![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্যারডী গান
জুতা মারো
নাজমুল ইসলাম মকবুল
জুতা মারো ওদের গালে যারা করে পুকুর চুরি
লুটেপুটে দেশটা খেয়ে আবার করে খবরদারী।।
নির্বাচনের সময় হলে হাতে পায়ে ধরে গিয়ে
লুটপাটেরই টাকা বিলায় চামচা এবং দালাল নিয়ে
ভোটের ঘরেও গিয়ে লাগায় শক্ত কঠিন নজরদারী।।
চামচা এবং দালাল পুষে নাম দেয় ওদের পাতিনেতা
টেন্ডারবাজি চাদাবাজির সুযোগ করে দেয় সবি তা
অস্ত্র হাতে দিয়ে করে মানুষ মারায় সমন জারি।।
মতার ওই স্বাদ পেলে ভাই চেহারাতে ঝিলিক মারে
জনগনকে তখন থেকে কেনা গোলাম মনে করে
ওরাই করে সারা জীবন রুশ ভারতের তাবেদারী।।
টাউট বাটপার দালালদেরই দাপট তখন যায়যে বেড়ে
সময় শেষে খেয়ে দেয়ে যায় যে চলে নেতা ছেড়ে
ওই নেতাদের মুখে এবার চলুন সবে জুতা মারি।।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
এ জাফর বলেছেন: রাজাকরদের বিচারের জন্য আমরা খুনী, ধর্ষনকারী,লুটেরা ও সকল দূর্নীতিবাজদের সাথে হাত মিলাতে ও সাহায্য নিতে পারি ।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮
চ।ন্দু বলেছেন: সকল ছেঁড়া জুতো রাজাকার, আলবদর ও জামাত নেতাদের জন্যে বরাদ্ধ রয়েছে। আগে এগুলোর পর্যাপ্ত ব্যবহার হোক পরবর্তীতে অন্য বিষয়গুলো দেখা যাবে।