![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঙালী চিরকাল ভোদাই ছিলো না। বুদ্ধিমান ও সাহিত্যজ্ঞাণে ঋদ্ধ বাঙালী যেদিন থেকে মুসলমান হয়ে গেছে, সেদিন থেকেই পতনের শুরু।
মাঝে মাঝে ভাবি, বাউলের বাঙালীকে ইসলামের নেশায় বুঁদ করে রেখে কার লাভ।
পরক্ষণেই বুঝি, বাঙালী চিন্তায় ও জ্ঞাণে উন্নত হলে যে সকল ক্ষেত্রে রাজত্ব করতো, সেই ক্ষেত্র গুলি আজ কাদের দখলে।
বাঙালীকে মুসলমান বানিয়ে রেখে তাদেরই লাভ। ইসলামের (এবং হিন্দুত্বের) আরকে ডুবিয়ে রেখে বাঙালীকে দাসে পরিনত করা হয়েছে। যে দাস শুধু জানে আল্লার শ্রেষ্ঠত্ব আর আল্লার ঘরের দেশে গিয়ে জীবন ধ্বংস করে ফেলা। বাংলাদেশ, বাঙালীর ভুখন্ড হয়ে গেছে দাস উৎপাদন কারখানা। দাসের রাজনীতি সেই ইসলাম নামের আফিঙ এর চাষাবাদ দ্বিগুণ উৎসাহে করে, কারন আল্লা প্রয়োজন বিনামূল্যে অগুনতি দাস। আকাশচুম্বী অট্টালিকা গড়ে ওঠে, মরুভূমিতে ভেড়া চড়ে, ট্যাক্সি চলে আর ঘরে ধর্ষিত হয় সেই বাঙালী নামের মুসলমান দাস।
চিন্তা ও বুদ্ধি ও জ্ঞাণে যদি বাঙালী উন্নত হতো, তাহলে সেই বাঙালী আজ কি করতো?
Collected.....
২| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০০
র্ূখঞণ বলেছেন: ei sala ekta nastic, ore mar age, ore jinda dafon kor.
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৬ ভোর ৫:২১
পথহারা পথিক। বলেছেন: vai re islam holo sotto dormo, apnara jara nastik, tader to bolte mukhe baje na. véjate parven na apnara.