![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি সঞ্চারিণীর পরিচিতি সংক্ষেপঃ সঞ্চারিণী একাধারে কবি, কথাসাহিত্যিক, আবৃত্তিকার , নৃত্যশিল্পী ও সংগীতশিল্পী । ১৯৬৭ সালে চীনে সাংস্কৃতিক বিপ্লবের সময় ক্যান্টন শহরের মিলিটারি হাসপাতালে তার জন্ম। উত্তরাধিকার সূত্রে পারিবারিক সাংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে ওঠা আর জন্মকালীন পরিবেশের প্রভাবে শিল্প ও সাহিত্য তার রক্তে। ঢাকা বেতারের- ক- বিভাগের নিয়মিত সঙ্গীতশিল্পী সঞ্চারিণী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণকালীন – ডাকসু(ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দল ), রোকেয়া হল, শামসুন্নাহার হল, বিবর্তন, ঋষিজ শিল্পী গোষ্ঠী, সৃজনি শিল্পী গোষ্ঠী ইত্যাদি সাংস্কৃতিক গোষ্ঠীর একজন সফল সদস্য ছিলেন। কৈশোরে বিভিন্ন জাতীয় দৈনিকে তার লেখা প্রকাশ পেলেও, বলা চলে হলিক্রস কলেজে অধ্যয়ণকালীন সময়েই কবিতায় তার উন্মেষ। কচিকাঁচার আসর ও কিশোর কাফেলার তিনি ছিলেন সদস্য শিল্পী ও লেখিয়ে। নিভৃতচারিণী কবি সঞ্চারিণী তার সাহিত্য-চর্চায় আশ্রয় খোঁজেন তার অপ্রকাশিত যাতনা আর কোমলতার। প্রকৃতিকে ভালবাসেন বলেই ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে। সাংস্কৃতিক অঙ্গনে দৃপ্ত পদচারণার পাশাপাশি সাফল্যের সাথে অর্জন করেন বি.এস.সি(সন্মান), এবং লিমনোলজীতে (থিসিস সহ এম. এস. সি ডিগ্রী) লাভ করেন। প্রবাসে এসে চাকুরীর পাশাপাশি তিনি সম্পন্ন করেন তার পি.এইচ.ডি (ডক্টরেট ইন বায়োলজী)। ১৯৯৪ সালে কুমিল্লা ক্যাডেট কলেজের প্রভাষক হিসেবে তার কর্ম জীবন শুরু। ১৯৯৮ সালে সৌদি আরবস্থিত বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ে তিনি তার স্বামীসহ প্রবাস কর্ম জীবন শুরু করেন। এর পর এশিয়া ইন্টারন্যাশনাল স্কুলে তিনি বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত থাকাকালীন চাকুরীতে সাময়িক অব্যহতি দেন। মরু প্রকৃতি এই প্রকৃতিপ্রেমীর মাঝে সৃষ্টি করে শূন্যতা - দেশের জন্য, দেশবাসীর জন্য - মাতৃভূমির ছায়া সুনিবিড় কলকাকলি মুখর এই প্রকৃতির জন্য। বাস্তব জীবনে এক ছেলে ও এক মেয়ের স্নেহময়ী মা সঞ্চারিণী; মাতৃত্বের গৌরবেই দু-দুবার বিসর্জন দেন তার কর্ম-জীবন । নিমগ্ন হন সাহিত্য , সঙ্গীত আর স্রষ্টার আরাধণায়। নির্মেঘ বৃষ্টি- তার এই নিমগ্নতার প্রথম প্রকাশ; যার প্রকাশনার দ্বায়িত্ব নিয়েছিল বাংলাদেশের অন্যতম সাহিত্য প্রকাশনা-অন্যপ্রকাশ প্রকাশনী, এবং যার ভূমিকা লিখেছিলেন বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদ। বইটির প্রচার ও প্রসার হয়েছিলো ২০০৬ সালের একুশে বই মেলায়, এবং যার প্রকাশনা উৎসব ও শিল্পীর একক গানের অনুষ্ঠানে উদ্বোধন ও অংশগ্রহণ করেন কবি আল মাহমুদ, সাংবাদিক নাসির আলী মামুন প্রমূখ। দ্বিতীয় ও তৃতীয় কাব্য গ্রন্থ - সেই চোখ- এবং –অনুক্ত- প্রকাশিত হয় ২০১০ সালের বই মেলায়, ছড়াকার লোকমান আপন এর -জল ছাপ- প্রকাশনী থেকে। ২০১৬ সালের বই মেলায় ইউ. কে প্রবাসী বাংলাদেশী জনাব সুজাত মানসুরের সম্পাদনায় বেরিয়েছে কবিতা সংকলন – মুক্তিযুদ্ধের কবিতা। ২০১৭ সালের বই মেলায় গল্প-গ্রন্থ- নৈর্ব্যাক্তিক সংবেদ- বেরুচ্ছে -অন্য-প্রকাশ- প্রকাশনী থেকে, আদিত্য প্রকাশনী থেকে -জলের একতারা - কাব্যগন্থ, দাড়িকমা প্রকাশনী, সাহিত্য প্রকাশন এবং বাংলার কবিতা প্রকাশন থেকে প্রকাশিত হচ্ছে-যৌথ কাব্য গ্রন্থ ও গল্প-গ্রন্থ। বর্তমানে কবি তার নির্বাচিত ১০০ টি কবিতা নিয়ে পরবর্তী বই মেলায় নির্বাচিত কবিতার বই, একটি উপন্যাস – আপোষ- বুননে ব্যস্ত ।
ঠিক এমনি কোন এক সান্ধ্য ক্ষনে
তার শান্তি শীতল জলের ছোঁয়ায়;
আমায় ভাসিয়ে দিস!
