নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভীষণ রকম ভালোবাসি

সাহিনুর

আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !

সাহিনুর › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ প্রতিযোগিতা

২৫ শে জুন, ২০২১ দুপুর ১২:৩২

জঙ্গল মহলে কিছু দিন
২০১৯ হঠাৎ করেই এক ফোন আসে আমার বিশ্ববিদ্যালয় থেকে, গবেষণা মূলক যে প্রজেক্ট চালু হয়েছে সেটাতে আমি সিলেক্ট হয়েছি । শুনে তো আমি ভীষন খুশি কিন্তু সেই মাসেই আবার আমার জন্মদিন ছিল, তার জন্য আমার আগে থেকেই একটা প্ল্যান ছিল বন্ধুদের সাথে দীঘায় ঘুরতে যাওয়ার ।
কিন্তু এতো বড় একটা সুযোগ নতুন অভিজ্ঞতা নতুন এডভেঞ্চার আমাকে নেশার মতো টানছিল তাই শেষমেষ সমস্ত প্ল্যান বাতিল করে আমি চলে গেলাম ঝাড়গ্রাম জঙ্গল মহলে উনাদের সাথে ।
এখানে চারিদিকে বন আর বন। লম্বা লম্বা শালগাছ , আহা কি যে শান্তি , প্রতিটা নিশ্বাস যেন সুখ টান । আমরা ২০ দিন থাকার জন্য হোটেল বুক করি ঝাড়গ্রাম পুশিল থানার কাছে , কারণ আমাদের সবার মনে একটা ভয় ছিল 'মাওবাদী' নামক শব্দটির।

চলুন কথা না বাড়িয়ে দেখে আসি সেই সমস্ত দিনের কিছু মূল্যবান ছবি ।


আমার হোটেলের একটু দূরের ছিল ঝাড়গ্রাম রাজবাড়ী , তাই লোভ সামলাতে না পেরে সবাই একটু বিশ্রাম নিয়েই বেরিয়ে পড়লাম ।

রাজবাড়ীর প্রধান প্রবেশদ্বার



প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করা মাত্রই দেখলাম এক দিদিমনী আশেপাশে থাকা গরীব বাচ্চাদের কে নিয়ে শরীরচর্চা করছে।



তারপর গাড়ি নিয়ে বার হয়েছি পাহাড় দেখবো বলে কিন্তু মাঝ রাস্তায় দেখা পেলাম এক বন্য ময়ুরকে, ব্যস গাড়ি থামিয়ে হাজার রকম ছবি ।



তারপর এলাম অধীর আগ্রহে প্রতীক্ষায় থাকা সেই গ্রামে , চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা পাঁচ ঘরের ছোট্ট একটি গ্রাম । এখানে ধান খেতে পোকামাকড় খেতে পাহাড় থেকে নেমে আসে ময়ুর । গ্রামবাসীরা গভীর জঙ্গলে যায় এই ময়ূরের ডিম সংগ্রহ করতে এবং সেই ডিম তারা বিক্রি করে দূরে আধুনিক জীবন যাপন করা মানুষের কাছে ।

সে এক অন্য জীবন আমাদের মতো এতো কিছু নেই তবুও যেন সব কিছু আছে তাদের নিষ্পাপ হাসির মাঝে । অনেক কষ্ট হয়েছিল পৌঁছাতে সেই গ্রামে তারপর এই হাসি যেন সমস্ত কিছুই ভুলিয়ে এক নিমেষে। তারপর আরও অনেকটা দিন কাটিয়েছি সেই সব জঙ্গলের মাঝে আদিবাসী গ্রাম গুলোতে । সেসব স্মৃতি কোনদিন ভুল সম্ভব নয় ।

মন্তব্য ১৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২১ দুপুর ১:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছবির ধারাবিবরণী ভালো লেগেছে। শুভ কামনা রইল।

০৫ ই জুলাই, ২০২১ রাত ১:৩৭

সাহিনুর বলেছেন: ধন্যবাদ প্রিয় দাদাভাই ।

২| ২৫ শে জুন, ২০২১ বিকাল ৪:৪৯

শেরজা তপন বলেছেন: ছবি আর ছবির পেছনের গল্প ভাল লেগেছে।

০৫ ই জুলাই, ২০২১ রাত ১:৩৮

সাহিনুর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদাভাই ।

৩| ২৬ শে জুন, ২০২১ সকাল ১০:৩৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ছবিগুলি সুন্দর।

০৫ ই জুলাই, ২০২১ রাত ১:৩৮

সাহিনুর বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৪| ২৬ শে জুন, ২০২১ রাত ৯:৪৭

ঢুকিচেপা বলেছেন: ছবি এবং তার গল্প ভালো লেগেছে।
একটা বিষয়ে জানতে চাচ্ছি, গ্রামবাসীরা অর্থ আয়ের জন্য মযূরের ডিম সংগ্রহ করে কিন্তু যারা ক্রয় করে তারা কি করে ?

