাশিত হচ্ছে-যৌথ কাব্য গ্রন্থ ও গল্প-গ্রন্থ। বর্তমানে কবি তার নির্বাচিত ১০০ টি কবিতা নিয়ে পরবর্তী বই মেলায় নির্বাচিত কবিতার বই, একটি উপন্যাস – আপোষ- বুননে ব্যস্ত ।

সঞ্চারিণী › বিস্তারিত পোস্টঃ

বানিজ্যিক ভালোবাসা [ " নির্মেঘ বৃষ্টি" কাব্য গ্রন্থ থেকে ]

১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:৩৮

আজকাল অহরহ
বাজার - রেস্তোরায়,
একুশ - বোশেখী মেলায়,
তুখোড় ভালোবাসার সংলাপ বিকায়,
ক্যাসেটে, যুগোল কবিতায়।
তেমনি কিছু মুখস্ত সংলাপে
যুবক-যুবতী ভালো না বেসে
অনায়াসে খুব কাছে আসে,
স্মৃতি রয়ে যায় - শরীরি ভালোবাসায়।
" তুমিই জীবনের সর্বস্ব "
কিংবা
" ভালোবেসে তোমায়, জীবনের
অর্থ পেয়েছি খুঁজে ভালোবাসার"
এমনি মিথ্যে সংলাপে ভোলা; শত জোড়া চোখ
বিশ্বাসী দৃষ্টি মেলে আছে, কপট হৃদয়ে তোমার।
প্রতিনিয়ত তুমি নিচ্ছ সুখ; আবেশী সুখের দরজায়।
রাসায়নিক আবেশ ভেজা চোখেতে রেখে চোখ,
আলতো ছুঁয়ে দিয়ে নাবালিকার ঠোঁট,
কোমলমতি অক্ষত গোলাপিকে দিয়ে-
প্রথম কামের পাঠ, বিড়ালি আদরে
সস্তা আবেগের কাব্য যাচ্ছ গড়ে।
নিখুঁত প্রেমের অভিনয়ে আর ছলে,
যৌবনে তাড়না আনা- সংলাপ আলাপে,
ভুল করে তোমায় ভালোবেসে ফেলা-
নিঃস্ব সরলা হৃদয়ে,
শতেক প্রেমের নিরীক্ষণে ব্যস্ত কি - না
কে জানে?

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:০৯

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর কবিতা ।

১২ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

সঞ্চারিণী বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম।

২| ১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:১৭

টাইম টিউনার বলেছেন: সুন্দর করে সত্য টা ফুটিয়ে তুলছেন । শ্রদ্ধা রইল আপনার প্রতি । অনেক ভালো লাগছে।

১২ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

সঞ্চারিণী বলেছেন: সত্য গৃহিত ও সাধুবাদ পেয়েছে জেনে ধন্য হলাম। শ্রদ্ধা মাথায় তুলে নিলাম। ভালো থাকবেন।

৩| ১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৪৩

নাইক্যডিয়া বলেছেন: বাপ্রে বাপ,মন্তব্য কর্তে কত প্যারা?
মিনিমাম ১ঘন্টা লাগে। X( X((

১২ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

সঞ্চারিণী বলেছেন: জ্বী, অনেক সময় লেগে যায় পেজটা লোড হতে। এর কি কোনও প্রতিকার হয় না? আমিও আপনার মন্তব্যে ভালোবাসা জানাতে এতক্ষন বসে রইলাম। ধৈর্য্য পরীক্ষা দিলাম আমরা, কি বলেন?

৪| ১১ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২০

কানিজ রিনা বলেছেন: সড্যিটা তুলে ধরার জন্ঢ় অনেক ধন্ঢ়বাদ। এই ব্লগে
কত গুল নাম দেখবেন মুমু পাখি মৌমুমু রুবু রুবু
এই মেয়েটি প্রেমের নামে বানিজ্য খুলে নানান রকম
নাম দিয়ে কবিতা লিখে। ঘরে স্বামী রেখে বুড়ো
লোকের সাথে অবৈধ প্রেম চুটিয়ে এক প্রকার বানিজ্য
চালিয়ে যাচ্ছে। আর বুড়ো লোকটা একটা মাতাল
লম্পট। ব্যংকে দেনা দায়ী নিয়ে মুমু নামের মেয়েটির
পিছনে টাকা ঢালছে। এই ব্লগে বুড়ো লোকটার বেশ
অনেকে চিনে।

১২ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১০

সঞ্চারিণী বলেছেন: আপনার ধন্যবাদের প্রতিউত্তরে জানাই ভালোবাসা। যুগে যুগেই ভালোর পাশাপাশি আছে খারাপ, আলোর পাশে অন্ধকার। আমরা উৎকৃষ্টকে গ্রহন আর নিকৃষ্টকে বর্জন করে চলবো। যে যার অভিরুচিতে চলে; বল্লে শুনবে কি?

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪২

ডঃ এম এ আলী বলেছেন: রাসায়নিক আবেশ ভেজা চোখেতে রেখে চোখ,
আলতো ছুঁয়ে দিয়ে নাবালিকার ঠোঁট,
কোমলমতি অক্ষত গোলাপিকে দিয়ে-
প্রথম কামের পাঠ, বিড়ালি আদরে
সস্তা আবেগের কাব্য যাচ্ছ গড়ে

ভালবাসার বানিজ্যিকিকরণ
অসাধারণ নাম করন
ধন্যবাদ
শুভেচ্ছা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.