নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজমুল

নাজমুল ইসলাম মকবুল

নাজমুল ইসলাম মকবুল

জীবন একটা.......................

নাজমুল ইসলাম মকবুল › বিস্তারিত পোস্টঃ

কবি নাজমুল ইসলাম মকবুল এর ৩৬তম জন্মদিন ১ ফেব্রুয়ারী

২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯



কবি নাজমুল ইসলাম মকবুল এর ৩৬তম জন্মদিন ১ ফেব্রুয়ারী



কবি নাজমুল ইসলাম মকবুল এর ৩৫ তম জন্মদিন আগামী ১লা ফেব্র“য়ারী ২০১৩ । যুদ্ধ বিগ্রহ হানাহানি লুন্ঠন নির্যাতনের মুলোৎপাটন করে পৃথিবীর তাবৎ মানুষের মধ্যে সত্যিকারের প্রেম প্রীতি ভালোবাসার স্বপ্নে বিভোর সদালাপী মিশুক ও আড্ডাপ্রিয় কবি নাজমুল ইসলাম মকবুল বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেটের ঐতিহ্যবাহী বিশ্বনাথ উপজেলার অলংকার খ্যাত অলংকারী গ্রামে জন্মগ্রহণ করেন ১৯৭৭ সনের ১ ফেব্রুয়ারী।

বাড়ীর পাশেই অলংকারী পৌদনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পাঠশালা পাশ করেন। পাঠশালা থেকেই প্রথম স্থান অধিকারী নাজমুল কিশোর বয়সেই কলম হাতে লেখালেখির নেশায় জড়িয়ে পড়েন। ১৯৯২ সনে বিশ্বনাথ আলিয়া মাদরাসা থেকে দাখিল পরীায় অংশ নিয়ে বিশ্বনাথ পরীা কেন্দ্রে সর্বোচ্চ নাম্বার পেয়ে কৃতিত্বের স্বার রেখে সকলের নজর কাড়েন। অতঃপর উপমহাদেশের অন্যতম প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী সিলেট সরকারী আলিয়া মাদরাসায় ভর্তি হয়ে সেখান থেকে ১৯৯৪ সনে আলিম, ১৯৯৬ সনে ফাযিল ও ১৯৯৮ সনে বাংলাদেশ মাদরাসা শিার সর্বোচ্চ ডিগ্রী কামিল (মাস্টার্স সমমান) উত্তীর্ণ হন কৃতিত্বের সাথে। ১৯৮৮ সনের ১৫ জুলাই রামাদ্বান শিরোনামের কবিতা লেখার মধ্য দিয়ে সাহিত্য জগতে তাঁর পথ চলা শুরু। এরপর থেকে আর কলম থেমে থাকেনি। জাতিয় স্থানীয় ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রকাশিত বাংলা পত্র পত্রিকা ম্যাগাজিন সাহিত্য সংকলন লিটল ম্যাগ ও ব্লগে কবিতা ছড়া গান প্রবন্ধ নিবন্ধ এবং কলাম লিখে যাচ্ছেন অবিরতো। বিশেষ করে চিরায়ত বাংলার শেকড় সন্ধানী ইতিহাস ঐতিহ্যভিত্তিক লেখা লিখে পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জনে সম হন কবি নাজমুল। জননন্দিত জাতিয় দৈনিক আমার দেশ এর সম্পাদকীয় পাতায় স¤প্রতি দেশ ও জাতির গুরুত্বপূর্ণ ইস্যুতে নিয়মিত সাড়া জাগানো কলাম লিখে দেশে বিদেশে অর্জন করেছেন ঈর্ষনীয় খ্যাতি। পাশাপাশি অন্যান্য জাতিয় ও স্থানীয় এবং দেশ বিদেশের প্রায় সকল পত্র পত্রিকায় সমসাময়িক বিষয়ের উপর তাঁর লেখা প্রকাশিত হয়ে অগণিত পাঠক পাঠিকাদের মনের খোরাক জুগিয়ে আসছে বিরামহীনভাবে। এ পর্যন্ত তাঁর বাছাইকৃত লেখা নিয়ে দুটি গ্রন্থ প্রকাশের অপোয় রয়েছে। ৭১ এর রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তান নাজমুল ইসলাম মকবুল কলম তোমার অস্ত্র বানাও এই শ্লোগানকে সামনে রেখে ২০০৪ সনে সিলেটের একঝাঁক তরুন সাহিত্যকর্মীকে নিয়ে গঠন করেন ‘সিলেট লেখক ফোরাম’ এবং ২০০০ সনে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে গঠন করেন ‘মুক্তিযোদ্ধার প্রজন্ম’ নামক সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সংগঠন দুটির সভাপতির দায়িত্ব অত্যন্ত দতার সাথে পালন করে আসছেন তিনি। বিশ্বনাথ উপজেলা গ্যাস বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহবায়কসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের সাথে যুক্ত থেকে স্থানীয় জনসাধারনের জরুরী জনগুরুত্বপুর্ণ ন্যায্য দাবী দাওয়া আদায়ে অব্যাহতভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং সমাজ উন্নয়মনুলক কর্মকান্ডেও রেখে আসছেন অসামান্য অবদান।

