নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমিই

আমি আমিই

আমি আমিই (নূরুল)

নূরুল আলম

আমি আমিই (নূরুল) › বিস্তারিত পোস্টঃ

জনৈক মালালা

০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:০৮

সম্ভবত আর কিছুদিন পরেই শান্তিতে নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন ষোল বছর বয়সী কিশোরী মালালা ইউসুফ যাই। তিনি এ পুরস্কার পাচ্ছেন শিক্ষা নিয়ে আন্দোলন ও তালেবানদের গুলির শিকার হয়ে যে জনপ্রিয়তা অর্জন করেছেন সেই চমকের উপরই।

আমেরিকা প্রতি বছর হাজার হাজার শিশূ হত্যা করে যারা মালালার মতো উন্নত চিকিৎসা পায়নি............যাদের স্কুল গুলো গুড়িয়ে দিয়েছে আমেরিকার ভারী অস্ত্র।মালালা যদি কোন আমেরিকান সৈনিকের গুলিতে আহত হতো তাহলে কি সে শান্তি পুরস্কারের তালিকায় থাকতো??? এই পুরস্কারের মাধ্যমে পশ্চিমা বিশ্ব পৃথিবীকে বোঝাতে চায় মুসলমানরা শিক্ষা বিরোধী।

অথচ কত ঘটনাই তো ঘটছে ইহুদী ক্রীষ্টান রাষ্ট্রে .............কত কিশোরীই তো বঞ্চিত হচ্ছে।তাদের মধ্যে কেন কাউকে তারা মনোনীত করছে না? এরা সারা বিশ্বে মুসলমানদের সন্ত্রাসী ও নারী বিরোধী হিসেবেই পরিচিত করে দিতে চায়।

যাই হোক ওবামার মতো লোক যদি শান্তিতে নোবেল পেতে পারে তবে মালালার মতো দালাল রা পাবেনইবা কেন? মালালা বিদেশে বসে অনেক নামীদামী লেকচার দেয় ............আমরা বাহবা বাহবা করি। বাংলাদেশী কোন নারী যেন এই তিরস্কারের শান্তি পুরস্কার না পায় এই দোয়াই করি।বিবিসি ময়মনসিংহ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.