![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সইগো নির্বাচন আসে
(প্যারডী গান)
নাজমুল ইসলাম মকবুল
সইগো নির্বাচন আসে, যখন নির্বাচন আসে
ভ্রমরেরা ভোটের লাগি আমার বাড়ী আসে।।
এসে বলে জনগনের সেবক আমি হবো
সুখে দুঃখে সকল সময় পাশে পাশে রবো
পাশ করিয়া টাউট বাটপার রাখে তার পাশে।।
নির্বাচনের আগে বলে আমি আপনার ভাই
পাশ করার পর বলে ভাইরে স্যার ডাকো সবাই
ড্রয়িংরুমে বসাই রাইখা বেডরুমেতে কাশে।।
নির্বাচনের আগে বলে একবার যদি জিতি
সবাই মিলে দেখবেন আমার কাজের তেলেসমাতি
নিজের পকেট ভারী করে খিলখিলিয়ে হাসে।।
©somewhere in net ltd.