নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভীষণ রকম ভালোবাসি

সাহিনুর

আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !

সাহিনুর › বিস্তারিত পোস্টঃ

@ মিতা আর আমি @

০৬ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:২০


তোমার কাছে সম্পর্ক মানে কি?
আচ্ছা এটা বলতো, তুমি ভালোবাসা বলতে কি বোঝো ?
আচ্ছা , যদি কোনদিন কষ্টরা তোমার ঘরের কড়া নারে - তখন তোমার কাছে সম্পর্ক মানে কি হবে ?
তুমি কি সত্যিই আমাকে ভালবাসতে চাও , না সবার মতো সময় কাটাতে চাও ?
এমনও অনেক রকম প্রশ্ন করতে থাকলো মীতা !
প্রথম দেখা করতে যাওয়া আমি চুপটি করে বার বার মীতার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় ,, আসলে আমি কখনোই ভাবতেই পারিনি যে প্রথম দেখা করতে গিয়ে তার এত প্রশ্নের মুখোমুখি হতে হবে !
তারপর আমি হটাৎ করেই আচমকা মীতার ডান হাতটি চেপে ধরলাম, অনেক সাহস করে তার চোখে চোখ রেখে বললাম....
সম্পর্ক মানে .....................
আমার কাছে পাখির নীড় এর মত, যেখানে একটু একটু করে বাঁধবে বাসা বিশ্বাস আর সপ্ন নিয়ে !
যেখানে একে অপর কে ঘিরে থাকবে একরাশ প্রত্যাশা । তারা জানবে যে, কোনো একদিন কোনো এক দমকা ঝড় এসে সবকিছু তচনচ করে দিয়ে যেতে পারে, তারপরেও তাদের থাকবে দ্রীহ আশা - আবার নতুন করে ঘর বাঁধার !
আমি নিশ্চয় বোকা নয় যে , গাছের শুকনো ডালে বাসা বাঁধার জন্য এতো কষ্ট করে তোমার সাথে দেখা করতে এসেছি ।
কি মনে হয় তোমার, আমি তোমার সাথে সময় কাটাতে চাই শুধু মাত্র ? টিক যেন স্যার এর সামনে মুখুস্থ এর মতো বলে দিলাম।
এগুলি শুনতে শুনতে কখন যে মীতার চোখ জলে ভরে গেছে , তা আমি খেয়ালই করেনি !
ভিজা চোখ মুছে মিতা আমাকে জিজ্ঞাসা করলো,,ওহ তাহলে তুমি আমার সাথে সময় কাটাতে চাও না !
আমি বললাম, না না চাই চাই , চাই বলেই তো এতো দূর থেকে এলাম ,
মিতা- তাহলে বললে কেন সময় কাটাতে চাও না ,
আমি- আমতা আমতা করতে করতে মিতাকে বললাম , না মানে আমি বলতে চেয়েছি , আমি সময় কাটাতে চাই তবে ক্ষনিকের জন্য নয় সারাজীবনের জন্য ।
মিতা-ও বাবা , প্রথমে তো আমি তোমাকে লাজুক ভেবেছিলাম কিন্তু এখন দেখছি তো তুমি সিনেমার নায়কের মতো ডায়লগ ও দিতে পারো। কিন্তু আমি এইসব নেকামো একদম পছন্দ করিনা মুচকি হেসে বললো মিতা।
না না আমি সত্যি কথা বললাম, আমি সত্যি বলছি তোমাকে আমার ভালো লাগে ,
মিতা- ও শুধু ভালো লাগে বুঝি ?
আমি -না একটু বেশি
মিতা - একটু বেশি ? হাত দিয়ে দেখালো মিতা ।
আমি - না না আর একটু বেশি , এই যে এতো তা , আমি হাত দিয়ে দেখালাম মিতা কে ।
মিতা - বাপরে বাপরে ! তুমি তো দেখছি , অনেকটা পছন্দ করো আমাকে , তা ফোন এ কেন বলনি , মিতা আমাকে জিজ্ঞাসা করলো ,
আমি - মাথা নিচু করে ,হমমম মানে সামনা সামনি বলবো বলে ,
মিতা - সামনা সামনি বলবে বলে না কচু , তুমি ভেবেছিলে যে , আগে দেখি যদি পছন্দ হয় তাহলে বলবো পছন্দ করি, আর যদি না হয় তাহলে বলবো আমরা শুধু বন্ধু , কি ঠিক বললাম তো জীসন বাবু ?
[#......ও আপনাদের তো বলা হয়নি , আমার নাম জীসন , তবে এটি আমার আসল নাম নয় , মিতা কেও আমি এই নামটি বলেছি ..#]
আমি কি যে বলি, শেষমেষ বললাম , মানে না তেমন কিছু না তবে , হ্যাঁ কিছু তা ।
মিতা - কিছুটা নয় জীসন বাবু , সব তাই ,বুঝি বুঝি সব বুঝি । ছেলেরা সব এরকমই হয় ।
আমি - না আমি একটু আলাদা ,
মিতা - ও তাই বুঝি , হমমম দেখা যাবে
আমি - মিতা তোমার হাতের উপরে একটু হাত রাখবো , খুব ইচ্ছা করছে , please.....।
মিতা - এই তো জীসন বাবু লাইন এ এসেছেন , একটু আগেই তো বললেন , আপনি আলাদা , আর এখন সবার মতই কাজ করছেন ।
আমি - কি হলো তুমি আমাকে আপনি করে বলছো কেন , তুমি টায় তো শুনতে খুব মিষ্টি লাগছিল , ওটায় তো বেশ ভালো ছিল ।
মিতা - হাহাহাহা , এক নরম হাসি দিয়ে মিতা বললো ,না একটু সম্মান করে বললাম তোমাকে ,কেন ভালো লাগিনি বুঝি ?
আমি - না একদম ভালো লাগিনি , আমি একটু অভিমান করার চেষ্টা করলাম কিন্তু কিছুই হলো না , মাঝখান থেকে মিতা হেসে পড়লো আমার হাবভাব দেখে ।
মিতা - হাসি থামিয়ে , আচ্ছা তুমি, কিন্তু তুমি কিন্তু আমার কথা তা এড়িয়ে গেলে ,
আমি - কোনটা বলো তো ।
মিতা - এই যে আমার হাতে হাত রাখতে কেন ইচ্ছা করছে ।
আমি - না , মানে ,এই দেখোনা ওদিক... ছেলে তা কেমন মেয়েটির কোলে মাথা রেখে শুয়ে আছে ,
আর আর ওইদিকে দেখো ছেলেটা মেয়েটির কাঁধে হাত রেখে কি সুন্দর গল্প করছে ।
মিতা - হ্যাঁ করছে তো , আর ওরা করবেই বা না কেন ? ওরা তো Gf Bf, ওগুলো ওরা করতেই পারে , কিন্তু তুমি কেনো করবে , আমি কি তোমার Gf নাকি ?
আমি -হাআআআআ মানে , হ্যাঁ মানে আমি তোমাকে আমার Gf বানাতে চাই ,
মিতা - কি ?
আমি - হ্যাঁ সত্যি বলছি ..On GoD
মিতা - ওকে , তাহলে হাত রাখতে পারো ।
আমি - সত্যি বলছো ...
মিতা - হ্যাঁ বাবা হ্যাঁ,....
তারপর ..........................



## কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু ,আর যদি কোথাও বানান ভুল দেখেন তাহলে দয়া করে জানাবেন , তাতে আমি অনেক উপকৃত হবো @ আর আপনারা চাইলে এর পরের পর্ব গুলো দেবো আশা করি ##
#সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন #
@ধন্যবাদ সবাইকে @

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৯ রাত ৯:০৬

রাজীব নুর বলেছেন: ভালো লাগলো।
মিতা আর আপনাকে ধন্যবাদ।

০৬ ই মে, ২০১৯ রাত ১০:০৫

সাহিনুর বলেছেন: রাজীব ভাইয়া আপনাকে ধন্যবাদ।

২| ০৭ ই মে, ২০১৯ সকাল ৯:৪৮

পবিত্র হোসাইন বলেছেন: অনেক বেশি লিখুন

০৭ ই মে, ২০১৯ সকাল ১১:৩৭

সাহিনুর বলেছেন: সামনে পরীক্ষা আছে ভাইয়া এই জন্য বেশি লিখতে পারছি না, পরীক্ষা এর পর আশা করি আরো অনেক বেশি লিখতে পারবো ,এটাতে কোথাও ভুল হলো কি ভাইয়া ,সেটা জানালেন না তো ।
অনেক ধন্যবাদ ভাইয়া ।

৩| ০৭ ই মে, ২০১৯ রাত ১১:২১

মাহমুদুর রহমান বলেছেন: ভালো লাগলো বাস্তব গল্প।

০৮ ই মে, ২০১৯ দুপুর ১:৩৪

সাহিনুর বলেছেন: অশেষ ধন্যবাদ ভাইয়া সময় করে গল্পটি পড়ার জন্য। সুস্থ থাকবেন । গরম যা পড়ছে ।

৪| ০৮ ই মে, ২০১৯ বিকাল ৩:১৩

নীল আকাশ বলেছেন: দেরীতে আসার জন্য দু:খিত।
এই পৃথিবীতে প্রেম ভালোবাসায় ছাড়াও অনেক বিষয় প্লট বানিয়ে গল্প লেখা যায়, আপনিও চেস্টা করুন। লেখার প্লটের জন্যই প্রেমই নিয়ে আসতে হবে শুধুই, তাহলে কিন্তু আমি নেই!!

