নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভীষণ রকম ভালোবাসি

সাহিনুর

আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !

সাহিনুর › বিস্তারিত পোস্টঃ

#শিক্ষা_হোক_ধর্ম_মুক্ত

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৭


সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ধর্মের গুঁড়ামির মায়া জাল থেকে মুক্তি দেওয়া হোক। যার কোন শক্তি নেই তাকে শিক্ষার দেবী হিসাবে মেনে নেওয়া
এক ধরনের অশিক্ষিতর পরিচয় ।
সরস্বতী পূজা এলে একটাই প্রশ্ন বার বার মনে উঁকি মারে- কেন আমরা শিক্ষার পা’য়ে ধর্মের শিকল পরিয়ে রেখেছি ? কেন আমরা ২০২২
য়ে এসেও শিক্ষাপ্রতিষ্ঠানে এসব বন্ধ করতে পারছি না ?
যে শিক্ষা মানুষের মেরুদণ্ড সোজা করে সেই শিক্ষার মধ্যে যদি ধর্ম নামক এক বিষ বীজ বপন করা হয় তবে সেই জাতির অন্যান্য জাতির তু লনায় পিছিয়ে যওয়াটাই স্বাভাবিক নয় কি ?
আসুন আমরা সবাই তাদের প্রতি শ্রদ্ধাবোধ জ্ঞাপন করি যারা আমাদের শিক্ষিত করে মানুষ হিসাবে গড়ে তুলছে এ সমাজের বুকে ।
সরস্বতী দেবীর পরিবর্তে আসুন আমরা সবাই আমাদের বাবা মা, আমাদের শিক্ষকদের আশীর্বাদ গ্রহণ করি এবং তাদেরকে
তাদের উপযুক্ত সম্মান প্রদান করি ।


“শিক্ষা হোক ধর্ম মুক্ত
ভেদাভেদ নয় মানুষ হোক মানুষে যুক্ত”



ইতি
Sanu Son
শান্তিনিকেতন

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৫

সাসুম বলেছেন: শিক্ষা হোক জীবন হোক সমাজ হোক আর রাষ্ট্র হোক- ধর্মের প্রভাব মুক্ত করলে তো ধর্ম ব্যবসায়ী রা না খেয়ে মরবে, তাদের উপায় কি হবে?? সেটা কি একবারো খেয়াল করবেন না?

যেই দেবীর কচুটাও করার ক্ষমতা নেই তার কাছ থেকে যদি শিক্ষার জন্য করুণা প্রার্থনা না করি, তাহলে তো দেবী অবসলিউট হয়ে যাবে। তখন ধর্মের ধুতি ধরে যে টান পড়বে সেটা রক্ষা করার উপায় কি?? যুগ যুগ ধরে ধর্ম ব্যবসায়ীরা এভাবেই আমাদের কে মেনিপুলেট করে গিয়েছে আরো যাবে যতদিন না আমরা সচেতন না হব।

পোস্টে সহমত। শিক্ষালয় থেকে ধর্মের আফিম দূর করা হোক

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫৭

সাহিনুর বলেছেন: আপনার মতামত খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন। আপনার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো ।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৬

প্রতিদিন বাংলা বলেছেন: শিক্ষা হোক ধর্ম মুক্ত (অর্থাৎ পশু )
উদাহরণ জন্ম থেকে ,যেমন -
কার গর্ভে /ঔরসে জন্মালো শিখে না,জানে না ,জানবে না
সামাজিকতা ও পরিবার ধর্ম থেকে শিখি (অন্তত বিদ্যালয় যাবার পূর্ব পর্যন্ত )
বিদ্যাপীঠ শেখায় আ ,ক, খ a,b,c থেকে (পরিবার ও ধর্ম সেটা জন্মের পর থেকেই শেখায় )
..................
শিক্ষা হোক ধর্ম মুক্ত (অর্থাৎ পশু )
পশুর চেয়ে তোমরা শ্রেষ্ঠ
অমানুষে ভরে যাচ্ছে মিল্কিওয়ের পৃথিবী

