![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাক্ষসের দলে
নাজমুল ইসলাম মকবুল
দেশটা লুটিয়া খাইলোগো রাক্ষসের দলে
দেশটা রসাতলে নিলোগো রাক্ষসের দলে
তলাবিহীণ ঝুড়ি করলো ভাসে নয়ন জলেগো রাক্ষসের দলে।।
ভোটের আগে জনগনের হাতে পায়ে ধরে
বাড়ী গিয়ে সালাম কালাম কতো কিছু করে
এটা দেবো সেটা দেবো কতো কিছু বলেগো রাক্ষসের দলে।।
রাত বিরাতে টাকা বিলায় ঘরে ঘরে গিয়া
মাথার মধ্যে ফুঁ দেওয়ায় মুরব্বীদের দিয়া
পাশ করার পর উসল করে দু’কান তখন মলেগো রাক্ষসের দলে।।
টাউট বাটপার দালাল পুষে দুধ ও কলা দিয়া
ফুটানী আর বড়াই করে পাবলিক ও মারিয়া
পুলা মাইয়ার উপায় করে মতার ওই বলেগো রাক্ষসের দলে।।
দেশ বিদেশে করে তখন বিলাসবহুল বাড়ী
নিজের এবং বউয়ের লাইগা কিনে দামী গাড়ি
কোটি কোটি টাকা মারে ছলে বলে কলেগো রাক্ষসের দলে।।
©somewhere in net ltd.