নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজমুল

নাজমুল ইসলাম মকবুল

নাজমুল ইসলাম মকবুল

জীবন একটা.......................

নাজমুল ইসলাম মকবুল › বিস্তারিত পোস্টঃ

দেশটা রসাতলে গেলো

৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৩



দেশটা রসাতলে গেলো



নাজমুল ইসলাম মকবুল



দেশটা রসাতলে গেলো চোর ডাকাতের দায়

তলাবিহীণ ঝুড়ি আমার দেশটাকে বানায়।।

ভোটের আগে জনগনের ধরে হাতে পায়

ভোটের পরে তাহার নাগাল পাওয়া বিষম দায়।।

বস্তা ভরা টাকা দিয়ে টিকিট কিনা যায়

কয়েক বস্তা খরছ করে পার্লামেন্টে যায়।।

একবার জিতলে চৌদ্দ গোস্টির করে যে উপায়

দেশের টাকা বৈদেশ নিয়া ইমারত বানায়।।

টাউট বাটপার দালালদেরকে লিডারও বানায়

সকল দালাল মিলে আমার দেশটাকে ডুবায়।।

ভালো মানুষ জায়গা পায়না টাউটের ঠেলায়

মাহাথিরের মতো নেতা পাওয়া বিষম দায়।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬

ৈতয়ব খান বলেছেন: সত্য কথা ক্যান কও ভাই, জানের কি ডর নাই!
জানো না, রাজনীতি করে আমার মিয়া ভাই?
তার কবলে পড়ো যদি শুন গো মকবুল
কান টাইন্যা লম্বা করবো, ছিঁড়বো তোমার চুল।
কওন যায় না গুল্লি কইরা তোমার গুষ্ঠি খতম
করবো আমার মিয়া ভাইয়ে, করবা তখন মাতম।
ইসব কতা লেইখ্য না আর, তাগোর গুণ গাও
তারা ক্যাডার আঃলীগের; প্রতীক তাগো নাও
কিংবা তারা ধানের শিষের বিষের পানি দিয়া
মারবো তোমায় বাইত্তে ঢুইকা তোমার ঘরে গিয়া
কিংবা তারা শিবির জামাত রগ কাটা এক্সপার্ট
মাইনক্যা চিপায় ফালাইয়া খুলবো তোমার নাট
গিড়াগাড়ি ভাইঙ্গা দিয়া করবো তোমায় ভোতা
ক্যান দিবার যাও তাগো নাকে খামাখাই গুতা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.