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১৬

সাহিনুর বলেছেন: বর্তমানে ঘটে যাওয়া বোরকা ঘটনা টা একবার লক্ষ্য করুন, কিভাবে পুরো ভারত কে ভেদাভেদ করছে । শিক্ষাপ্রতিষ্ঠানকে যদি ধর্মের হাত থেকে মুক্ত করা না যায় তাহলে আমাদের ভবিষ্যতে আর বড়ো বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য । আপনাদের মতো মানুষ যত তাড়াতাড়ি ব্যাপার বুঝবে তত তাড়াতাড়ি মানুষ সমাজের জন্য মঙ্গল ।


আপনার প্রতি ভালোবাসা রইলো । ধন্যবাদ ।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: একদম আমার মনের কথা লিখেছেন।
আসলে ধর্ম বর্তমান বিশ্বে অপ্রয়োজনীয়। ইহা মানুষ অনুভব করতে শুরু করেছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১৭

সাহিনুর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় রাজীব ভাইয়া । আশা করি একদিন সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ধর্ম মুক্ত হবে।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪৮

সামিউল ইসলাম বাবু বলেছেন:

আপনার কথার সাথে একমত হতে পারলাম না।

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২৩

সাহিনুর বলেছেন: কেন হতে পারলেন না ? দয়া করে জানাবেন আশা করি ।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সহমত। শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই সর্বপ্রকার কুসংস্কারমুক্ত হওয়া বাঞ্ছনীয়। ধর্মীয় শিক্ষার জন্য পরিবার আছে, আলাদা প্রতিষ্ঠান আছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২৪

সাহিনুর বলেছেন: সহমত প্রসন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনা।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:২৭

নতুন বলেছেন: মানুষের জীবন হউক ধর্মের প্রভাব মুক্ত। উন্নত অনেক দেশই ধর্ম মুক্ত সমাজে মানুষ অনেক ভালো আছে।

সেখানে সবার ব্যক্তি স্বাধীনতা আছে, অন্যায়ের বিচার আছে যেটা আমাদের আশেপাশের ধর্মঅনুসরন করা সমাজে আসতে আরো শত বছর লাগবে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২৬

সাহিনুর বলেছেন: আমরা চেষ্টা করবো আগে পর্যন্ত - সেই দিনটা তাড়াতাড়ি নিয়ে আসার । আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৩

জ্যাকেল বলেছেন: আমি চাই ধর্মের মহান শান্তির বাণী প্রতিষ্টিত করা হোক। শিক্ষাঙ্গনে ধর্মের সুন্দর শিক্ষা ছড়িয়ে দেওয়া হোক। অশান্তি সৃষ্টির মূলে মানুষের রিপু। রিপু'কে জানা ও প্রতিরোধ করার উপায় প্রত্যেক শিক্ষার্থীকে জানিয়ে দিতে হবে।

মানে ধর্মের প্রভাব আরো বাড়াইতে হইবে। স্কুল, ভার্সিটি সব জায়গায় ভাল মানুষ হইবার, নৈতিক হইবার ট্রেনিং দিতে হইবে। ভাইরাল/কাঁপাকাপি টাইমে নিজেকে কিভাবে বিরত/সতর্ক রাখা যায় এইসব জানাইতে হইবে।

তবেই শিক্ষা তার উদ্দেশ্য পূরণ করতে পারবে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪০

সাহিনুর বলেছেন: আমি সেটা থেকে অনেকটা দূরে চলে এসেছি। সেখানে আবার ফিরে যাওয়া সম্ভব নয় । ধন্যবাদ আপনাকে ।

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইজান,

ধর্ম শব্দকে আপনি সরস্বতী দেবীর সাথে সম্পৃক্ত করে ফেলেছেন!