প্রতিযোগিতায় শুভকামনা রইল।

২৮ শে জুন, ২০২১ রাত ১০:২২

সাহিনুর বলেছেন: অনেক জন বাড়িতে পোষার জন্য কেনে । ধন্যবাদ আপনাকে ।

৫| ২৭ শে জুন, ২০২১ রাত ১২:৪৬

অপু তানভীর বলেছেন: ছবির পেছনের গল্প গুলো চমৎকার

০৫ ই জুলাই, ২০২১ রাত ১:৩৯

সাহিনুর বলেছেন: ধন্যবাদ প্রিয় অপু ।

৬| ০৫ ই জুলাই, ২০২১ রাত ১২:৫৬

ঢুকিচেপা বলেছেন: কি পেয়েছেন? এখন থেকে নিয়মিত ব্লগিং করুন আর উপরে যেগুলোর প্রতিমন্তব্য দেননি সেগুলো দিয়ে দিনl

০৫ ই জুলাই, ২০২১ রাত ১:২৪

সাহিনুর বলেছেন: ধন্যবাদ দাদাভাই আমার ভুল ক্লিয়ার করে দেওয়ার জন্য ।

৭| ০৫ ই জুলাই, ২০২১ রাত ১:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি আগের পোস্টটি অনুগ্রহ করে ফিরিয়ে আনুন। এইভাবে একটি হাস্যকর ও অন্যায় অভিযোগ করে আপনি পোস্ট সরিয়ে ফেলতে পারেন না। কোন অভিযোগ সত্য হলে আমরা ক্ষমা চাইবার মত দৃঢ়তা ও সাহস রাখি। নিচের মন্তব্যটি আপনার আগের পোষ্টের জন্য। অনুগ্রহ করে এই পোস্টটি সরিয়ে ফেলবেন না।

আমি আপনার পোস্ট পড়ে খুব অবাক হলাম। একজন প্রাপ্ত বয়স্ক মানুষের তুলনায় প্রতিক্রিয়াটি খুবই অপরিপক্ক। প্রতিটি ছবি ব্লগের রিভিউ দেয়া হবে - এই ধরনের কোন কথা ব্লগ টিম থেকে জানানো হয়েছে বলে মনে হয় না। তাছাড়া প্রতিটি ছবি ব্লগের রিভিউ দেয়ার কথা বাস্তব সম্মতও নয় বলে আমরা বিশ্বাস করি। তাছাড়া আমরা এখনও বিচার কাজ সমাপ্ত করি নি। মন চাইলো আর হুট করে একটা কথা আন্দাজে লিখে লিখে "সহমত" আদায় করে নেয়ার মত সহজ নয় কাজটি। যেমনটা আপনি এই পোষ্টে করেছেন।

যদি বিচারক মন্ডলির প্রদত্ত নাম্বার আমরা প্রকাশ করতে চাই নি, তবুও আপনার 'অভিযোগের' ভিত্তিতে জানাচ্ছি আপনার ছবি ব্লগটি বিচারকরা প্রধানত ছবি ব্লগ হিসাবে চিহ্নিত করেন নি। এটাকে অসম্পূর্ন ডকু ফিকশন হিসাবে বিবেচনা করেছেন এবং বিচারকদের বিচারে প্রাপ্ত নাম্বার ১.৫/৫



০৫ ই জুলাই, ২০২১ রাত ১:২৭

সাহিনুর বলেছেন: দাদাভাই আমি এই রিসেন্ট পোস্টটা করেছিলাম কোন রকম প্রতিউত্তর না পেয়ে । উত্তর পাওয়ার পর সেই পোস্টটা রেখে বিতর্ক সৃষ্টি করা কি উচিত হবে?

৮| ০৫ ই জুলাই, ২০২১ সকাল ৮:৫০

শেরজা তপন বলেছেন: আমার ধারনা আপনি বেশ আবেগপ্রবন মানুষ!
আবেগের বশে ভাল করে না বুঝে শুনে হুট করে একটা মন্তব্য করে ফেলেন। ব্লগে দীর্ঘদিন লেখালেখির সুত্র ধরে সবার সাথে একটা
আন্তরিক ও বন্ধুত্বপুর্ন সম্পর্ক হতেই পারে।
আপনি খুব বাজে একটা অভিযোগ করেছিলেন, এটা কেবলমাত্র কিছু পরিচিতজনদের ছবি প্রতিযোগিতা ছিল!!!
কি অদ্ভুদ হাস্যকর কথা! সামু ব্লগকে আপনি ফেসবুকের ফ্রেন্ডস ও ফ্যামিলির আড্ডা ভেবেছেন?
আপনার ভাগ্য সুপ্রসন্ন যে, আপনাকে খুব তিক্ততর কথার সম্মুখিন হতে হয়নি।
আমি একজন সাধারন ব্লগার হিসেবে আপনাকে অনুরোধ করছি; ভবিষ্যতে এ ধরনের উদ্ভট অভিযোগ করার আগে ভাল করে
ভাববেন।'

* আপনার পোস্টের নীচে লাইকের পাশের সংখ্যায় ক্লিক করুন; দেখুন, মডারেটর কাল্পনিক ভালবাসা( কা ভা)অনেক আগেই লাইক দিয়েছেন।

০৫ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৩৩

সাহিনুর বলেছেন: ধন্যবাদ দাদা আপনাকে । আমি বুঝতে পেরেছি আমার ভুল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.