নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনন্তকালের অদেখা পথের
পথিক হতে
পালাবো দুজন
সংগোপনে।
যেথায় নোনাজলে
মধুময় গল্প বলে,
সেথায় লুকাবো চুপটি করে।
জানবে না কেউ..
থাকবে গভীর ঢেও
উপচে পড়ে ভালোবাসায়,
বালুময় সমুদ্র সৈকতে
~ নাঈমা সুলতানা
©somewhere in net ltd.