নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানে তোমার সব অভিমান,
জমা রাখি আনমনে।
সেখানে না হয়
তোমারে লুকাবো খুব যতনে।
বৃত্তের ভিতর আরেক বৃত্তে,
ভালোবাসব অথৈ চিত্তে।
সংগোপনে সারাক্ষণে
আমরা দুজন শুধু দুজনে।
~ নাঈমা সুলতানা
©somewhere in net ltd.