![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিলেটবাসীর নাক কেটে চট্টগ্রামবাসীর যাত্রা মেনে নেবনা
............................কবি নাজমুল ইসলাম মকবুল
সিলেটের গ্যাস দিয়ে চট্টগ্রাম অঞ্চলের চাহিদা মেটানোর প্রক্রিয়ার তীব্র নিন্দা জানিয়েছেন ৭১ এর গর্বিত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি ও বিশ্বনাথ উপজেলা গ্যাস বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহবায়ক কবি নাজমুল ইসলাম মকবুল।
তিনি এক বিবৃতিতে বলেন, প্রাথমিক ও গণশিামন্ত্রী ডা. আফসারুল আমীন গত শুক্রবার লন্ডন সফরকালে চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও আশপাশের এলাকায় গ্যাসের ব্যাপক চাহিদা রয়েছে। এসব চাহিদা মেটাতে সিলেট থেকে গ্যাস আনার প্রক্রিয়া চলছে।
আমাদের বক্তব্য হলো, সিলেটের পাশ্ববর্তী উপজেলা বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানীনগর জগন্নাথপুরের মানুষ দীর্ঘদিন যাবত গ্যাসের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। কিন্তু রহস্যজনক কারনে এসব এলাকার জনসাধারনকে বঞ্চিত রেখে আমাদের প্রাণের দাবীকে উপো করে সিলেটের গ্যাস সিলেটবাসীদের মধ্যে সরবরাহ না করে চট্টগ্রামে নিয়ে সরবরাহের পায়তারা করা হলেও সিলেটের নেতারা চুড়ি হাতে দিয়ে বসে আঙ্গুল চুষছেন। সিলেটবাসীকে বঞ্চিত রেখে সিলেটের গ্যাস চট্টগ্রামে পাচারের প্রক্রিয়া বন্ধে সচেতন সিলেটবাসীকেই এগিয়ে আসতে হবে। এজন্য গর্জে উঠতে হবে বঞ্চিত সিলেটবাসীকে। তুমুল আন্দোলন সংগ্রামের মাধ্যমে তা বন্দে সরকার ও সংশ্লিষ্ট মহলকে বাধ্য করতে হবে। সিলেটবাসীর নাক কেটে চট্টগ্রামবাসীর যাত্রা আমরা মেনে নেবনা। মেনে নিতে পারিনা। সিলেটের খনিজ সম্পদ সিলেটের মানুষ ভোগ করার পর উদৃত থাকলে তা দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহ করা যেতে পারে।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭
মিত্রাক্ষর বলেছেন: সিলেটের কয়েকটা উপজেলায় গ্যাসের তীব্র সংকট রয়েছে। বিশ্বনাথে গ্যাসের সংকট নতুন না। প্রায় ১৫ বছর আগে ওখানে আমার খালার বাসা ছিল। খালু কেজি হিসেবে লাকড়ি আনতেন আর খালা মাটির চুলায় রাঁধতেন
যদিও খালারা ১ বছরের বেশি ওখানে থাকেন নাই। আল্লাহ বাছাইসে, আলহামদুলিল্লাহ্
আর সিলেটের গ্যাসে শুধু সিলেটীদের হক আছে তা কিন্তু কখনই হতে পারে না, হক সবারই আছে। কিন্তু আগে সিলেটের চাহিদা মিটিয়ে পরে অন্য কোথাও দিলে কারও কোন সমস্যা থাকবে না। এই সাধারন একটা ব্যাপার নিয়ে মুখ কালাকালি করে আর চিটাগাং-এর মানুষদের সাথে সিলেটিদের ভেদাভেদ সৃষ্টি না করার জন্য নিতিনিরধারকদের কাছে ও সাধারন মানুষদের কাছে সচেতন থাকার আহ্বান জানাই।