![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার দেশ সম্পাদকের মুক্তির দাবীতে সিলেট লেখক ফোরাম’র মানববন্ধন
মাহমুদুর রহমান সমসাময়িক বিশ্বের এক উজ্জ্বল আলোকবর্তিকা
বায়ান্নের ও একাত্তরের আত্মত্যাগ আজ চরমভাবে বিনষ্টের পথে। জাতি আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। গণতন্ত্র ও মানবাধিকার আজ চরমভাবে নির্বাসিত। মানবতা আজ ভুলুন্টিত। চারিদিকে লাশ আর গোলাবারুদের গন্ধ। মানুষ আজ অসহায়, নির্বাক। দেশ দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত। সরকার গণমাধ্যমের কন্ঠ স্তব্ধ করে দৃঢ়চেতা সাংবাদিকদের ৭৩-৭৫ এর আদলে নির্যাতন চালিয়ে যাচ্ছে। বর্তমানে পুরো দেশটাই যেন কারাগারে পরিণত হয়েছে। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার রায় চরম প্রতিকুল অবস্থা বিরাজ করছে। লেখক সাংবাদিকরা পর্যন্ত আজ সরকারের রুষানলের শিকার। সময়ের সাহসী সন্তান, আমার দেশ সম্পাদক, জনপ্রিয় লেখক মাহমুদুর রহমান আজ সরকারের কারাগারে বন্দি ও চরমভাবে নির্যাতিত। লেখনির মাধ্যমে সত্য প্রকাশের দায়ে মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে একজন জনপ্রিয় সাংবাদিককে কারাগার ও রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন করা গোটা জাতির জন্যই কলংকজনক। আমার দেশ পত্রিকার ছাঁপাখানা জোর করে তালাবদ্ধ করে রাখা সরকারের আরেকটি কালো অধ্যায়ের নমুনা। যা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিজের জীবনের মায়া ত্যাগ করে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আইনের শাসন প্রতিষ্ঠায় জীবন বাজি রেখে কলমযুদ্ধে লিপ্ত সর্বজনশ্রদ্ধেয় মাহমুদুর রহমান সমসাময়িক বিশ্বের এক উজ্জ্বল আলোকবর্তিকা-সময়ের শ্রেষ্ঠ সন্তান। তাঁর মুক্তির জন্য আজ সিলেটের লেখক কবি সাহিত্যিক সাংবাদিকরা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। এজন্য সরকারের লজ্জা পাওয়া উচিত। অবিলম্বে তাকে মুক্তি না দিলে দেশের লেখক কবি সাহিত্যিক সাংবাদিকরা আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করে আনবে ইনশাআল্লাহ।
জননন্দিত পত্রিকা আমার দেশ সম্পাদক ও জনপ্রিয় কলাম লেখক মাহমুদুর রহমান’র মুক্তি ও পত্রিকার ছাঁপাখানা খুলে দেবার দাবীতে সিলেটের প্রতিশ্র“তিশীল কবি সাহিত্যিক সাংবাদিকদের সংগঠন সিলেট লেখক ফোরাম আয়োজিত বিশাল মানবন্ধনে বক্তারা এসব কথা বলেন।
ফোরাম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল’র সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এমজেএইচ জামিল এর সঞ্চালনায় গতকাল শনিবার বেলা তিনটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত বিশাল মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহমুদুর রহমান মুক্তি মঞ্চ সিলেটের আহবায়ক সালেহ আহমদ খসরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম সিলেট মহানগরীর আহবায়ক মুফতি ফয়জুল হক জালালাবাদী, সমাজসেবী ও শিানুরাগী অধ্যাপক আব্দুর রহীম, বিশিষ্ট রাজনীতিবিদ প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, জামেয়া মাদানিয়া বিশ্বনাথের প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী, দরগামহল্লা বণিক কল্যাণ সমিতির সভাপতি শামছুজ্জামান সমছু চেয়ারম্যান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক জালালাবাদের সিনিয়র স্টাপ রিপোর্টার এনামুল হক, সিলেট লেখক ফোরামের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, কার্যকরী পরিষদ সদস্য সাংবাদিক কাজী শফিকুল ইসলাম, আমার দেশ পাঠক মেলা সিলেট মহানগরীর সহ সভাপতি আদিল রশিদ হুমায়ূন, সহ সাধারন সম্পাদক কন্ঠশিল্পী সোলায়মান আল মাহমুদ, সিলেট ইয়াং স্টারের সাধারন সম্পাদক এমদাদুল হক, সাবেক সাধারন সম্পাদক জুনায়েদ আহমদ জাফর, ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ নেতা সাইদুর রহমান রাজু, লেখক ইকবাল আহমদ, যুব সংগঠক লায়েক চৌধুরী, সালমান আহমদ, ছাত্রনেতা জায়েদ আহমদ, আমার দেশ পাঠক মেলা সিলেট মহানগরী নেতা আলী আকবর রাজন, সংস্কৃতি কর্মী মিনহাজুর রহমান ফয়ছল, ফটো সাংবাদিক শহীদ আহমদ প্রমূখ।
মানববন্ধনে সংহতি জানিয়ে লেখক কবি সাহিত্যিক সাংবাদিক শিাবিদ রাজনীতিবিদ সমাজকর্মী সংস্কৃতিকর্মী ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক জনসাধারন অংশগ্রহণ করেন।
©somewhere in net ltd.