![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !
মাগো দাওনা কিনে নতুন জামা ....
ওদের সাথে ঘুরতে যাবো .....
কেনো আমায় তুমি করছো মানা ?
খিয়ালী-পিয়ালীদের লাল-সবুজ কত জামা ..
মাগো ! দাওনা আমায় কিনে - নতুন একটি জামা !
আগের পুঁজোয় বলেছিলে কিনে দেবে - এ পুজোতে ..
তবে এবারও কেনো - তুমি করছো আমায় মানা ?
আমার পুজো এমন কেনো ?
অষ্টমীতে না পেট ভরে খাওয়া হলো ।
মাগো ! নবমীতে কিনবে কি ...
একটু মাংস,দই,মিষ্টি - ছানা ?
................।মাগো ! দেবে আমায় কিনে নতুন একটি জামা ।
উদ্দেশ্য:- আমাদের চারিপাশে এখনো এমন অনেক মানুষ আছে যাদের সত্যি পুজো গুলো এমন সাদা-কালো রং বিহীন । জানি সাদা-কালো রং বটে তবুও সে জীবন অনেক কষ্টের । আমাদের চোখের সামনে যদি এমন কেউ পরে আমরা তাদের কে একটু সাহার্য্য করবো । জানি সেই অর্থে তারা একটি নতুন জামা কিনতে পারবে না , কিন্তু একদিন একবেলা একটু ভালো , যা তাদের মন চাই -তা পেট ভরে খেতে পারবে । এটাই তো আমাদের কাছে অনেক বড় একটি পাওয়া , তাই নই কি ? আপনার মতামতটি আমাকে অবশ্যয় জানাবেন । ধন্যবাদ ।
১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৭
সাহিনুর বলেছেন: আমি কাল ই জানলাম যে , প্রথম পাতায় আমার লেখা প্রকাশিত হয়েছে । আমি খুবই খুশি,আনন্দিত এবং সাথে সাথে অনেক গর্বিত ও , আপনাদের মতো মানুষদের মাঝে থাকার সুযোগ করে দেয়ার জন্য । আমি পরার ফাঁকে লিখব এবং পড়ব । আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
২| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৩১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মাগো ! দেবে আমায় কিনে নতুন একটি জামা ।
হ্যাঁ জীবনটা হওয়া উচিত মানবতায় মেশানো,
কবিতায় ++
........................................................................
১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১০
সাহিনুর বলেছেন: স্বপ্নের শঙ্খচিল আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এমন একটি মিষ্টি মন্তব্য করার জন্য ।
৩| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৪
নজসু বলেছেন: অসহায় পথ শিশুদের সব আনন্দের অনুষ্ঠান বেশিরভাগ সময় সময়ই বিবর্ণ।
১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৩
সাহিনুর বলেছেন: আমাদের উচিত হবে,সেই বিবর্ণ সময় গুলোকে যদি একটু রং দিয়ে বর্ণময় করে তুলতে পারি । আর আশা করি আমরা সবাই একসাথে এটা করব । আপনাকে ধন্যবাদ এমন একটি মূল্যবান মন্তব্য করার জন্য ।
৪| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৭
রাজীব নুর বলেছেন: আমাদের আশে পাশে অসহায় মানুষের জন্য আমাদের সকলের কিছু না কিছু করা উচিত।
১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৬
সাহিনুর বলেছেন: রাজীব ভাইয়া। আমরা যদি সবাই এমন করে ভাবতে শিখি তাহলে দেখবেন আমাদের চারিপাশ টা একদিন সত্যি খুবই সুন্দর হবে । ধন্যবাদ আপনাকে ।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩১
আরোগ্য বলেছেন: অভিনন্দন, প্রথম পাতায় স্বাগতম। লিখুন পড়ার ফাঁকে।