নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে পেয়েছি যবে,
কবিতা লেখা হয়নি আর তবে।
তোমাকে হারিয়েছি যেথা,
কেটেছে ভয়াবহ বিষন্নতা।
তোমার ঐ এক চিলতে হাসির প্রেমে,
আমি কাটিয়েছি সহস্র প্রহর,
স্মৃতিগুলো করেছি জমা মনের ফ্রেমে।
আজ এই অবেলায়,
আমার তোমারে পড়ে মনে
আনমনে, ক্ষণে ক্ষণে।
~ নাঈমা সুলতানা
©somewhere in net ltd.