১৯৯৬ সনে উপমহাদেশের তিনজন সমসাময়িক আলোকিত ব্যক্তিত্ব স্মরণে ‘যাদের তরে অশ্র“ ঝরে’ নামক ১৫২ পৃষ্টার সমৃদ্ধ একটি স্মারক গ্রন্থ সম্পাদনা করে সম্পাদনা জগতেও রাখেন প্রতিভার স্বার। এছাড়াও সম্পাদনা করেছেন আরো বেশ কয়েকটি সাহিত্য সংকলণ। কবিতা ছড়া ও প্রবন্ধে পুরস্কারও পেয়েছেন বহুবার। লন্ডন বিশ্বনাথের মাটি ও মানুষের সেতুবন্ধন শ্লোগানের সাড়া জাগানো পত্রিকা টেমস বাসিয়া’র প্রতিষ্ঠাতা সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি জাতিয় দৈনিক আমার দেশ পত্রিকার জন্মলগ্ন থেকে বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধির দায়িত্ব পালন করে সাংবাদিকতায়ও অর্জন করেছেন ঈর্ষনীয় খ্যাতি। লন্ডনের জনপ্রিয় টিভি চ্যানেল বাংলা টিভির বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধির দায়িত্ব পালন করে বিশ্বব্যাপী জানান দিচ্ছেন তাঁর সরব উপস্থিতি।

এছাড়া লন্ডন থেকে প্রকাশিত আমাদের প্রতিদিন, সিলেটের আলাপ, ইতালি থেকে প্রকাশিত ন্যাশন্যাল নিউজ, আমেরিকা থেকে প্রকাশিত প্রবাসী বার্তা, জাপান থেকে প্রকাশিত বিবেক বার্তা, কানাডা থেকে প্রকাশিত ব্যঙ্গলী টাইমস, দুবাই থেকে প্রকাশিত বাংলা এক্সপ্রেস, ঢাকা থেকে প্রকাশিত ফেয়ার নিউজ টুয়েন্টিফোর ডট কম, সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক আমাদের সিলেট ও ফেঞ্চুগঞ্জ বার্তার বিশেষ প্রতিনিধিসহ বিভিন্ন দায়িত্ব পালন করে সাংবাদিকতার জগতে রেখে আসছেন যুগান্তকারী ভুমিকা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বিশ্বনাথ উপজেলা কমান্ড এর নির্বাচিত কার্যকরী সদস্য ৭১ এর গর্বিত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মরতুজ আলী ও আলহাজ্ব আপ্তাবান বেগম এর প্রথম পুত্র নাজমুল ইসলাম মকবুল ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। নাজমুল ইসলাম মকবুল এর কলমযুদ্ধ যেন থেমে না যায় সেই প্রত্যাশা আমাদের সকলের।



প্রেরক: মনোয়ার হোসেন, নির্বাহী সম্পাদক, টেমস বাসিয়া, ফোন: +৩৩৬৬৮২৬৫৮৪৫







মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

নাজমুল ইসলাম মকবুল বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.