![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.দু:খ সুখ বলিয়া কিছুই নাই
অতি শৈশবে আমার কোন দু:খ ছিলনা
সুখ ও ছিল না.....
সব ই আমাদের জ্ঞান নামক এক দুষ্ট বুদ্ধির খেলা
যতই বুঝিতে শিখিয়াছি ততই পৃথিবী দু:খ সুখের এক মিথ্যা খেলা দিয়া
নিজের প্রতি আমাদের আকৃষ্ট করিয়াছে...
অপরকে দু:খী করিবার শিক্ষা এই পৃথিবীই আমাদের ভেতরে বাহিরে আনিয়া দিয়াছে....
পৃথিবী বহমান এক নাট্যমচ্হঞ ...........এখান কার অভিনেতাদের এখানে অভিনয় করাই কর্ম
দু:খ আর সুখ নিয়া অভিনয় করিও মানব.....সত্যিকারে এর ধারে কাছে ও যাইও না। ব্যক্তিগত অভিজ্ঞতায় ....নুরুল(যদি ও আমি এক দু:খ বিলাসী ,দু:খের ক্রীতদাস কিন্তু এইভাবে চলিতে থাকিলে তো পৃথিবীতে আগমন বৃথা হইবে।ক্ষনিকের জীবন কে ব্যাথা দেয়ার অধিকার আমাকে তো সৃষ্টি কর্তা দেয় নাই)
২.জীবন এক কঠিন সাধনা
দু:খ এক অসীম প্রাপ্তি হে মানব
প্রতিটি প্রানীরেই এই প্রাপ্তি ধারন করিতে হয় ।
হে বৎস সুখের কথা বলিতে গেলে ....বলিতে হয়
সুখ চীর সাধনার প্রাপ্তি ..........সুখ সাধন করিতে হয়
দু:খ বুকে নিয়ে হাসিতে থাক .......দু:খ তোমাকে পরাভূত করি তে পারিবে না
নুরুল
©somewhere in net ltd.