নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুচোখ ভরা স্বপ্ন আমার,
থাকব পাশাপাশি।
অথৈ প্রেমের সাগরেতে,
তোমায় নিয়ে ভাসি।
মান-অভিমান ভুলে গিয়ে ,
বার বার ফিরে আসি।
অনন্ত অসীম ভালোবাসায়,
তোমারই কাছে আসি।
তোমার চেয়েও,
তোমারেই আমি বেশি ভালোবাসি ।
~ নাঈমা সুলতানা
©somewhere in net ltd.