নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার ভাষায়
প্রেমের নেশায়
মুগ্ধ করা দৃষ্টিতে
বিভোর হতে তোমাতে
আমি শুধু,
তোমারেই চাই
আমি কবিতায়।
রাগ-অভিমানের
বেলা শেষে
সূর্যের আলো হয়ে
পাশে এসে,
ছোঁয়ে দিবে তুমি
বেলা-অবেলায়।
আমার কবিতার
প্রতিটা ছন্দে ছন্দে
অক্ষরে অক্ষরে
চাই শুধু তোমারে আর তোমারে,
উষ্ণ ভালোবাসায়।
~ নাঈমা সুলতানা
©somewhere in net ltd.