নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজমুল

নাজমুল ইসলাম মকবুল

নাজমুল ইসলাম মকবুল

জীবন একটা.......................

নাজমুল ইসলাম মকবুল › বিস্তারিত পোস্টঃ

গ্রামীণ ফোনের প্রতারণা ও হয়রানী : বর্জন করুন ওই চোরদের

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩



গ্রামীণ ফোনের প্রতারণা ও হয়রানী : বর্জন করুন ওই চোরদের



অভিনব কায়দায় গ্রামীণ ফোন কোম্পানী প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেবার লোমহর্ষক খবর পাওয়া যাচ্ছে। ভুক্তভোগী গ্রাহকরা গ্রামীণ ফোনের শোষনের শিকার হয়ে এ প্রতিনিধিকে জানিয়েছেন নানা ধরনের চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন অফারের প্রলোভন দিয়ে প্রতারণার ফাঁদে ফেলেও তারা গ্রাহক হয়রানী করছে বলে জানা গেছে। এর মধ্যে অন্যতম হলো গ্রাহকের ব্যালেন্স থেকে হঠাৎ করে টাকা কেটে নেয়া এবং অফারের মিনিট কেটে নেয়া। আজ ১১ মার্চ শনিবার সকালে হঠাৎ করে এ প্রতিবেদকের গ্রামীণ ফোন নং ০১৭১৮৫০৮১২২ থেকে ৩৪.৫০ টাকা কেটে নেয়। সাথে সাথে ১২১ নং এ ফোন করে টাকা কেটে নেয়ার কারণ জানতে চাইলে এর কোন সদুত্তর দিতে পারেনি কর্তৃপ। এর আগেও একাধিকবার এ প্রতিবেদকের মোবাইল ফোন থেকে অন্যায়ভাবে টাকা কেটে নিয়েছে গ্রামীণ ফোন কোম্পানী। এ প্রতিবেদকের মতো অনেকেই তাদের হয়রানীর শিকার হয়েছেন বলে জানা গেছে।

তাদের প্রতারণার আরেকটি ফাঁদ হলো ওয়েলকাম টিউনস এর অফার। এতে মাসিক ৩৪.৫০ টাকা কেটে নেয়। এ অফার কেহ না চাইলেও গ্রাহকদের মোবাইল থেকে টাকা কেটে নিচ্ছে। এ প্রতিবেদকও গ্রামীণ ফোনের কোন ওয়েলকাম টিউনস এর অফার গ্রহণ করেননি এবং চানওনি, বরং কোম্পানীর ওয়েলকাম টিউনস এর অফারের জবাবে তা গ্রহণ করবেননা বলে জানিয়ে দেন গ্রামীণ ফোন কর্তৃপকে। কিন্তু এর পরও তারা ওই গ্রাহকের মোবাইল নং থেকে টাকা কেটে নিচ্ছে। গ্রামীণ ফোনের প্রতারণায় অতীষ্ট হয়ে অনেকেই সীম কার্ড পরিবর্তন করে অন্য কোম্পানীর সীম গ্রহণ করছেন বলে জানিয়েছেন এ প্রতিবেদককে।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন:
আমি নিজে গ্রামীন ফোনের "গোল্ড ষ্টার" গ্রাহক। আমি জানিই না ওরা কখন কোন ফোন কলের জন্য আমার কাছ থেকে কত টাকা কেটে নিচ্ছে।

কি সব ঘুরানো পেঁচানো কর রেট ঘোষণা করে দুই দিন পর পর, এগুলো বুঝতে হলে নতুন করে স্কুল,কলেজে ভর্তি হতে হবে।

গ্রামীণ ফোনের এই বাঁদরামি বন্ধ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ধন্যবাদ।

২| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪২

লেখোয়াড় বলেছেন:
+++++++++++

৩| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪

আহলান বলেছেন: এসব ভন্ডামি আর কত কাল?? বন্ধ সীম চারু করলে নাকি কতকিছু পাওয়া যায়, কিছুই পাই নাই ....

৪| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫

এম এম হোসাইন বলেছেন: চোরেরা তো চুরি করবই। কিন্তু আমারা হইলাম আম জনতা, আমাদের কিছুই করার নাই। জিপি ইউস না করে যামু কই?

৫| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৭

টেকনিসিয়ান বলেছেন: এম এম হোসাইন বলেছেন: জিপি ইউস না করে যামু কই?
এর নেটওর্য়াক কিন্তু সত্যিই কাজের জিনিস।

সো আমাদের সর্তক হতে হবে। লোকে ঠিকই বলে হারামীর ফোন।

আমার কখনো টাকা কাটতে পারেনি.. কারণ আমি একসাথে ২০টাকা ৫টি করে কার্ড ক্রয় করি, একটি শেষ হলে আরেকটি ঢুকাই............

৬| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

স্বাধীন জামিল বলেছেন: লেখক রে অন্য অপারেটর এর স্টাফ মনে হইতেছে :-P

৭| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৫

পথেরহাট. বলেছেন: ওয়েল কাম টিউন নিয়া ফাঁকি বাজির জরিমানা প্রায় শত কোটি টাকা। প্রমাণ সহ বিটিআরসি কে অভিযোগ করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.