নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভীষণ রকম ভালোবাসি

সাহিনুর

আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !

সাহিনুর › বিস্তারিত পোস্টঃ

আমার মাতৃদিবস

১২ ই মে, ২০১৯ দুপুর ২:৩৯

শহর থেকে বহু দুরে
এক অউন্নত গ্রাম জুড়ে
তুমি থাকো আমার মা ।
তোমার পুঁথিগত শিক্ষা নেই
সন্তানদের ভালো রাখার প্রশিক্ষণ নেই
তবুও যেনো তুমি অন্য
রকম ভালবাসতে জানো
আমার প্রাণ প্রিয় মা ।
আজ ফেইসবুক এসে জানলাম , আজ মাতৃদিবস , চারিদিকে মাতৃদিবস উপলক্ষে ফেইসবুকের পেজ এর পর পেজ তোমাদের ছবি , সবাই কত সুন্দর করে মায়ের সাথে ছবি তুলছে , খুবই মুগ্ধকর প্রানজুড়ানো সেই সব মুহুত্ব দেখে হটাৎ করেই যেন চোখটা হালকা জলে ভিজে গেলো । কেন জানি না মা !
এখন খুব ইচ্ছে করছে একবার ফোন করে তোমার কথা শুনি , না হলে বুকের মধ্যে উটেছে যে হাহাকার তা থামবার নয় ।
-হ্যালো ...
-হেলো......
-কি করছো মা ?
- এইতো রান্না করছি
- ওখানে গরম কেমন পড়ছে
-বিষন গরম রে বাপ , রান্না ঘরের মধ্যে থাকতে পারি না গরমে । তোর বাবাকে বললাম একটা ফান কিনে দিতে , কিন্তু টাকা নেই নাকি তোর বাপের কাছে ।
- কি আর বলবো বলো , বাবা তো কারো কথা শোনে না ,তুমি এক কাজ করো মা, রান্না ঘরের জ্বানালাগুলো খুলে দাও ,।
-হ্যা দিয়েছি , ওই হওয়া টুকু যদি না থাকতো ,তবে তো মরেই যেতাম । তুই খেয়েছিস , কি খেলি আজ
- ঐতো মাছ ছিল আর ডাল
- কেন আজ মাংস রান্না করিনি , খাওয়ায় যেন কষ্ট দিস না নিজেকে , টাকা আছে , না তোর বাবাকে বলবো পাটাতে..
- না না বলতে হবে না , আছে টাকা । তুমি কি রান্না করছো আজ
-তোর বাবা মাঠ থেকে ভেন্ডি এনেছে , আর অল্প একটু বেগুন ছিল সেটা রান্না করছি
- কেন , মাছ নেই ,।
- তোর বাবা তো বাজার করে না অনেক দিন হলো,
-কি জানি, বাবার মনের মধ্যে কি চিন্তা চলে , উনি মরার পরে কি সাথে করে টাকা নিয়ে যাবে ! ও হ্যা মা , আর একটা কথা, আজ মাতৃদিবস
- সেটা আবার কি রে
- ওহ মা তোমাকে কি করে বোঝাই এখন ,
-রান্না চাপানো আছে , তোর বাবা এখুনি বাড়ি আসবে , খারাব না পেলে আবার উল্টোপাল্টা বলবে , তুই এখন রাখ , সন্ধ্যা বেলা ফোন করিস ।

