![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলাম ধর্ম প্রচারে মিথ্যের ব্যাবহার নতুন কিছু নয়। আমার চোখের সামনে গত দশ বছর যাবৎ যে পরিমান মিথ্যে মেশানো অপ-প্রচার চলেছে তার তালিকা করলে বিশাল মহাভারত হয়ে যাবে।
রোহিঙ্গা শরণার্থীদের ছবির নামে মালয়েশিয়ার ছবি প্রচার করে ফায়দা লোটার চেষ্টা হয়েছিলো।
সিরিয়ার আহত/নিহত শিশুদের পুরনো ছবি প্যালেস্টাইনের নতুন ছবি বলে প্রচার করে সাধারন মুসলিমদের উত্তেজিত করা হচ্ছিলো।
সাঈদীর চেহারা নাকি চাঁদে দেখা গিয়েছিলো !!
মিথ্যে কথার স্রোত বইতে থাকে অবিরত।
এখন নতুন করে শুরু হয়েছে কোরান পোড়ানোর বানোয়াট কাহিনী।
পাকিস্তানে এক খ্রীস্টানকে কোরান পোড়ানোর বানোয়াট অপরাধে হত্যা করা হয়, অথচ তদন্তে বের হয়ে এসেছে, কোরান পোড়ানোর জন্য এলাকার বদমাইশ মোল্লাই দায়ী।
এখন ইন্দোনেশিয়ায় আহমাদীয়াদের ওপর ওহাবী মোল্লাদের আক্রমনে মসজিদ পুড়ে গেছে, সাথে পুড়েছে কোরান। মুসলিমদের হাতে কোরান পোড়ার সেই ছবি এখন বাংলাদেশের মসজিদে কোরান পোড়ানোর কাহিনী হিসেবে বর্ননা করার অপচেষ্টা হচ্ছে।
আর কতোদিন বাংলাদেশের ধর্মভীরু সাধারন মুসলিমরা এইসব অপদার্থ ইসলাম প্রচারকারীদের হাতে জিম্মি থাকবে?
মিথ্যে শনাক্ত করতে সচেতন থাকুন, নাস্তিকদের পোস্ট, ব্লগ, পেজ নিয়মিত নজর রাখুন।
আমরা মিথ্যের ওপর ভরসা করি না, আমরা মিথ্যেবাদীদের মুখোশ খুলে দেই। আমাদের ওপর ভরসা করতে পারেন।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৫
বিপরীত বাক বলেছেন: চাঁদগাজী বলেছেন:
" আমরা মিথ্যের ওপর ভরসা
করি না, আমরা
মিথ্যেবাদীদের মুখোশ খুলে দেই।
আমাদের ওপর ভরসা করতে পারেন। "
-শয়তান এগুলো বলেই বন্ধু হয়।
সহমত।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৭
চাঁদগাজী বলেছেন:
" আমরা মিথ্যের ওপর ভরসা করি না, আমরা মিথ্যেবাদীদের মুখোশ খুলে দেই। আমাদের ওপর ভরসা করতে পারেন। "
-শয়তান এগুলো বলেই বন্ধু হয়।