নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভীষণ রকম ভালোবাসি

সাহিনুর

আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !

সাহিনুর › বিস্তারিত পোস্টঃ

চৌকিদার

০২ রা এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩৬


চিৎকার করে উচ্চস্বরে
হাঁকি যখন গলির মোড়ে
সাবধান সাবধান সাবধান ।
তখন তুমি বদ্ধ ঘরে
স্বপ্ন দেখো উজার করে ।
তখন আমার সোনা মামনি
না ঘুমিয়ে চুপটি করে জেগে
থাকে আমার প্রতিক্ষায় বদ্ধ ঘরে ।
তখন আমি চিৎকার করে উচ্চস্বরে
হাঁকি তোমাদের গলির মাঝে
সাবধান সাবধান সাবধান ।
আজ আমার মুখে কষ্টের ছাপ
ভুলেও দেখবে না তোমরা জানি
তবে কেন বাড়াচ্ছ আরো কষ্ট
সহজ প্রশ্নের উত্তর পাবো না জানি।
তবে কিছু কথা শুনিয়ে যেতে পারি,
যে মহিলা ঘৃনা করে দুরে থাকে
আমার পেশা চৌকিদার বলে
আজ সেই মহিলাই টুইটারেতে
নিজেকে চৌকিদার লিখে বড়াই করে।
রাজনীতির এই কষাঘাতে
আমাদের পেশা আজ ভয়ের মুখে
কথায় কথায় বলে ওটে
চৌকিদার তুই চোরই বটে !
আবার কথায় কথায় অন্য ঘাটে
ফেকুরা সব চৌকিদার সাঁজে ।
বলি ঘুমবিনা যে রাত জেগে রয়
সেই আসল চৌকিদার কয় ?
দিন-রাত আমরা এক কাপড়ে
চৌকিদার সব গরীব বটে !
সাধে যারা চৌকিদার সাঁজে
জানি তারাই আমাদের রক্ত চষে
পরিশেষে পরিশেষে পরিশেষে !
...
...
কিছু কথা :- আমাদের ভারতবর্ষের রাজনীতি এখন এটাই , চারিদিকে সব ফেকু চৌকিদার আর চৌকিদার , এই ফেকুদের মাঝে দম বন্ধ এখন আসল চৌকিদারের ।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৯ দুপুর ১:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর লিখেছে। + +

০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৫

সাহিনুর বলেছেন: মাহমুদ ভাইয়া আপনাকে ধন্যবাদ। আজ বিকালের ঝলমলে রোদের মতো থাকুন । ভালোবাসা রইলো ।

২| ০২ রা এপ্রিল, ২০১৯ দুপুর ২:২১

পদাতিক চৌধুরি বলেছেন: আমি একজন ভারতীয়। আমার জন্ম পশ্চিমবঙ্গের একটি সীমান্তবর্তী গ্রামে।
বাংলা ভাষার সর্বশেষ্ঠ ব্লগ সামুর একজন ব্লগারের প্রথম পরিচয় সে একজন বাঙালি। যেখানে দেশকালের সীমারেখা টানাটা কখনই সমীচীন নয়। অনাকাঙ্ক্ষিত বিভাজন ব্লগিং মিথস্ক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে। উপযাচক হয়ে পরামর্শ দেওয়ার জন্য অগ্রিম ক্ষমা প্রার্থী।
কবিতায় বেশ কিছু টাইপো আছে এবং আবেগ কম লাগলো। লিখতে থাকুন আগামীতে আরো ভালো হবে আশা করি।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৯

সাহিনুর বলেছেন: বলেছেন: আমি খুবই দুঃক্ষিত পদাতিক দা । আশা করি আজ আর রাগ করবেন না দা বলে ডাকলে ।
আমি একজন মানুষ আর এটাই আমার প্রধান পরিচয় এবং আমি বাংলায় কথা বলি , আমি একজন বাঙালি এটাই শ্রেষ্ট পরিচয় এই সামু ব্লগ এ ।
আসল কথা হলো আমি কেন কবিতা টি লিখছি সেটা ও তো লিখা উচিত ,আমি এই কবিতা টি লিখেছি তার ও তো একটা কারণ আছে , আর আমি মনে করি সেটা জানানো আমার কর্তব্য , টা নয় কি পদাতিক দা ? আর এটা লিখতে গিয়েই বর্তমান ভারতবর্ষের অবস্থার কথা উল্লেখ করতে হয়েছে ,তার জন্য আমি আপনার কাছে ক্ষমাপ্রাথী ।
আর একটি কথা , কবিতা টি কোথায় ভুল আছে এবং কি করলে আরও আকর্ষনীয় হয়ে উটবে ,সেটা তো আমি আপনাদের কাছ থেকেই শিখবো , তাই যতোটা পারবেন আমাকে সাহার্য্য করবেন আশা করি ।
ভালোবাসা রইলো ।
ধন্যবাদ আপনাকে ।

৩| ০২ রা এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৭

স্রাঞ্জি সে বলেছেন:

পদাতিক'দা সুন্দর বলছেন। আর আপনার কবিতাটা অর্থবহ। তবে ঐ আরকি একটু শব্দগুলো আরো গুছিয়ে লিখলে কবিতার পড়তে ভাল লাগে।

০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৫

সাহিনুর বলেছেন: স্রান্জি অনেক দিন বাদে আপনাকে দেখতে পেলাম।
অনেক দিন থেকেই দেখছি আমাদের এখানে একজন নিজেকে চৌকিদার বলে তো অন্য জন আবার চৌকিদার কে চোর বলে,এদের মাঝে আসল চৌকিদার এর অবস্থা খুব খারাপ ।
আমি এটিকে আরও আকর্ষনীয় করে তুলতে চাই , যদি সেই ব্যাপারে আপনি আমাকে সাহার্য্য করেন ,আমি খুবই কৃতজ্ঞ থাকিব আপনার উপর ।
আপনার প্রতি বালোবাসা রইলো ।
ধন্যবাদ ।

৪| ০২ রা এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: মন্দ আছে বলেই আমরা ভালো চিনতে পারি।

০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৭

সাহিনুর বলেছেন: রাজীব ভাইয়া তাই বলে কি আমাদের ভালো চিনার জন্য মন্দ খুব বেশি দরকার?
ভালোবাসা রইলো ভাইয়া ।
ধন্যবাদ ।

৫| ২৪ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব ভাইয়া তাই বলে কি আমাদের ভালো চিনার জন্য মন্দ খুব বেশি দরকার?
ভালোবাসা রইলো ভাইয়া ।
ধন্যবাদ ।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.