![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাচনী গান
নাজমুল ইসলাম মকবুল
আমার ঘুষের টাকা গেলোগো নির্বাচনী কাজে
আমার লুটের টাকা গেলোগো নির্বাচনী কাজে
জনগনে কতো কিছু বলে আজে বাজেগো নির্বাচনী কাজে।।
ভুলবুঝেনা জনগনে আমার পিছে ছুটে
দলে দলে বলে এসে পাশ করাবে ভোটে
টাকা দেবার কথা বলি একটুখানি লাজেগো নির্বাচনী কাজে।।
খরিদ করতে ছাড়তে থাকি ভোটারপ্রতি টাকা
এই টাকাটা ছিলো আমার লুটপাট করে রাখা
পাশ করার পর সাজি আমি নিত্য নতুন সাজেগো নির্বাচনী কাজে।।
ঘুষ দুর্নীতি লুটপাট করে মারি আমি টাকা
টাকা কামাই পাবলিকের ওই পকেট করে ফাঁকা
ক্ষমতার ওই দাপট দেখাই জনগনের মাঝেগো নির্বাচনী কাজে।।
পাঁচটি বছর রাজার হালে দাপট দেখাই দেশে
টাউট বাটপার দালাল পুষি ওদের ভালোবেসে
জুতা মারা শুরু হলে মরি আমি লাজেগো নির্বাচনী কাজে।।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৮
খাটাস বলেছেন: ছন্দময় ভাল লিখেছেন বাস্তব সম্মত। প্লাস। ভাল থাকবেন।