নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিলেশনশিপে ব্রেকআপ বলে আসলে কিছু হয় না।
হয়তো ১ দিন, ১ সপ্তাহ, ১ মাস, ১ বছর বা কয়েক বছর যোগাযোগ থাকে না। তাইবলে ছাড়াছাড়ি হয় না।
আসলে ছেড়ে দেওয়া যায় না।
যাকে ভালোবাসা যায়,তাকে মন ছেড়ে দিতে পারে না।
কখনো ভুল বুঝাবুঝি কখনোবা রাগে-অভিমানে দিনের পর দিন কথা হয় না।তাই বলে কেউ কাউকে ভুলে যায় না।ভুলে যেতে পারে না। ভুলে থাকা যায় না। প্রিয় মানুষটার আইডিতে ঘুরতে ঘুরতে কখনো রাত হয়ে যায় ভোর, চোখে থাকে না ঘুমের ঘোর। সত্যিকারের ভালোবাসা আসলে এমনি।
যে মানুষটা নিজের জীবনে সূর্যের আলো হয়ে ছিল সে একটা সময় মধ্য রাতের বুক ফাটা কান্নায় পরিণত হয়।
চোখের জল চোখেই শুকায় সে দেখে না, তবু মন অভিমানে ও ভালোবাসে শুধুই তাকে। এটাই বাস্তবতা।
প্রিয়জনকে নিয়ে যে জায়গায় খুব ঘুরাঘুরি হতো সেই জায়গাটায় গেলে কষ্ট বেড়ে যায় খুব। মনেহয় নিজেকে খুব একা কিন্তু মনে মনে পাশেই থাকে সে।
বুকের বাঁ পাশটা জুড়ে হাহাকারের সুরে তার নাম ভেসে আসে।
দিনশেষে বুকে জমে শূন্যতা।
চোখে শুকায় অশ্রু।
অভিমানের কান্না কেউ দেখে না।
আবার, মাঝে মাঝে তার প্রিয় কোনকিছু দেখলেই তারজন্য কিনতে ইচ্ছে করে।
তার প্রিয় খাবার তাকে ছাড়া খেতে মন মানে না।
সময়ে অসময়ে সে মন খারাপ হয়ে স্মৃতির পাতা আঁকড়ে ধরে,
যদিও একটা সময় সব ভালোলাগার কারণ হয়ে শুধু সে-ই ছিল।
তার জন্য চিঠি লেখা হয় কিন্তু সে চিঠি তার পড়া হয়না।
তাকে টেক্সট দিতে গিয়ে সব লিখে আবার ডিলিট করে দেওয়া হয়, টেক্সট আর সেন্ড হয় না।
অদ্ভুত লাগে সবকিছু।
মাঝে মাঝে বুকে ব্যাথা করে। তাকে না পাওয়ার যন্ত্রণা যেন ঘুম তাড়িয়ে দেয়।
সে চোখের নিচের কালো দাগের কারণ হয়ে যায় নিমিষেই।
যদিও একটা সময় তাকে ঘিরে ছিল প্রচুর সাজগোজ।
সে ফুল জড়িয়ে দিতো খোঁপায়।
ঠোঁটের লিপস্টিক এ থাকতো তার প্রিয় রঙ।
প্রিয় মানুষটা কখনো অপ্রিয় হয়না।
যতোই তার ফোনকল কেটে দেওয়া হোক, যতোই তাকে ভুলে যাওয়ার ভান করা হোক।
যে প্রিয় সে সবসময়ই প্রিয় থাকে।
ভালোবাসায় স্নিগ্ধ হয়ে থাকে তার সবকিছু।
আসলে, দিনে দিনে ভালোবাসা পুরাতন হয় না।
নতুন ভাবে নবপ্রেমে সে আরো কাছের হয়ে উঠে।
যতই কষ্ট দেয় সে, যতই দূরে চলে যায় ততই যেন তাকে আগলে ধরতে ইচ্ছে করে।
যদিও তার দেওয়া কষ্টগুলো পানির সাথে মিশে যায়, ঝর্ণার পানির ফোঁটায় ফোঁটায় বেদনার অশ্রু হয়ে মিশে যায়।
তার ছবি দেখে রাতে ঘুমানোর সময় চোখ ঝাপসা হয়। তাকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছা করে খুব।
সবশেষে, ভালোবাসা হারায় না।
মনের সাথে মনের কখনো বিচ্ছেদ হয়না। যোগাযোগ না থাকলেও দিন দিন অনুভুতি জমে জমে আরো মায়া বাড়ে। এ মায়া এক জীবনে কাটানো কখনো সম্ভব না।
#ভালোবাসার_কথন
~ নাঈমা সুলতানা চাঁদনী
২| ২৬ শে জুন, ২০২০ দুপুর ১২:৪৫
কাওসার চৌধুরী বলেছেন:
সামহোয়্যারইন ব্লগে স্বাগতম।
চারদিনে ৩৯টি পোস্ট করেছেন। আপনি যে নিয়মিত লিখেন এটা তারই প্রমাণ। তবে প্রথম পাতায় এক্সেস পাওয়ার আগ পর্যন্ত আপনার পরিশ্রমী লেখাগুলো অধিকাংশ ব্লগারের চোখে পড়বে না। এজন্য আপাতত খুব বেশি পোস্ট না করে 'সেফ' হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আর প্রতিদিন ব্লগে সময় দিন। পছন্দের লেখাগুলোতে গঠনমূলক মন্তব্য করুন। এতে ব্লগারদের সাথে পরিচিতি বাড়বে। দৈনিক একটার বেশি পোস্ট না লেখাই ভালো। এই লেখাটি একটু মনোযোগ দিয়ে পড়লে ব্লগিং এর অনেক খুটিনাটি জানতে পারবেন।
হ্যাপি ব্লগিং।
৩০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৬
নাঈমা সুলতানা চাঁদনী বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে
৩| ০২ রা জুলাই, ২০২০ রাত ১০:৫০
হাবিব ইমরান বলেছেন:
ব্লগে স্বাগতম। আশা করছি আপনার লেখা দারুণ উপভোগ্য হবে। শুভকামনা জানবেন।
০২ রা জুলাই, ২০২০ রাত ১১:১১
নাঈমা সুলতানা চাঁদনী বলেছেন: ধন্যবাদ, পাশে থাকবেন
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০২০ রাত ৯:৪৪
পদাতিক চৌধুরি বলেছেন: খোঁজ নিতে গিয়ে দেখলাম মাত্র তিন দিনে আপনি ইতিমধ্যে ৩৯ টা পোস্ট দিয়েছেন। ব্লগিং একটু ধীর স্থির এবং মিথোস্ক্রিয়ারো বটে। আপনি প্রথম পাতায় অ্যাকসেস পেলে অনেকেই আসবেন আপনার এমন সুন্দর সুন্দর পোস্ট পড়তে, তখন দেখবেন অন্য রকম অনুভুতি হবে। তবে আপনাকেও অন্যের পোস্টে বিষয়বস্তু অনুযায়ী সুন্দর কমেন্ট করতে হবে।আর তখনই ব্লগিংটা হয়ে উঠবে উপভোগ্য।
আপনি শীঘ্রই প্রথম পাতায় লেখার সুযোগ পান, কামনা করি।
পোস্টে লাইক।
শুভেচ্ছা নিয়েন।