নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজমুল

নাজমুল ইসলাম মকবুল

নাজমুল ইসলাম মকবুল

জীবন একটা.......................

নাজমুল ইসলাম মকবুল › বিস্তারিত পোস্টঃ

সিলেট লেখক ফোরাম’র সাহিত্য আড্ডায় কবি রূহুল আমীন খান

১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭



সিলেট লেখক ফোরাম’র সাহিত্য আড্ডায় কবি রূহুল আমীন খান



সিলেটের পবিত্র মাটিতে ইসলামবিরোধী সকল অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন





দেশের বরেণ্য কবি দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক কবি রুহুল আমীন খানকে নিয়ে সিলেট লেখক ফোরাম’র সাহিত্য আড্ডা গত সোমবার বাদ মাগরিব সিলেটের তালতলাস্থ হোটেল ইস্ট এন্ড এর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। ফোরাম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কবি রূহুল আমীন খান বলেন, হযরত শাহজালালের সিলেট নানা কারনে ঐতিহ্যের দাবীদার। এখানে জন্ম নিয়েছেন দেশের বরেণ্য কবি সাহিত্যিক সাংবাদিক এবং রাজনীতিবিদ। দেশের বর্তমান প্রেক্ষাপটে ঐতিহ্যবাহী সিলেট লেখক ফোরামের আজকের ব্যতিক্রমধর্মী সাহিত্য আড্ডা আমাকে অনুপ্রাণিত করেছে। সাহিত্য সংস্কৃতি ও ধর্মীয় চিন্তা চেতনার সন্ধানে ফোরামের বিভিন্ন গুরুত্বপুর্ণ সাহিত্য আড্ডা সিলেটের সাহিত্যাঙ্গনে মাইলফলক হয়ে থাকবে। উপমহাদেশের অন্যতম ইসলামী চিন্তাবিদ ওলিয়ে কামিল আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলার স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, আল্লামা ফুলতলী ছিলেন সত্য সুন্দর ও ন্যায়ের পথে সর্বজনশ্রদ্ধেয় বীর সিপাহসালার। আধ্যাত্মিক রাজধানী সিলেটের পবিত্র মাটিতে ইসলাম তথা ধর্মবিরোধী সকল অপকর্মের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে কবি কালাম আজাদ বলেন, সিলেট লেখক ফোরাম আজকের ব্যতিক্রমধর্মী জমকালো সাহিত্য আড্ডায় দেশবরেণ্য কবি রূহুল আমীন খানকে আমন্ত্রন জানিয়ে গোটা অনুষ্ঠানকে সম্মানিত করেছেন। তিনি ফোরামের বিভিন্ন কর্মকান্ডের ভূয়ূসী প্রশংসা করে বলেন, সিলেটের সাহিত্য সংস্কৃতি লালনে সিলেট লেখক ফোরাম একদিন বিরাট বটবৃক্ষের আকার ধারন করবে। ফোরামের সার্বিক দিক এবং আল্লামা ফুলতলীকে নিবেদিত সাহিত্য আড্ডার মর্মকথা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সিনিয়র সহ সভাপতি, ইতিহাসের দৃষ্টিতে আল্লামা ফুলতলী (রহ.) গ্রন্থের লেখক এডভোকেট জিয়াউর রহিম শাহিন।

কনকনে শিতের সন্ধ্যায় পবিত্র রবিউল আউয়ালের সুচনাতেই সিলেটের নবীন প্রবীণ কবি সাহিত্যিক সাংবাদিকদের সরব উপস্থিতিতে প্রাণবন্ত এ সাহিত্য আড্ডায় কবি রূহুল আমীন খান সিলেটবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে অগণিত দর্শক শ্রোতার বিভিন্ন প্রশ্নের সাবলিল জবাবে অভিভুত হন সকলেই। কবি রুহুল আমীন খানকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান ফোরাম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল, সহ-সভাপতি এডভোকেট জিয়াউর রহিম শাহিন, রাজু আহমদ, এমদাদুল হক প্রমুখ।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরীর ও এম.জে.এইচ জামিলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেঃ কর্ণেল (অব:) সৈয়দ আলী আহমদ, অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী, দেশবরেণ্য কবি মুকুল চৌধুরী, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, বিশিষ্ট শিাবিদ সমাজসেবী অধ্যাপক আব্দুর রহিম, দৈনিক কাজির বাজার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আবু সালেহ মো. কুতুবুল আলম, লেখক সাংবাদিক আব্দুল হাই জিহাদী, এডভোকেট এম. শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম খসরু চেয়ারম্যান, কবি পিয়ার মাহমুদ, মাওলানা আতাউর রহমান, আজির উদ্দিন পাশা, হাফিজুর রহমান, ফখরুল ইসলাম, বেলাল আহমদ, সুহায়িল আহমদ, শরিফ উদ্দিন, সৈয়দ মুক্তদা হামিদ, এমদাদুল হক, এম এ মুকিত, রাজু চৌধুরী, হোটেল ইন্ড এন্ড এর ব্যবস্থাপনা পরিচালক আহমদ মিয়া, মাওলানা আখতার আলী, ছাদিকুর রহমান, আলিম উদ্দিন আলম, ফখরুল ইসলাম, হাবিবুর রহমান, এমদাদুল হক, সৈয়দ আমির হোসেন, জুনেদ আহমদ, আব্দুর রব, শহিদুর রহমান ইমন, মাজলু আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মঞ্জুর আহমদ। স্বরচিত কবিতা আবৃতি করেন কবি শামিমা কালাম। সংগীত পরিবেশন করেন আমার দেশ পাঠকমেলা সিলেট মহানগর শাখার সহ সাধারন সম্পাদক সুলায়মান আল মাহমুদ। সভা শেষে বিশেষ মোনাজাত করেন কবির রুহুল আমীন খান।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

ইখতামিন বলেছেন: আপডেটঃ আসিফ মহিউদ্দীন এখন আশঙ্কামুক্ত এক পলকে ব্লগার আসিফ মহিউদ্দীন ♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣ আসিফ! তুমি মৃত্যুঞ্জয়ী। তুমি অতিদ্রুত সুস্থ হয়ে ফিরে এসো। এই কামনায় আমি - ইখতামিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.