নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমিই

আমি আমিই

আমি আমিই (নূরুল)

নূরুল আলম

আমি আমিই (নূরুল) › বিস্তারিত পোস্টঃ

শেষ দেখা

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১২

শেরপুর সরকারীমহিলা কলেজের অধ্যাপক

মরহুম আশরাফুল হাকিম(মৃত্যু ১৪ মে ২০১২)..........আমার দুলাভাই ।গত পহেলা বৈশাখের এমন রাতেই তার সাথে শেষ দেখা হয়েছিল। সিড়িঁ বেয়ে নামতে নামতে তিনি বার বার থেমে থেমে যাচ্ছি লেন আর পেছন ফিরে তাকিযে আমাদের সাথে কথা বলছিলেন। বারন সত্ত্বে ও তিনি ঐ রাতে আর ময়মনসিংহ থাকলেন না।রাতে পথে বিপদ হতে পারে তাই তাড়াতাড়ি শের পুর ফেরার কথা বলা সত্ত্বেও তিনি সিড়িঁতে দাড়িয়ে কথাই বলে যাচ্ছিলেন। তখন জানতাম না শেষ দেখা গুলো এমন হয়...হাকিম ভাই আপনি ও তো জানতেন না আমাদের সাথে আর কথনোই এই পৃথিবীতে দেখা হবে না। তবে কেন বারবার থেমে থেমে পিছন ফিরে তাকিয়ে কথা বলেই যাচ্ছিলেন। কথা কেন শেষ হচ্ছিল না.....আর দেখা হবেনা বলেই। সবার উপরে যিনি সেই স্রষ্টা জানতেন বলেই এমনটি বোধহয় হযেছিল। আল্লাহ এই বিশুদ্ধ ,সৎ,ধর্মপরায়ন,সহজ সরল অসহায় মানুষটিকে বেহেশৃতের সর্বোচ্চ আসনে স্হান দিক।আমীন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.