১। পারলে প্রতিটা কথপোকথন আলাদা আলাদা লাইনে সামনে (-) হাইফেন দিয়ে লেখার চেস্টা করবেন। এতে প্রেজেন্টেশন ভাল হয়। ২ জনের কথোপোকথেন সময় প্রথমেই নাম দেয়ার দরকার আছে কি? পাঠক লাইন পড়ে যদি নাই বুঝে কার কোনটা বা সিকোয়েন্স কি তাহলে লেখায় সমস্যা আছে।
২। বানান ভুল গুলি শুধরানোর জন্য পোস্ট দেয়ার আগে প্রিভিউ তে একবার মনোযোগ দিয়ে পড়ে নিবেন।
৩। শেষে এসে আলাদা করে ভুল ধরিয়ে দেবার বলার দরকার নেই। ব্লগার পাঠক পড়ার পরেই নিজেই বলে দেবে ভুল থাকলে।
৪। একটানা কারও চারটা বা বেশি লাইন কথোপকথন পর পর লাইনে না দিয়ে মাঝখানে ব্রেক দিয়ে একজন বা অপরজনের এক্সপ্রেশন নিয়ে কিছু একটা দেখান। পড়তে ভাল লাগবে।
৫। অনুরাগের বা ভাবের কথা লেখার সময় সহজ ভাষায় ছোট ছোট করে কথোপকথন দিবেন। পড়তে ভালো লাগবে।
৬। পড়ুন, বেশি করে পড়ুন। লেখার থীম ফাইনাল করার পর, কাছাকাছি বিষয়ের যেকোন লেখকের কোন লেখা পড়ে আসুন। কিছুটা ধারনা পাবেন।

ভালো থাকুন আর বেশী বেশী করে লিখুন। সব ঠিক হয়ে যাবে।
শুভ কামনা রইল!!

০৮ ই মে, ২০১৯ বিকাল ৪:৪৯

সাহিনুর বলেছেন: আপনি বরাবরই কিছু মূল্যবান শিক্ষা আমাকে দিয়ে যান,এই ঋণ মনে হয় না আমি কোনদিন শোধ করতে পারবো । আমাদের মতো নতুন যারা লেখে তাদের কাছে আপনাদের মতো মানুষের মন্তব্য গুলো সত্যিই অনেক শিক্ষনীয় হয়ে ওটে ।
আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

৫| ০৮ ই মে, ২০১৯ বিকাল ৩:২৩

নীল আকাশ বলেছেন: ছবি ভালো লেগেছে। তবে ছবির মধ্যের এত কিছু না লিখলেও হতো।

০৮ ই মে, ২০১৯ বিকাল ৪:৫২

সাহিনুর বলেছেন: আপনার সব কথা গুলো মনে থাকবে। আপনাকে আন্তরিক এবং অশেষ ধন্যবাদ । সুস্থ থাকুন এবং এমন ভাবেই আমাদের ভুল গুলোকে ধরিয়ে দেবেন আশা করি , যাতে আমাদের পথ চলাটা আরো মসৃন হয় ।

৬| ০৮ ই মে, ২০১৯ বিকাল ৫:২০

নীল আকাশ বলেছেন: সময় পেলে আমরা যারা সিনিয়র ব্লগার আছি তারা সবাই সাহায্য করি। কিন্তু কেউ কেউ আছে এই সব সাহায্য করলে আবার মাইন্ড করে বসে। তাই আজকাল জনহিতকর এইসব কাজ বন্ধ রেখেছিলাম। আপনি আমার পূর্ব পরিচিত, তাই আপনার লেখাটা পড়ে মনে হলো খুব সামান্য কিছু সাহায্য পেলে এই ধরনের লেখা ভবিষ্যতে আপনি আরও চমৎকার করে লিখতে পারবেন। উপরের পয়েন্ট গুলি আমি নিজেই ফলো করি। আপনিও চেস্টা করে দেখতে পারেন।
ধন্যবাদ।

০৮ ই মে, ২০১৯ বিকাল ৫:২৬

সাহিনুর বলেছেন: আপনাকে ধন্যবাদ না দিয়ে যারা মাইন্ড করে তাদের কথা তো আমি বলতে পারবো না কিন্তু আমি আমার কথা বলতে পারি সত্যি আপনাকে পাশে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে,একটা শিক্ষক পাওয়ার মতো আনন্দ ।
আর বিশেষ করে আমি রবার্ট কে খুব পছন্দ করি ।
আপনাকে দেখার ইচ্ছা প্রকাশ করলাম যদি সম্ভব হয় তবে দেখা দেবেন একবার ,খুশি হবো এবং আন্তরিকতা টাও অনেক বাড়বে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.