তোর বুকেতে মাথাটা না নিস
নদীর বুকে দিস ঠাঁই,
তবু যেন তোর প্রিয় নদীটিতে
সলীল সমাধী পাই।
০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১০
সঞ্চারিণী বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর!
আপনাকে অনুসরণ করে জানা গেলো না পরিচয় । । ।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২০
শাহরিয়ার কবীর বলেছেন:
কি ধরণের পরিচয়ের কথা বলেছেন?
বয়সে আপনার অনেক ছোট হব,
কবি সঞ্চারিণীর পরিচিতি পড়েছি।
০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১২
সঞ্চারিণী বলেছেন: আমি সবাইকে জ্ঞানে আমার চেয়ে বড় ভাবি আর বয়সটাকে গ্রুত্ব দেই না মোটেও। কারন আমি নিজেই বয়সের তুলনায় অনেক ছোট; বয়সের সাথে একেবারেই মেলানো যায় না আমাকে কোন কিছুতেই। পরিচয় মানে আপনি কে, কি করেন, পেশায় কি.. ইত্যাদি ইত্যাদি : )
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২১
ডঃ এম এ আলী বলেছেন:
তোর বুকেতে মাথাটা না নিস
নদীর বুকে দিস ঠাঁই
কবিতাটি সুন্দরই
ঠিক যেন এমনই
শুভেচ্ছা রইল
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৭
সুমন কর বলেছেন: ছোট কিন্তু সুন্দর !
০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০২
সঞ্চারিণী বলেছেন: ঠিক তাই! ছোট কবিতা কিন্তু অল্প কথাটেই সব অর্থ পরিষ্কার
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩২
ধ্রুবক আলো বলেছেন: ভালো হইছে...
০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৮
সঞ্চারিণী বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো, আজ-ই প্রথম আপনাকে আমার কবিতা পড়তে পেলাম।
৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৫
ডঃ এম এ আলী বলেছেন: ৩ নং মন্তব্যে ছবিটা ভুল পোস্ট হয়ে গেছে
দয়া করে ঐ মন্তব্যটি মুছে দিবেন।
তোর বুকেতে মাথাটা না নিস
নদীর বুকে দিস ঠাঁই
কবিতাটি সুন্দরই
শুভেচ্ছা রইল ।
০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫০
সঞ্চারিণী বলেছেন: থাক না দু'টোই!@ ডঃ এম এ আলী- মন যখন যেভাবে সায় দেয়; সেটাই স্বতঃস্ফুর্ত ও গ্রহনযোগ্য সুন্দর। আপনাকেও শুভেচ্ছা ।
৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫০
শাহরিয়ার কবীর বলেছেন:
আপা, বেয়াদবি নিবেন না। হঠাৎ করে আমার পরিচয় জানতে চাওয়ার কারণ কি, আমি তা জানতে পারি?
না আমার কোন কথাতে কষ্ট পেয়েছেন?ব্লগে বেশির ভাগ ব্লগার তার পরিচয় লুকিয়ে ব্লগিং করে,
একারণে আমিও লিখিনি।
০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪০
সঞ্চারিণী বলেছেন: শুভ সকাল!
প্রিয় শাহরিয়ার কবীর,
লেখক কবি এবং পাঠক; একে অন্যের পরিপূরক, একজন বাদে অন্যজনের কাজ অসম্পূর্ন বোধ হয়!
সাহিত্যে সমালোচক ও হতে পারেন সাহিত্যিক এবং সৃজনে ভূমিকা রাখে এমন মন্তব্য ও সাহিত্য সমালোচনাও সাহিত্যের অংশ। তাই আমরা সাহিত্যের পাশাপাশি সাহিত্য সমালোচনাও পড়ে থাকি।
আমি লেখার সময় কম পাই, তার উপর আবার টাইপ করতে আরো সময় লাগে, আবার প্রিয় পাঠকদের পাঠ সমালোচনার উত্তর দেয়াও সময়ের ব্যাপার।
এর মাঝে আমার লেখার সমালোচনায় যারা আন্তরিক আপনি তাদের তালিকায়। আমি আমার লেখার প্রতি আন্তরিক পাঠক সমালোচক সবাইকে জানতে আগ্রহী বিধায় আপনার ও অনুসরক । ধন্যবাদ। : )
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন:
কথাগুলো কষ্টের.......
লেখা সুন্দর হয়েছে।