![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতি দিন ফিলিস্তিন , ্রাক ,আফগানিস্তান হাজারো শিশু মরছে
সে শিশু দের ও অধিকার ছিল শিক্ষার ।তাদের কে পশ্চিমা রা হত্যা করছে নির্বিচারে।
বাংলাদেশে এক নারীর আঙুল কেটে দিল বর্বর স্বামী যাতে মেয়েটি পড়াশোনা করতে না পারে । মেয়েটি তবু সংগ্রাম করে অন্য নারীর সহায়তায় পরীক্ষা দিল। পৃথিবীর অনেক দেশে যুগে যুগে নারীরা সংগ্রামী শিক্ষার অধিকারের জন্য। যুগে যুগে কত কিশোরী জীবন দিল লেখাপড়ার জন্য। অথচ বিশ্ব মিডিয়ায় এগুলো কখনো্ আসেনি। মালালার লিখিত আত্মজীবনী জন্য পশ্চিমার কোটি ডলার দিচ্ছে।সামনে নোবেল নাকি পাবে?শুধু মালালার প্রতি এত দরদ পশ্চিমাদের দেখে সন্দেহ হয় ....মালালাকে ফোকাস করে ওরা কি সারাবিশ্ব কে জানাতে চাচ্ছে ্সলাম নারী শিক্ষা বিরোধী।তালেবান দের ব্যবহার করে এরা মুসলমানদের কলংকিত করার জন্য মালালার প্রতি এত সন্মান। লক্ষ লক্ষ অধিকার বন্ঞিত শিশু যাদের স্কুল ঘর বাড়ী গুড়িয়ে দিয়েছে পশ্চিমার ...তাদের কি অধিকার মালালার প্রতি । নূরুলআর মালালার স্টাটাস পরলে মনে হয় তার জীবনের সব অভিজ্ঞতা শেষ। এখন শুধু উপদেশ ।মালালা আর ম্যান্ডেলা কি এক? এ্ি শিশু টির ক্ষুদ্র প্রতিভা টুকু ও নষ্ট করছে আমেরিকা। বিশ্ব অভিভাবক বানিয়ে এর জ্ঞান পিপাসা কে থামিয়ে দেয়া হচ্ছে। আমি নিশ্চিত ওর স্ট্যাটাস গুলো ওর লেখা না
আমার জীবন: সামাজিক অত্যাচারে অতিষ্ঠ জীবন । তিন দশক মাথা নিঁচু করে বড় হতে হতে ........নীরব বৃক্ষ হয়ে গেছি এক।
তবু বিশ্বাস করি সুদিন আসবে.......আসবেই। আপনারা,তোমরা ,তোরা তো .................কেবল যুগের অভিশাপ।
একদিন মাথা উচুঁ করে তাকাতেই ..........ঐ সূর্যটাও মেঘে ঢেকে যাবে।নুরুল
তরুন প্রজন্মের উচিত প্রবীন প্রজন্মের কাছ থেকে অভিজ্ঞতা,উপদেশ ও নির্দেশনা নিয়ে পথ চলা।
বিজ্ঞানের মাঝে ও অতীত বর্তমান আর ভবিষৎ এর একটা শিকল থাকে। এই শিকল ধরেই শিক্ষা এগিয়ে চলে । ভুলের মাঝেও অনেক দামী শিক্ষা থাকে। কোন বয়স কেই ছোট করে দেখা ঠিক না।আমাদের মহান মুক্তিযুদ্ধে আবাল,বৃদ্ধ বনিতা অংশ গ্রহন করেছিল।বঙ্গবন্ধুর তখন তরুন ছিলেন না।মাওলানা ভাসানী ,এম এ জি ওসমানী তখন তরুন ছিলেন না। তরুন প্রজন্ম কে তাই প্রবীন দের কাছ থেকে সঠিক শিক্ষা নিয়ে পথ চলতে হবে। আমি নিজেও একজন তরুন।তাই কেউ ভুল বোঝবেন না। রক্ত গরমই শেষ কথা না......নুরুল
©somewhere in net ltd.