নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভীষণ রকম ভালোবাসি

সাহিনুর

আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !

সাহিনুর › বিস্তারিত পোস্টঃ

যে কলম অন্যায়ের বিরুদ্ধে লিখতে ভুলে গেছে সে কলম ব্যবহার না করাই ভালো

২০ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৬




অন্তর মম বিকশিত করো / অন্তরতর হে ।
নির্মল করো , উজ্জ্বল করো , / সুন্দর করো হে ।

রবি ঠাকুর তাঁর কবিতায় বলে গিয়েছিলেন উপরিক্ত বাক্য গুলি , তিনি জানতেন যে যদি আমরা আমাদের মনকে বিকশিত করতে না পারি তবে এ সমাজকে কোন দিনই আমরা সুন্দর উজ্জ্বল অশান্তি নির্মল করতে পারবো না !
কিন্তু বর্তমান আমাদের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তা খালি চোখে দেখা তো দূরের কথা মাইক্রোস্কোপের নীচে ফেলেও দেখতে পাবেন না ।

এখানে মনকে বিকশিত করার পরিবর্তে সংকীর্ণ করা হচ্ছে , মনকে বিদ্বেষ ঘৃণায় ভরিয়ে শান্তিনিকেতনকে অশান্ত করে তোলার গভীর ষড়যন্ত্র চলছে ।

চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর
আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি,

রবি ঠাকুর তাঁর কবিতায় নিজেই বলেছেন কোন কিছুকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র খন্ডের মধ্যে শান্তি নিহিত থাকে না , সমস্ত কিছুই উন্মুক্তয়ের মাঝেই লুকানো থাকে চির শান্তি ।

আজ তাঁরই প্রতিষ্ঠানে তাঁকে অপমান করে তাঁর প্রতিটি আদর্শকে পায়ের নীচে ফেলে নির্মমভাবে ধূলিশসাৎ করা হচ্ছে অথচ এখানে কারো কিছু বলার নেই , আজ বিশ্বভারতীতে কর্মরত সমস্ত মানুষ নীরবে বদলে দিয়েছে রবি ঠাকুয়ের চিন্তা ভাবনাকে !

আজ না চাইলেও বলতে বাধ্য হচ্ছি .......

“চিত্ত যেথা ভয়ময় , নিম্ম সেথা শির
জ্ঞান যেথা বদ্ধ , সেথা গৃহের প্রাচীর
আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
বসুধারে রাখে ওরা খণ্ড ক্ষুদ্র করি”


মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:




পশ্চিম বাংলার লোকজনের মানসিকতা কি নিম্নমুখী?

২০ শে মার্চ, ২০২১ রাত ৮:১৯

সাহিনুর বলেছেন: এখানে ভয় আর ধম্ম কাজ করছে সবার মনে

২| ২০ শে মার্চ, ২০২১ রাত ৮:৩৯

ঢাবিয়ান বলেছেন: যে কলম অন্যায়ের বিরুদ্ধে লিখতে ভুলে গেছে সে কলম ব্যবহার না করাই ভালো - খুব ভাল লাগলো কথাটা

২০ শে মার্চ, ২০২১ রাত ১০:৩২

সাহিনুর বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানাই

৩| ২০ শে মার্চ, ২০২১ রাত ৮:৪৮

নতুন বলেছেন: মানুষের নিজেস্ব জীবন দর্শন না তৌরি হবে সে অন্যের বলে দেওয়া পথই অনুসরন করে। তখন ভয়, লোভ তাকে খুব সহজেই নিয়ন্ত্রন করে।

নিজের দর্শনে যখন জিনিসটা খারাপ মনে হয় তখনই মানুষ প্রতিবাদ করে।

ঢাবিয়ান বলেছেন: যে কলম অন্যায়ের বিরুদ্ধে লিখতে ভুলে গেছে সে কলম ব্যবহার না করাই ভালো - খুব ভাল লাগলো কথাটা

২০ শে মার্চ, ২০২১ রাত ১০:৩২

সাহিনুর বলেছেন: আপনাকে আন্তরিকতার সহিত ধন্যবাদ জানাই

৪| ২০ শে মার্চ, ২০২১ রাত ১১:১১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অন্যায়ের বিরুদ্ধ যেমন লিখতে হবে তেমনি ভাবে ন্যায়ের পক্ষে লিখাও লেখকের দায়িত্ব।ন্যায়কে প্রতিষ্ঠা করতে না পারলে অন্যায় দুরিভূত হবে না।

২২ শে মার্চ, ২০২১ রাত ১২:০০

সাহিনুর বলেছেন: একদম ঠিক বলেছেন আপনি । ধন্যবাদ আপনাকে ।

৫| ২১ শে মার্চ, ২০২১ রাত ১২:৪১

রাজীব নুর বলেছেন: এখন কলম কেউ ধরে না। সবাই কী বোর্ডে লিখে।

২২ শে মার্চ, ২০২১ রাত ১২:০২

সাহিনুর বলেছেন: হ্যাঁ তা একহিসাবে ঠিকই বলেছেন দাদাভাই । ধন্যবাদ আপনাকে ।

৬| ২১ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৫৩

আমি সাজিদ বলেছেন: বিশ্বভারতী গত কয়েকবছরে বেশ কয়েকবার শিরোনামে এসেছে এই ধরনের কিছু কাজ করে। খুবই দুঃখজনক।

২২ শে মার্চ, ২০২১ রাত ১২:০০

সাহিনুর বলেছেন: এখন তো প্রতিনিয়ত বিতর্ক তৈরি করতে ব্যস্ত আমাদের অপ্রিয় উপাচার্য । ধন্যবাদ আপনাকে ।

৭| ২৩ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:০৬

জি এইস মেহেদী বলেছেন: কলম ধরা বলতে লেখক এখানে রাস্ট্রের জঞ্জাল পরিষ্কার করার কথা বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.