![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুতা মারো
(প্যারডী গান)
নাজমুল ইসলাম মকবুল
যারা ওই শাহজালালের নামের পাশে মুর্তি বানায়
জুতা মারো সবাই মিলে ওদের গালে।
ওরা সেই গৌড় গোবিন্দের উত্তরসুরি
সিলেটবাসীর ঈমান নিয়ে ছিনিমিনি ওরাই খেলে।।
নমরুদ এবং ফেরাউনের প্রেতাত্মারা
ভিনদেশিদের পোষা কুকুর টাউট বাটপার দালাল ওরা
শান্ত সিলেট সয়না ওদের
আগুন নিয়ে তাইতো খেলে।।
অতীতেও খেলেছিলো এমন খেলা
সিলেটবাসী ওদের গলায় দিয়েছিল জুতার মালা
রক্ত দিয়েছিলো তখন সিলেটবাসী
সেই কথাটি আজও তোরা যাসনি ভুলে।।
কোটি কোটি মানুষ আজও উপোষ থাকে
মজলুমানের আহাজারি ওই শোনা যায় রোগে শোকে
কোটি টাকার মুর্তি গড়ার ধরলো কেন ঘোড়া রোগে
তাকবীর বলে আঘাত হানো ওই শালাদের উৎস মুলে।।
২| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
শিক কাবাব বলেছেন:
৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
শিক কাবাব বলেছেন:
৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯
শিক কাবাব বলেছেন:
৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯
শিক কাবাব বলেছেন:
৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১
বাধা মানিনা বলেছেন: অনেকেই আজকাল ফেইস বুকে পীর সাহেব বা বুজুর্গানে দীন সাজার চেষ্টা করছেন। রিয়েল লাইফে নিজের গায়ের একটা পশমের খবরও রাখেন না। জানেন না নিজ মাথা হতে ঘাড় কতটা দুরে। অথচ ভার্চুয়াল ওয়ার্ল্ড এ এসে বুজুর্গানী ফলাচ্ছেন। থাপরিয়ে এদের দাত ফেলে দিতে মঞ্চায়।
৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩
শিক কাবাব বলেছেন:
৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫
বাধা মানিনা বলেছেন: শিক কাবাব, শিখতে চাই.....
৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯
শিক কাবাব বলেছেন: বাধা মানিনা বলেছেন: শিক কাবাব, শিখতে চাই.....
কি শিখতে চাই?
১০| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আচ্ছা আমাকে কষ্ট করে আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন,,,,,,,,ঐখানে মূর্তি কিংবা ভাস্কর্য যাই বানানো হোক না আপ্নার ঈমানে কি সমস্যা আসতেছে???
হুদাই কাউ মাউ করেন ক্যা? আপ্নার এ বাল চাল কবিতার হিট চাইলে সোনা ব্লগে গিয়া ল্যাদান। এখানে ক্যান আইছেন?
১১| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭
শিক কাবাব বলেছেন:
১২| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮
রিওমারে বলেছেন: বাল পোষ্ট
১৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬
নেংটি ইদুর বলেছেন: বিনোদনমুলক বাল্পুস্ট
১৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩
রওশন জমির বলেছেন: ভাস্কর্য সম্পর্কে কথা বলতে গিয়ে ধর্মীয় দিক থেকে ক্ষুব্ধতার কিছু নেই। প্রথমত, যে ধর্মের দিকে আহবান করছে, সে তো মানুষের মঙ্গলের উদ্দেশ্যেই করছে। তাই এতোটা খ্যাপামির কোনো অর্থ নেই। দ্বিতীয়ত, এনিয়ে এখন নানা মতামত পাওয়া যাচ্ছে। সুতরাং দাঁড়াও, পথিকবর!
পড়ুনঃ
Click This Link
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪
শিক কাবাব বলেছেন: