![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !
বহুদিন পরে আবারও উটেছে মেতে উত্সবে ।
তোমার আমার এ শান্তির নীড়।
সখা বহুদিন পরে আবারও দেখেছি তোমারে ..
সাদা শাড়ি লাল পাড়ে।
তুমি কথা কও না ...
মাঝে মাঝে শুধু ব্যাথা দিয়েছিলে মোরে।
আজ মানুষের ভিড়ে ..
শুধু তোমাকেই দেখিতে পাই ।
তুমি অপরূপ রূপে দিয়েছো ধরা ..
এ উত্সব আলিঙ্গনে ।
আজ এই শান্তির কোলাহলে ..
তোমাকে না হারিয়ে ফেলি...
সখী ভয়ে থাকে এ মন ।
তাই তোমাকে বলি সখী ...
এসো আর একবার মিলে লিখি ..
এ শান্তির বুকে তোমার আমার রূপ কথা ।
বিদ্র : আপনারা দয়া করে আমাকে ভুল গুলো ধরিয়ে দেবেন , যাতে আমি পরবর্তিতে আরো উন্নত করতে পারি নিজেকে ।আপনাদেরকে অনেক ধন্যবাদ.
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৯
সাহিনুর বলেছেন: আমি দিনে এক বার ই আসি এখানে। পরীক্ষার জন্য একটু problems হত্ছে। ইনসাল্লাহ পরবর্তিতে আমি পুরোপুরি সময় দিতে পারব । ধন্যবাদ ।
২| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আরোগ্য ভাইয়া দেখি অনেক ট্যালেন্টেড হয়ে যাচ্ছেন হিহিহি...
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২০
সাহিনুর বলেছেন: Fariya ji আপনাকে ধন্যবাদ ।
৩| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: ফ্যানটাসটিক!
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৯
সাহিনুর বলেছেন: B.M Sir Thank You So Much
৪| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৯
আরোগ্য বলেছেন: ভালো কথা । আগে পরীক্ষার জন্য প্রস্তুতি নিন।এটা বেশি জরুরী। অনেক অনেক দোআ ও শুভ কামনা জানবেন।
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২০
সাহিনুর বলেছেন: ধন্যবাদ ভাইয়া । আমার ও এখানে সময় কাটাতে খুব ই ভালো লাগে ।
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
আরোগ্য বলেছেন: ভাইয়া ব্লগে আপনার অংশগ্রহন অনেকে কম। অন্যের পোস্টে বেশি বেশি গঠনমূলক মন্তব্য করুন এবং তাদেরকে আপনার ব্লগে আমন্ত্রণ জানান। এতে ব্লগে আপনার পরিচিতি বাড়বে। শুভ কামনা রইলো।