নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভীষণ রকম ভালোবাসি

সাহিনুর

আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !

সাহিনুর › বিস্তারিত পোস্টঃ

উনাদের আত্মার শান্তি কামনা করি

২৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:২১

আমার ঢাকা,এ যেনো শহর নয় ,
এখানে পুড়া মানুষের আর্তনাদ রাখা ।
আমার ঢাকা,এ যেনো শহর নয় ,
এখানে নিস্পাপ জীবনের অলিখিত,
গাড়ির নিচে চাপা পরে থাকা ।
আমার ঢাকা,এ যেনো শহর নয় ,
এখানে জীবন্ত মানুষের অগ্নিদহ সাঁজিয়ে রাখা।
পরিশেষে মনে কষ্টচাপা বলে উটে
আমার প্রানপ্রিয় শহর ,
দিন শেষে আর কত তুমি,
আমার চোখে ঝরাবে অঝোরে জল ,
তোমার নিষ্টুর রূপে আমাকে
কাঁদাবে হবে আর কত কাল ।

বি:দ্র - প্রাণপ্রিয় মানুষ গুলো যখন এভাবে দমকা হাওয়ায় লুটিয়ে পড়ে, নিস্পাপ দেহ নিয়ে চোখের সামনে মাটির বুকে ,
হায়রে ! নিষ্টুর মানুষ গুলো তোমার কি একটু ও কষ্ট হয় না ? তোমার মনেও কি এমন করে বেদনার সুর বেঁজে উটে না ?
আমরা কি এভাবেই দিনের পর দিন গুমড়ে গুমড়ে মরতে থাকবো ।
......অকালে এই অবুঝ আগুনের দয়ে প্রাণ হারা মানুষ গুলো যেনো ভালো থাকে , তাদের পরিবার কে এই কষ্টকর সময় এ আল্লাহ পাশে থাকে ,, এই কামনায় করি । আমিন ,
বাংলাদেশ সরকার এদের জন্য কিছু করুন ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৩০

আরোগ্য বলেছেন: আমরা মানুষ না যেন বলির পাঠা।

২৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৫৮

সাহিনুর বলেছেন: মাঝে মাঝে মনে হয় এত ডিগ্রী এত কষ্ট করে পড়াশুনা কিসের জন্য , সারাদিন কষ্ট করে দিন শেষে যখন বিশ্রাম রাতে পুড়তে হবে এমন করে আগুনে । খুব খারাপ লাগে তখনই যখন দেখি কয়েক দিন আগের ঘটনা টি আবার ফিরে আসে এমন নির্লজ্জ্য ভাবে ,,,আর আমরা পাথরের মতো শুধুই চেয়ে দেখি ।

২| ২৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, ঢাকার লোকজনকে আল্লাহ পরীক্ষা করছেন, এখন ১ম সাময়িক পরীক্ষা চলছে, ফাইনাল নিশ্চয় সামনে।

২৯ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

সাহিনুর বলেছেন: স্যার,
এই সব ঘটনা মনে সত্যিই খুব গভীর ছাপ ফেলে যাই , মাঝে মাঝে আল্লাহ কে চিৎকার করে বলতে ইচ্ছা করে , যারা কষ্ট করে বাঁচে তুমি কি তাদের জন্য আরও বেশি কষ্ট লিখে রাখো , যদি না হয় তাহলে এমন কেন হয় ।
স্যার, আমরা কি শুধু এমন করে লিখতে থাকব তাছাড়া কি আর কোনো কিছু করতে পারব না কোনদিন ?

৩| ২৯ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

মাহমুদুর রহমান বলেছেন: চারদিকে কেবল কষ্ট কষ্ট কষ্ট।

২৯ শে মার্চ, ২০১৯ রাত ১০:১২

সাহিনুর বলেছেন: সত্যিই অবাক করে আমাকে যে ঘটনার দাগ এখনো মেটেনি তার উপর আবার আঘাত,,সত্যিই কি করে পূরণ করবে মানুষ ।
খুবই কষ্টদায়ক ভাইযা।

৪| ২৯ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

আকতার আর হোসাইন বলেছেন: ওদের আত্মার শান্তি কামনা করি।

২৯ শে মার্চ, ২০১৯ রাত ১০:১৭

সাহিনুর বলেছেন: আমরা উনাদের আত্মার শান্তি কামনা ছাড়া আর কি বা করতে পারি,,,হ্যা এই থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনে যাতে এমন বিপদ না আসে সেদিকে সতর্ক থাকতে পারি ।
আল্লাহ নিশ্চয় এই কঠিনতম দিনে উনাদের আত্মার এবং পরিবারের পাশে থাকবেন ।

৫| ২৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন: মনে হয়, ঢাকার লোকজনকে আল্লাহ পরীক্ষা করছেন, এখন ১ম সাময়িক পরীক্ষা চলছে, ফাইনাল নিশ্চয় সামনে।


হা হা হা দুঃখের মধ্যেও হাসি আসে।

২৯ শে মার্চ, ২০১৯ রাত ১০:১৯

সাহিনুর বলেছেন: আহ! আশা করি আমরা সবাই উনাদের এবং উনাদের পরিবারের ভালোর জন্য আল্লাহ কাছে প্রার্থনা করবো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.