![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রামীণ ফোনের প্রতারণা ও হয়রানীতে অতীষ্ট গ্রাহকেরা
অভিনব কায়দায় গ্রামীণ ফোন কোম্পানী প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেবার লোমহর্ষক খবর পাওয়া যাচ্ছে। ভুক্তভোগী গ্রাহকরা গ্রামীণ ফোনের শোষনের শিকার হয়ে এ প্রতিনিধিকে জানিয়েছেন নানা ধরনের চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন অফারের প্রলোভন দিয়ে প্রতারণার ফাঁদে ফেলেও তারা গ্রাহক হয়রানী করছে বলে জানা গেছে। এর মধ্যে অন্যতম হলো গ্রাহকের ব্যালেন্স থেকে হঠাৎ করে টাকা কেটে নেয়া এবং অফারের মিনিট কেটে নেয়া। আজ ১১ মার্চ শনিবার সকালে হঠাৎ করে এ প্রতিবেদকের গ্রামীণ ফোন নং ০১৭১৮৫০৮১২২ থেকে ৩৪.৫০ টাকা কেটে নেয়। সাথে সাথে ১২১ নং এ ফোন করে টাকা কেটে নেয়ার কারণ জানতে চাইলে এর কোন সদুত্তর দিতে পারেনি কর্তৃপ। এর আগেও একাধিকবার এ প্রতিবেদকের মোবাইল ফোন থেকে অন্যায়ভাবে টাকা কেটে নিয়েছে গ্রামীণ ফোন কোম্পানী। এ প্রতিবেদকের মতো অনেকেই তাদের হয়রানীর শিকার হয়েছেন বলে জানা গেছে।
তাদের প্রতারণার আরেকটি ফাঁদ হলো ওয়েলকাম টিউনস এর অফার। এতে মাসিক ৩৪.৫০ টাকা কেটে নেয়। এ অফার কেহ না চাইলেও গ্রাহকদের মোবাইল থেকে টাকা কেটে নিচ্ছে। এ প্রতিবেদকও গ্রামীণ ফোনের কোন ওয়েলকাম টিউনস এর অফার গ্রহণ করেননি এবং চানওনি, বরং কোম্পানীর ওয়েলকাম টিউনস এর অফারের জবাবে তা গ্রহণ করবেননা বলে জানিয়ে দেন গ্রামীণ ফোন কর্তৃপকে। কিন্তু এর পরও তারা ওই গ্রাহকের মোবাইল নং থেকে টাকা কেটে নিচ্ছে। গ্রামীণ ফোনের প্রতারণায় অতীষ্ট হয়ে অনেকেই সীম কার্ড পরিবর্তন করে অন্য কোম্পানীর সীম গ্রহণ করছেন বলে জানিয়েছেন এ প্রতিবেদককে।
২| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১
নীলতিমি বলেছেন: সূত্র দিন এখনই নইলে নরওয়েজিয়ান কোম্পানির বিরুদ্ধে নরওয়েজিয়ান ব্লগে লিখছেন - খবর আছে আপনার
৩| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫
নাজমুল ইসলাম মকবুল বলেছেন: অগণিত গ্রাহকদের সাথে প্রতারণা করতে করতে আমার সাথেও প্রতারণা করল। সকল প্রতারিত গ্রাহকদের পক্ষ হতে আমি গ্রামীণ ফোনের বিকল্প ব্যবহারের অনুরোধ জানাচ্ছি.............................
৪| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫
নীলপথিক বলেছেন: আমারও হঠাৎ ২০০ টাকার মতন কাটা গেছে। পোস্ট-পেইড যেহেতু, বিল আসা পর্যন্ত অপেক্ষা করে দেখি, কেন কাটলো।
৫| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩
Kal+ponik Amit BD বলেছেন: এটা বাস্তব আমার ও সেম ঘটনা ঘটেছিল
Click This Link
৬| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১২
নাজমুল ইসলাম মকবুল বলেছেন:
ধন্যবাদ। গ্রামীণ ফোনের প্রতারণার বিষয়টি ফাস করে দিন বন্ধুরা.................................
৭| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩২
সোহানী বলেছেন: ঠিক তাই তবে শুধু গ্রামীন না অন্যান্য অপারেটারাও একই কাজ করে। বিশেষ করে ওয়েলকাম টিউন বা রেডিও অন নামে। আমি কখনই এর রিকোয়েস্ট পাঠাইনি কিন্তু তারা এর সন্মানিত গ্রাহক বলে প্রতিমাসে বাশ দিচ্ছে.....
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬
জানা বলেছেন:
সূত্র দিয়ে দিন এখনই।