এই বলে মা ফোন রেখে দিল ...মা তোমাকে জানাতে পারলাম না আজ মাতৃদিবস , তোমাদেরকে এই পৃথিবীর মানুষ একটা দিন দিয়েছে ,তোমাদের কে নিয়ে ভাবার জন্য ।
আমার এখনো স্পষ্ট মনে আছে সেদিনের কথা..সেদিন আমার ফাইভ থেকে সিক্স এ উটার ফলাফল দিয়েছিল , আমি আট টা বিষয়ের মধ্যে পাঁচটা বিষয়ে ফেল করেছিলাম। বাবা এই দেখে আমাকে লাঠি দিয়ে নির্মম ভাবে মারছিলো ,আমি তখন হাওমাও ..জোরে জোরে মা মা বলে চিৎকার করছিলাম ,,পাশের লোক গুলো কেউ একটুও এগিয়ে আসেনি সে দিন।
রান্না ঘর থেকে আমার মা কাঁন্না করতে করতে ছুঁটে এসেছিল ...
বাবাকে বার বার বলছিলো ...আর মেরে না ওকে..ও মরে যাবে তো , আমাকে বাঁচাতে গিয়ে লাঠির বারি খেয়েছিলো সেদিন মা , বাবা থেকে ছাড়িয়ে আমাকে বলেছিল , এখান থেকে যা ..
আমি কাঁন্না করতে করতে ছুঁটে পালিয়ে ছিলাম সেদিন সেখান থেকে । রাতে মা আমাকে খুঁজে এনে খেতে দিয়েছিলো । আমার পিঠে হাত বুলিয়ে দিয়েছিলো । সেদিনই বুঝে ছিলাম ,,,,এতো বছর পর সেটা ভাষায় লিখলাম "আমি যদি কোনো ক্ষেত্রে সাফল্য না পাই ,তাহলে কেউ থাকবে না আমার পাশে শুধু মাত্র মা ছাড়া " আমার মা !
তুমি যেমনই হও না কেন
আমার কাছে সবার থেকে দামী
তুমি আমার জান্মধাত্রিনি
তুমি আমার রক্ষাকরিনী ,
আমার প্রানপ্রিয় মা
কেউ জানুক বা না জানুক আমি জানি
আমাকে ভালোবাসায় তুমি কতটা জ্ঞানী ।
আমার প্রাণ প্রিয় মা
তুমি সুখে থেকো ...
তুমি সুস্থ থেকো..
তুমি ভালো থেকো ।




হে প্রভু তুমি পৃথিবীর সব মাকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো , সুখে রেখো ।






মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৯ বিকাল ৩:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর বলেছেন ভাই, অনেক পুরনো স্মৃতি ভেসে উঠল চোখে।

আমিও জানতাম না আজ মা দিবস, ফেসবুকে ঢুকেই বুঝেছি কিছুক্ষণ আগে, আপনার পোস্ট পড়ে নিশ্চিত হলাম।

পৃথিবীর সকল মা'দের জন্য বিনম্র শ্রদ্ধা আর বুকভরা ভালোবাসা, আমার দুখিনী মা'কে শান্তি দিও খোদা।

১২ ই মে, ২০১৯ বিকাল ৩:১৩

সাহিনুর বলেছেন: আপনার মন্তব্য টি পড়ে অনেক অনেক কেমন যেন একটা কষ্ট কষ্ট অনুভুতি হচ্ছে। আপনার মা আমার মা সবার মা আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে ।
আর ধন্যবাদ আপনাকে ।

২| ১২ ই মে, ২০১৯ বিকাল ৩:২৩

লীনা জািম্বল বলেছেন: বাস্তবতাকে সুন্দর উপস্থাপন
সকল মাদের জন্য অনেক অনেক শ্রদ্ধা ও ভালবাসা ।

১২ ই মে, ২০১৯ বিকাল ৩:৩৩

সাহিনুর বলেছেন: লীনা জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার অনুভুতি জানার জন্য ।

৩| ১২ ই মে, ২০১৯ বিকাল ৪:০৯

চাঁদগাজী বলেছেন:


গ্রামবাংলার মায়েরা বিশ্বের সবচেয়ে অসহায় মা।

১২ ই মে, ২০১৯ বিকাল ৪:১৫

সাহিনুর বলেছেন: হ্যা একদম ঠিক,,,আমাদের গ্রামে মা রাও এইসব মাতৃদিবস কি সেটাই জানে না,,,কিন্তু তারা প্রকৃত কষ্ট সহ্য করেও সন্তানদের ভালোবাসতে জানে ।
ধন্যবাদ চাঁদ গাজী জি

