নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানা নেই
তবু মানা নেই
উড়ে যেতে,
দূর নীলিমায়।
ছায়া নেই
কোন মায়া নেই।
তবু থেকে যাই
এই মিথ্যে মোহনায়।
উড়ে যাওয়ার
আকাশ নেই ।
তাইতো
এখনো আছি
এই শূন্য খাঁচায়।
~ নাঈমা সুলতানা
©somewhere in net ltd.