ধর্মপালন এবং ধর্মব্যবসা এক নয়।
ধর্ম শব্দের একাধিক অর্থ আছে।

ধর্মনাশ এবং ধর্ম নাশ এক নয়।

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৯

সাহিনুর বলেছেন: ধন্যবাদ আপনাকে , আপনার মূল্যবান মতামতটি দেওয়ার জন্য । আপনার কথার সাথে ৫০ % সহমত প্রসন করলাম ।

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আমার মতামতা জানিয়েছি।

আমি ধর্মপালন করি। বাড়াবাড়ি মারামারি করি না। যখন তখন মৃত্যু হবে। মৃত্যুর আগে ভালো কিছু করলে কারো মন্দ হবে না।

সকলের মঙ্গল হোক।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৬

সাহিনুর বলেছেন: ভালো লাগলো আপনার কথা শুনে । ভালোবাসা রইলো দাদাভাই ।

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০২

নাহল তরকারি বলেছেন: শিক্ষকে ধর্ম মুক্ত না, রাজনীতি মুক্ত করা উচিৎ। আর শিক্ষকদের সম্মান করা, পিতা মাতা কে শ্রদ্ধা করা ধর্মের অংশ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৭

সাহিনুর বলেছেন: হ্যাঁ এটা হলে বেশ হয় । ধন্যবাদ আপনাকে দাদা ।

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৩

সোবুজ বলেছেন: সমস্ত পৃথীবিকে আনতে হবে মানবতার ছায়া তলে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৮

সাহিনুর বলেছেন: একদম আমি আপনার মতামতের সাথে ১০০ % একমত । ভালোবাসা রইলো আপনার প্রতি ।

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪২

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আগে শান্তিনিকেতন বন্ধ করতে হবে ;)
এখান থেকে উত্পাদনশীল কিছু বের হয় না :((

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০১

সাহিনুর বলেছেন: আপনার চোখে শুধু শান্তিনিকেতন লেখাটা পড়লো , দেখে আমি অবাক হলাম । জানিনা কেন আপনার শান্তিনিকেতনের প্রতি এতো রাগ , জানাবেন আশা করি ।
ধন্যবাদ

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় রাজীব ভাইয়া । আশা করি একদিন সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ধর্ম মুক্ত হবে।

ধর্ম থেকে দূরে থাকলেই ভালো কিছু করা সম্ভব।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১৪

সাহিনুর বলেছেন: আমিও সেই আশায় রইলাম দাদাভাই । এখন দেখা যাক সিএ দিন কবে আসে ।

১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩০

ঈশ্বরকণা বলেছেন: আপনারা ভারতবাসী মোদির মতো একজন ঠান্ডা মাথার হত্যাকারীকে (এর নামে আমেরিকায় হুলিয়া ছিল মুসলিম হত্যাকাণ্ডের পেছনে কলকাথি নাড়াবার অপরাধে।আপনাদের ভারতবাসীর বদৌলতে প্রধানমন্ত্রী হওয়ায় সেটার থেকে বেঁচে গেছে পুলিশি ধরপাকড়ের হাত থেকে ) প্রধানমন্ত্রী বানাবেন আর তার জোটকে দশক ধরে ক্ষমতায় রাখবেন আর এইসব ঝামেলার জন্য দোষ দেবেন ধর্মকে তাহলে কি সমাধান হবে কিছুর ? বুনেছেন কচু আশা করছেন আপেল ! তাহলেতো পাওয়া যাবে না সেটা। এই মোদিকে প্রধানমন্ত্রিত্বের পদ থেকে হঠান দেখবেন ভারতের জাতিগত সহিংসতা সবই বন্ধ হয়ে গেছে।ধর্ম কোনো সমস্যা করছে না। সমস্যা করছে মোদির নোংরা রাজনীতি ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৯

সাহিনুর বলেছেন: ঠিক বলেছেন । ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.