৪| ১২ ই মে, ২০১৯ বিকাল ৪:৩৩

মেঘ প্রিয় বালক বলেছেন: আমিন।

১২ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

সাহিনুর বলেছেন: আমিন

৫| ১২ ই মে, ২০১৯ রাত ৯:১৭

নজসু বলেছেন:



প্রতিটি দিন হোক মায়ের প্রতি ভালোবাসার দিন।
সকল মাকে জানাই শ্রদ্ধা।

১২ ই মে, ২০১৯ রাত ৯:২৯

সাহিনুর বলেছেন: আমিন ...........
ধন্যবাদ ভাইয়া

৬| ১২ ই মে, ২০১৯ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: পৃথিবীর সকল মা থাকুক।

১২ ই মে, ২০১৯ রাত ১০:৩৯

সাহিনুর বলেছেন: ভাবছিলাম আপনি হয়তো স্যামু খুলতে পারছেন না,,কিন্তু যাক আমার ধারণা ভুল । হ্যা আমরা সবাই চাই । সব মা যেন ভালো থাকুক ।
ধন্যবাদ রাজীব ভাইয়া ।

৭| ১৩ ই মে, ২০১৯ রাত ১২:২৮

মাহমুদুর রহমান বলেছেন: আমীন।

মা মানেই মায়া,মা মানেই ভালোবাসা,মা মানেই হৃদয়ের গভীর লুকায়িত একটি উজ্জ্বল তারা।আর এই তারা আলো কখনও নিভে না।কখনওই না।

১৩ ই মে, ২০১৯ দুপুর ২:২৩

সাহিনুর বলেছেন: মা এর থেকে আর কোন ছোট এবং শক্তিশালী শব্দ এই পৃথিবীর বুকে আছে বলে মনে হয়না আমার ।
ধন্যবাদ ভাইয়া ।

৮| ১৩ ই মে, ২০১৯ রাত ১:০১

পদাতিক চৌধুরি বলেছেন: গদ্য কবিতা ভালো লাগলো।
বিশ্ব মা দিবসের সমস্ত মায়েদের জানাই অন্তরের শ্রদ্ধা।
আপনার মায়ের উদ্দেশ্যে রইল আমার অন্তরের সশ্রদ্ধ সালাম।
পোস্টে দ্বিতীয় লাইক।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

১৩ ই মে, ২০১৯ দুপুর ২:২৯

সাহিনুর বলেছেন: আপনাকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ ভাইয়া।
আপনার মাকেও আন্তরিক সুভেচ্ছা ,,সব মা ই যেন সুস্থ এবং সুখে থাকে ।

৯| ১৩ ই মে, ২০১৯ দুপুর ২:৩৩

নীল আকাশ বলেছেন: খুব চমৎকার করে লিখেছেন। কথোপকথন ভাল লাগলো পড়তে।
বিশ্ব মা দিবসের সমস্ত মায়েদের জানাই অন্তরের বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা।
ধন্যবাদ এবং শুভকামনা জানবেন।

১৩ ই মে, ২০১৯ দুপুর ২:৫০

সাহিনুর বলেছেন: ভাইয়া এবার কি লেখার ধরণটি ঠিক আছে ।
আর আন্তরিক ধন্যবাদ ভাইয়া আপনাকে ।

১০| ১৪ ই মে, ২০১৯ দুপুর ২:৩৯

নীল আকাশ বলেছেন: দেরী করে আসার জন্য লজ্জিত।
লেখা ঠিক আছে। প্যারা করে দিলে আরও ভালো লাগত।
বিশেষ করে আমি কান্না করতে.. অংশ থেকে।
ধন্যবাদ।

১৪ ই মে, ২০১৯ বিকাল ৩:০৮

সাহিনুর বলেছেন: ধন্যবাদ নীল জী,,,আপনার পরামর্শ গুলো সত্যিই শিক্ষনীয় ,এগুলি আমার পথ চলাকে অনেক মসৃণ করবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.