নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভীষণ রকম ভালোবাসি

সাহিনুর

আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !

সাহিনুর › বিস্তারিত পোস্টঃ

মানুষত্ব আজ পশুর ন্যায় । এর দায় নেবে কে ???

২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১১


তোমার অশ্রু জল - সে তো ঝড়বে বিনামূল্যে - অফুরন্ত কাল ।
তোমার বুকের কষ্ট - সে তো করবে তোমায় নষ্ট ।
আজ মানুষত্ব হীন সমাজ - মানুষ ন্যায় পশুদেরই রাজ ।
তুমি মানুষ হয়ে হারিয়ে যাবে বার বার - এমন দুর্ঘটনার কবলে পরে ।
থাকবে ওরা - যারা মানুষ নয় - হিংস্র পশু মনে হই ।
................................এর দায় নেবে কে ???.............।


এই তো একটু আগেই ফুলের মতো নিস্পাপ বাচ্চাটি খেলছিলো মায়ের কোল জুড়ে । অনেক স্বপ্ন - আশা ঘিরে বেঁধে ছিল বাসা বাবা-মায়ের মন জুরে । সে একদিন বড় হবে - পূরণ করবে তাদের আশা ।এরই মধ্যে চরিদিকেব জম্জমক আতসবাজি , শব্দবাজি আলোই মেতেছে উটেছে অমৃতসারের রেলের লাইন এর পাশের ছোটো মাঠ টি । চারিদিকে মানুষের উত্তাল ভীর - এইতো এখুনি উটবে জ্বলে রাবন - সাথে সাথে আগুনের তাপদহে মিটবে রাবনের পাপ - তোমার আমার ভিতরের অভিশাপ । আমাদের চারিদিকে ফুঁটে উটবে আবার হাজারও ফুল , কীটপতঙ্গ গুলো হবে দূর । এই ভাবনা থেকেই বুঝি পুড়ানো হই বারণকে বার বার । আমাদের সামনের তৈরী বিশাল রাবনটি তো পুঁড়ে যাবে কিন্তু আমাদের মধ্যে যে রাবনের বাস - তা কি পুঁড়বে এই তাপদহে ????

৬টা ৪৮-এ এক নম্বর লাইন দিয়ে ধেয়ে আসে একটি ডেমু ট্রেন। গতি ঘণ্টায় ৯১ কিলোমিটারের কাছাকাছি। ভিড় চিরে ছুটে চলে যায় সেটি। কয়েক মুহূর্তে ছিন্নভিন্ন হয়ে যান বহু মানুষ।
রাবণ তখনও জ্বলছে। সশব্দে। কিন্তু মানুষের আর্তনাদ, হাহাকার ছাপিয়ে যায় সেই শব্দ।
এক বাবা, তার বাচ্চা মেয়েটির দেহ খুঁজে পেয়েছে - সে পাগলের মতো খুঁজে চলেছে তার মেয়ের মাথা । কিছু দুরে পরে আছে নিথর দেহ একটি মায়ের, তার পাশেই পরে আছে ছেলের কাটা হাত । এমনই ভাবে লুটিয়ে আছে কতনা দেহ । এরই মধ্যে ঘটে গেলো এক বিস্ময় কর ব্যাপার , কিছু মানুষ এই সুযোগে মৃত দেহ হতে লুটছে টাকা সোনা গইনা... দামী ফোন । হায়রে হতভাগা মানুষ গুলো - তাদের কাকুতি কেউ শুনতে পাই না - অথচ এই রাতের অন্ধকারে টিকই দেখতে পাই - তার আঙ্গুলে সোনার আংটি, সোনার চেন , পকেটে দামী ফোন ।
আজ খুব জানতে ইচ্ছে করে - আমরা কি মানুষ ? আমাদের ভবিষ্যতে কি অন্য কোনো নাম হবে ?
এতো কিছুর পরে এখন মানুষ মেতেছে আর এক খেলাই এতো বড় দুর্ঘনার দায় - কে নেবে , সেটি জায়ার পিছনে । কার ছিল দোষ? এমন হাজারও কথা উটবে এখন ভেসে - তাতে কি কোনো লাভ হবে ?
তাতে কি ফিরবে চলে যাওয়া মানুষ গুলি ?

এখনও সময় আচ্ছে বদলে যাওয়ার । সে সমস্ত মানুসত্তাহীন মানুষ লুকিয়ে আছে আমার মাঝে তাদের কে খুঁজে বার করার। নাহলে এমনই ভাবে জ্বলবে সমাজ - লুটিয়ে থাকবে তোমার নিথর দেহ ।
আমাদের নিরাপত্তা আজ আমাদেরই হাতে । আমদের জীবনের দায়িত্ব নেবে না কেউ , সেতার দায়িত্ব নিতে হবে আমদের কেই ।
ধন্যবাদ আপনাদের সবাই কে

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৩

স্রাঞ্জি সে বলেছেন:


মানবের বিবেকে আবর্জনা জমে গেছে. মানবিকতায় পচনশীল ধরে গেছে।

২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০২

সাহিনুর বলেছেন: সত্যি খুবই খারাপ লাগে এইসব ঘটলে। মাঝে মাঝে আল্লাহ যদি আমাকে কোনো সুপার পাওয়ার দিত । ধন্যবাদ স্রাঞ্জি । আশা করি ভালো কিছু হবে ভবিষ্যতে।

২| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৮

নূর ইমাম শেখ বাবু বলেছেন: মর্মান্তিক এই দুর্ঘটনায় স্বজন হারা ব্যথী মানুষদেরকে সমবেদনা জানাই।
ধন্যবাদ জানাই আপনাকে।

২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৬

সাহিনুর বলেছেন: তাছাড়া এখন আর কি বা করার আছে । ধন্যবাদ নূর ভাইয়া ।

৩| ২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

তারেক ফাহিম বলেছেন: অত্যন্ত দুঃখজনক।


স্বজনহারাদের সমবেদনা জানানো ছাড়া আমাদের কি বা করার আছে।

পোষ্টে ধন্যবাদ।

২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

সাহিনুর বলেছেন: হ্যা। সত্যি তাই । তাদের আত্মার শান্তি কামনা করা ছাড়া এখন আর কি বা করতে পারি । ধন্যবাদ আপনাকে ।

৪| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১১

সাহিনুর বলেছেন: হ্যাঁ রাজীব ভাইয়া । সামান্য একটি ভুলের জন্য এতো গুলো প্রাণ তার পরিবার শেষ হয়ে গেলো । ভাবলেই খারাপ লাগছে । যাইহোক ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.