![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !
পড়ন্ত বিকাল , সূর্যের আলো মৃদ প্রায়..,
রোজ চায়ের আড্ডায় কাটতো দিন তোর অপেক্ষায় ...!
এভাবেই কেটেছে অনেক টা দিন .......!
কয়েকটা মাস ধরে আকাবাঁকা নদীর মতো দেখেছি কত বাঁক ..
চেনা মানুষ গুলোর আজ অচেনার অভিনয় ..!
০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৮
সাহিনুর বলেছেন: আপনকে অসংখ্য ধন্যবাদ। আপনার উপদেশ টি আমার মনে থাকবে । পরবর্তী তে এমন ভুল আর হবে না ।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
আরোগ্য বলেছেন: ব্লগের আঙ্গিকে আরকটু বড় লেখা হলে ভালোই হয়। ভালো লিখেন।ভালো থাকুন।